আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

মালয়েশিয়ার সাবেক সেনাপ্রধান ২ স্ত্রীসহ গ্রেপ্তার

আমার দেশ অনলাইন

মালয়েশিয়ার সাবেক সেনাপ্রধান ২ স্ত্রীসহ গ্রেপ্তার
ছবি: ফ্রি মালয়েশিয়া টুডে

দুর্নীতির অভিযোগে দুই স্ত্রীসহ গ্রেপ্তার হয়েছেন মালয়েশিয়ার সাবেক সেনাপ্রধান হাফিজুদ্দিন জানতান। সামরিক বাহিনীর একটি ক্রয় প্রকল্পে দুর্নীতির অভিযোগে সাবেক সেনাপ্রধান, তার দুই স্ত্রী ও অপর দুই ব্যক্তিকে গ্রেপ্তার করে দেশটির দুর্নীতি দমন সংস্থা। খবর ফ্রি মালয়েশিয়া টুডের।

এক বিবৃতিতে মালয়েশিয়ার দুর্নীতি দমন কমিশন (এমএসিসি) জানায়, পুত্রজায়া ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। পরে তাদের রিমান্ড আবেদন মঞ্জুর করেন আদালত।

বিজ্ঞাপন

হাফিজুদ্দিনকে সাত দিনের, তার এক স্ত্রীকে ছয় দিনের এবং অন্যজনকে তিন দিনের রিমান্ডে নেওয়া হয়েছে।

সেনাবাহিনীর ক্রয় প্রক্রিয়ায় দুর্নীতির তদন্তের অংশ হিসেবে ওই তিনজনকে আটক করা হয়। মালয়েশিয়ার দুর্নীতি দমন কর্তৃপক্ষ এমএসিসির ভ্যানে করে স্থানীয় সময় সকাল ১০টার দিকে তাদের আদালতে আনা হয়। সেদিন একই মামলার সূত্রে অপর এক দম্পতিকেও আটক করা হয়। তাদের সাত দিনের রিমান্ডে নেওয়া হয়েছে।

আটকের বিষয়টি নিশ্চিত করেছেন এমএসিসির প্রধান কমিশনার আজম বাকি। তিনি জানান, এ বিষয়ে এখনো তদন্ত চলছে।

আজম বাকির বরাত দিয়ে প্রকাশিত বিবৃতিতে আরও বলা হয়, 'স্বচ্ছতা ও পেশাদারিত্বের সঙ্গে তদন্ত চালানোর বিষয়ে এমএসিসি অঙ্গীকারবদ্ধ।’

ওই মামলার সূত্রে গত বছরের শেষ থেকে শুরু করে এখন পর্যন্ত বেশ কয়েকটি প্রতিষ্ঠানে অভিযান চালিয়েছে কর্তৃপক্ষ। একজন সন্দেহভাজন ব্যক্তি ও তার পরিবারের সদস্যদের ছয়টি ব্যাংক অ্যাকাউন্টও জব্দ করেছে দুর্নীতি দমন কর্তৃপক্ষ। তবে ওই ব্যক্তির পরিচয় প্রকাশ করা হয়নি।

বস্তুত, এই মামলার বিষয়ে তেমন কোনো তথ্য এখনো প্রকাশ করা হয়নি। তবে একজন জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তার ব্যাংক অ্যাকাউন্টে আর্থিক লেনদেন সূত্রে তদন্ত প্রক্রিয়া শুরু হয়।

হাফিজউদ্দিনের বিরুদ্ধে তদন্ত শুরু হলে গত ডিসেম্বরে তাকে বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হয়।

সরকারি সংবাদ সংস্থা বেরনামা জানিয়েছে, এমএসিসি এই মামলাসংশ্লিষ্ট ২৪ লাখ রিঙ্গিত (৫ লাখ ৯১ হাজার মার্কিন ডলার) নগদ অর্থ পাচারের উদ্যোগ বানচাল করেছে।

বুধবার আজমের বরাত দিয়ে বেরনামা জানায়, মামলাসংশ্লিষ্ট এক ব্যক্তি এক অবস্থান থেকে আরেক অবস্থানে অর্থ পাচারের চেষ্টা চালাতে গিয়ে ধরা পড়েন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন