আমার দেশ অনলাইন
ইয়েমেনে ইসরাইলি বিমান হামলায় হুথি সরকারের প্রধানমন্ত্রীসহ কয়েকজন মন্ত্রীর নিহত হওয়ার পর, নিরাপত্তাজনিত কারণে ইসরাইল সরকার রোববার তাদের নির্ধারিত দুটি বৈঠক ‘গোপন ও সুরক্ষিত’ স্থানে সরিয়ে নিয়েছে।
রোববার ইসরাইলি গণমাধ্যমের বরাতে এই তথ্য জানিয়েছে তুরস্কভিত্তিক গণমাধ্যম আনাদোলু এজেন্সি।
ইসরাইলি চ্যানেল ১২ জানায়, একটি সাধারণ মন্ত্রিসভার বৈঠক ও আরেকটি নিরাপত্তা মন্ত্রিসভার বৈঠক হঠাৎ করেই স্থানান্তর করা হয়। বৈঠক শুরুর কিছু সময় আগে সংশ্লিষ্ট মন্ত্রীদের নতুন স্থানের বিষয়ে অবহিত করা হয়।
এর আগে, হুথি গোষ্ঠী নিশ্চিত করে যে, গত বৃহস্পতিবার ইসরাইলি বিমান হামলায় ইয়েমেনের রাজধানী সানায় হুথি প্রধানমন্ত্রী আহমেদ গালিব আল-রাহাবি এবং কয়েকজন মন্ত্রী নিহত হয়েছেন।
সরকারি সূত্রে জানা গেছে, রোববারের দুই বৈঠকে নিরাপত্তা খাতে অতিরিক্ত বরাদ্দ, গাজা পরিস্থিতি, আন্তর্জাতিক মহলে সম্ভাব্য ফিলিস্তিনি রাষ্ট্র স্বীকৃতি, লেবানন ও সিরিয়ায় সাম্প্রতিক নিরাপত্তা পরিবর্তনসহ গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে আলোচনা হওয়ার কথা ছিল।
ইসরাইলি মিডিয়ায় আরও বলা হয়, প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং তার নিরাপত্তা মন্ত্রিসভা গাজায় হামাসের হাতে আটক সব ইসরাইলি জিম্মির মুক্তির বিষয়ে কেবলমাত্র একটি “বিস্তৃত চুক্তি” নিয়ে আলোচনা করার সিদ্ধান্ত নিয়েছে। মধ্যস্থতাকারীদের সাম্প্রতিক আংশিক প্রস্তাব প্রত্যাখ্যান করা হয়েছে, যদিও তা ইসরাইলের আগের শর্তের প্রায় অনুরূপ ছিল।
অন্যদিকে, হামাস বারবার ইঙ্গিত দিয়েছে যে তারা যুদ্ধের সমাপ্তি, গাজা থেকে ইসরাইলি বাহিনীর সম্পূর্ণ প্রত্যাহার এবং ফিলিস্তিনি বন্দিদের মুক্তির বিনিময়ে সব জিম্মিকে মুক্ত করতে প্রস্তুত। তবে নেতানিয়াহু গাজা পুনরায় দখলের পরিকল্পনা অব্যাহত রেখেছেন।
২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় ইসরাইলি হামলায় প্রায় ৬৩,৪০০ ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে জানিয়েছে বিভিন্ন সূত্র। দীর্ঘমেয়াদি সামরিক অভিযানের ফলে গাজা এখন ধ্বংসপ্রায় ও দুর্ভিক্ষের মুখে।
এছাড়া, আন্তর্জাতিক অপরাধ আদালত গাজায় যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ইসরাইলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু এবং সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে।
একইসঙ্গে, গাজা যুদ্ধ ইস্যুতে ইসরাইল বর্তমানে আন্তর্জাতিক বিচার আদালতে একটি গণহত্যা মামলারও মুখোমুখি।
ইয়েমেনে ইসরাইলি বিমান হামলায় হুথি সরকারের প্রধানমন্ত্রীসহ কয়েকজন মন্ত্রীর নিহত হওয়ার পর, নিরাপত্তাজনিত কারণে ইসরাইল সরকার রোববার তাদের নির্ধারিত দুটি বৈঠক ‘গোপন ও সুরক্ষিত’ স্থানে সরিয়ে নিয়েছে।
রোববার ইসরাইলি গণমাধ্যমের বরাতে এই তথ্য জানিয়েছে তুরস্কভিত্তিক গণমাধ্যম আনাদোলু এজেন্সি।
ইসরাইলি চ্যানেল ১২ জানায়, একটি সাধারণ মন্ত্রিসভার বৈঠক ও আরেকটি নিরাপত্তা মন্ত্রিসভার বৈঠক হঠাৎ করেই স্থানান্তর করা হয়। বৈঠক শুরুর কিছু সময় আগে সংশ্লিষ্ট মন্ত্রীদের নতুন স্থানের বিষয়ে অবহিত করা হয়।
এর আগে, হুথি গোষ্ঠী নিশ্চিত করে যে, গত বৃহস্পতিবার ইসরাইলি বিমান হামলায় ইয়েমেনের রাজধানী সানায় হুথি প্রধানমন্ত্রী আহমেদ গালিব আল-রাহাবি এবং কয়েকজন মন্ত্রী নিহত হয়েছেন।
সরকারি সূত্রে জানা গেছে, রোববারের দুই বৈঠকে নিরাপত্তা খাতে অতিরিক্ত বরাদ্দ, গাজা পরিস্থিতি, আন্তর্জাতিক মহলে সম্ভাব্য ফিলিস্তিনি রাষ্ট্র স্বীকৃতি, লেবানন ও সিরিয়ায় সাম্প্রতিক নিরাপত্তা পরিবর্তনসহ গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে আলোচনা হওয়ার কথা ছিল।
ইসরাইলি মিডিয়ায় আরও বলা হয়, প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং তার নিরাপত্তা মন্ত্রিসভা গাজায় হামাসের হাতে আটক সব ইসরাইলি জিম্মির মুক্তির বিষয়ে কেবলমাত্র একটি “বিস্তৃত চুক্তি” নিয়ে আলোচনা করার সিদ্ধান্ত নিয়েছে। মধ্যস্থতাকারীদের সাম্প্রতিক আংশিক প্রস্তাব প্রত্যাখ্যান করা হয়েছে, যদিও তা ইসরাইলের আগের শর্তের প্রায় অনুরূপ ছিল।
অন্যদিকে, হামাস বারবার ইঙ্গিত দিয়েছে যে তারা যুদ্ধের সমাপ্তি, গাজা থেকে ইসরাইলি বাহিনীর সম্পূর্ণ প্রত্যাহার এবং ফিলিস্তিনি বন্দিদের মুক্তির বিনিময়ে সব জিম্মিকে মুক্ত করতে প্রস্তুত। তবে নেতানিয়াহু গাজা পুনরায় দখলের পরিকল্পনা অব্যাহত রেখেছেন।
২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় ইসরাইলি হামলায় প্রায় ৬৩,৪০০ ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে জানিয়েছে বিভিন্ন সূত্র। দীর্ঘমেয়াদি সামরিক অভিযানের ফলে গাজা এখন ধ্বংসপ্রায় ও দুর্ভিক্ষের মুখে।
এছাড়া, আন্তর্জাতিক অপরাধ আদালত গাজায় যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ইসরাইলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু এবং সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে।
একইসঙ্গে, গাজা যুদ্ধ ইস্যুতে ইসরাইল বর্তমানে আন্তর্জাতিক বিচার আদালতে একটি গণহত্যা মামলারও মুখোমুখি।
ভারতের উত্তর প্রদেশের একটি শিল্পনগরী এলাকা কানপুর। গত ৪ সেপ্টেম্বর কানপুরের মুসলিম অধ্যুষিত এলাকা সৈয়দ নগরে ঈদে মিলাদুন্নবি উদ্যাপন উপলক্ষে সন্ধ্যায় একটি সাইনবোর্ড টাঙানো হয়।
২৯ মিনিট আগেসম্প্রতি বায়ু দূষণ কমানোর জন্য রাজধানীতে পেট্রোলচালিত মোটরবাইকের উপর নিষেধাজ্ঞা জারি করে ভিয়েতনাম প্রশাসন। যা ২০২৬ সালের মাঝামাঝি থেকে কার্যকর হওয়ার কথা। তবে, পরিকল্পিত এই নিষেধাজ্ঞার ফলে ৪.৬ বিলিয়ন ডলারের বাজার হারাবে বলে আশঙ্কা করছে জাপান সরকার এবং দেশের কিছু শীর্ষস্থানীয় নির্মাতা।
৪১ মিনিট আগেগাজায় সাফল্য অর্জনের জন্য যে অনুকূল পরিস্থিতি পেয়েছিল ট্রাম্পের প্রধান কূটনৈতিক মধ্যস্থতাকারী স্টিভ উইটকফ ও তার দল, সেটা ইউক্রেন যুদ্ধের ক্ষেত্রে তৈরি করা কঠিন হতে পারে, কারণ এই যুদ্ধ প্রায় চার বছর ধরে চলছে।
১ ঘণ্টা আগেইউক্রেনের সেনাবাহিনী জানিয়েছে যে, তারা মঙ্গলবার গভীর রাতে ব্রায়ানস্ক সীমান্ত অঞ্চলে একটি রাশিয়ান রাসায়নিক কারখানায় যুক্তরাজ্যের সরবরাহকৃত স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র দিয়ে আক্রমণ করেছে।
২ ঘণ্টা আগে