এআইয়ের কারণে বেকার হবেন সিঙ্গাপুরের বৃহত্তম ব্যাংকের ৪০০০ কর্মী

আমার দেশ ডেস্ক
প্রকাশ : ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ২১: ৫৯

প্রযুক্তি মানুষের কাজকে সহজ করলেও এবার যেন তাদের পুরোপুরি কর্মহীন অবস্থায় নিয়ে যাচ্ছে। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই কাজের গতি যেমন বাড়িয়েছে তেমনি বিশ্বব্যাপী মানুষকে কর্মহীন করে দিচ্ছে। এরই ধারাবাহিকতায় আগামী তিন বছরের মধ্যে চার হাজার কর্মী চাকরি হারাতে যাচ্ছে সিঙ্গাপুরের বৃহত্তম ব্যাংকের। ডিবিএস ব্যাংকের মুখপাত্র জানিয়েছেন, আগামী কয়েক বছরের মধ্যে অস্থায়ী এবং চুক্তিভিত্তিক পদ চালু হওয়ার ফলে এই ব্যাংক থেকে স্বাভাবিকভাবেই কর্মী ছাঁটাই করা হবে। আর মানুষের বদলে সেসব কাজ করবে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই। ফলে কাজের পরিমাণও বাড়বে।

ছাঁটাইয়ের খবরে আতঙ্ক ছড়িয়ে পড়ে কর্মীদের মাঝে। তবে গত সোমবার ব্যাংকের প্রধান নির্বাহী পীযূষ গুপ্ত বলেছেন, ছাঁটাইয়ের খবরে আতঙ্কিত হওয়ার কিছু নেই। এতে ব্যাংকের কাজের ওপর কোনো প্রভাবই পড়বে না। কারণ, মানুষের বদলে এআই কাজ করতে পারবে এমন প্রায় এক হাজার পদ তৈরি করা হবে। এর মাধ্যমে ডিবিএস প্রথম এআইয়ের মাধ্যমে কর্মসংস্থানের উদাহরণ তৈরি করলো।

বিজ্ঞাপন

তবে সিঙ্গাপুরে কতজনকে চাকরি থেকে ছাঁটাই করা হবে বা কোন কোন পদের ওপর প্রভাব পড়বে সে বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি প্রতিষ্ঠানটি। ডিবিএসে বর্তমানে ৮ থেকে ৯ হাজার অস্থায়ী এবং চুক্তিভিত্তিক কর্মী রয়েছে। ব্যাংকটিতে মোট ৪১ হাজার জন কর্মী কাজ করছে।

এদিকে, গত বছর গুপ্ত বলেছেন, এক দশকেরও বেশি সময় এআই নিয়ে কাজ করছে ডিবিএস ব্যাংক। তিনি বলেছেন, এই ব্যাংকের ৩৫০টি কাজের জন্য ৮০০টিরও বেশি এআই মডেল স্থাপন করা হয়েছে। ফলে চলতি বছরেই এর থেকে আর্থিক সুবিধা পাওয়া যাবে ১ বিলিয়ন সিঙ্গাপুর ডলার (৭৪৫ মিলিয়ন মার্কিন ডলার)। চলতি বছরের মার্চে চাকরি ছাড়ছেন গুপ্ত। তার স্থলাভিষিক্ত হবেন বর্তমান ডেপুটি চিফ এক্সিকিউটিভ তান সু শান।

ব্যাংক খাতে চাকরি ছাঁটাইয়ের বিষয়ে ২০২৪ সালেই সতর্ক করেছিল আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ। এআইয়ের কারণে বিশ্বব্যাপী প্রায় ৪০ শতাংশ কর্মী চাকরি হারাবে। আইএমএফের ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা জর্জিভা বলেছেন, বেশির ভাগ ক্ষেত্রে সার্বিক পরিস্থিতিকে আরো খারাপ করে তুলবে এআই। তবে এআইয়ের পক্ষে যুক্তি দিয়েছেন ব্যাংক অব ইংল্যান্ডের গভর্নর অ্যান্ড্রু বেইলি। গত বছর বিবিসিকে তিনি জানিয়েছিলেন, এআই ব্যাপকহারে কর্মসংস্থানের সুযোগ নষ্ট করবে না, বরং কর্মীরা নতুন এই প্রযুক্তির সঙ্গে কাজ করতে শিখবে। এআইয়ের সঙ্গে কাজের ঝুঁকি থাকলেও এর রয়েছে প্রচুর সম্ভাবনা।

অসদাচারণের দায়ে টঙ্গী পাইলট স্কুলের ভারপ্রাপ্ত অধ্যক্ষকে শোকজ

জরুরি অবস্থা জারি করলেন পেরুর প্রেসিডেন্ট

গুম-খুনে জড়িত ১৫ সেনা কর্মকর্তা চাকরিচ্যুত। ট্রাইব্যুনালে হাজির। সাবজেলে প্রেরণ

এবার ১ টাকায় গরুর মাংস বিতরণের ঘোষণা সেই এমপি প্রার্থীর

অভিযুক্ত সেনা কর্মকর্তাদের বহন করা সেই প্রিজন ভ্যানে কী আছে

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত