আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

হামলার ভয়ে ‘গোপন স্থানে’ ইসরাইলি মন্ত্রিসভার বৈঠক

আতিকুর রহমান নগরী

হামলার ভয়ে ‘গোপন স্থানে’ ইসরাইলি মন্ত্রিসভার বৈঠক

ইয়েমেনে ইসরাইলি বিমান হামলায় হুথি সরকারের প্রধানমন্ত্রীসহ কয়েকজন মন্ত্রীর নিহত হওয়ার পর, নিরাপত্তাজনিত কারণে ইসরাইল সরকার রোববার তাদের নির্ধারিত দুটি বৈঠক ‘গোপন ও সুরক্ষিত’ স্থানে সরিয়ে নিয়েছে।

রোববার ইসরাইলি গণমাধ্যমের বরাতে এই তথ্য জানিয়েছে তুরস্কভিত্তিক গণমাধ্যম আনাদোলু এজেন্সি

বিজ্ঞাপন

ইসরাইলি চ্যানেল ১২ জানায়, একটি সাধারণ মন্ত্রিসভার বৈঠক ও আরেকটি নিরাপত্তা মন্ত্রিসভার বৈঠক হঠাৎ করেই স্থানান্তর করা হয়। বৈঠক শুরুর কিছু সময় আগে সংশ্লিষ্ট মন্ত্রীদের নতুন স্থানের বিষয়ে অবহিত করা হয়।

এর আগে, হুথি গোষ্ঠী নিশ্চিত করে যে, গত বৃহস্পতিবার ইসরাইলি বিমান হামলায় ইয়েমেনের রাজধানী সানায় হুথি প্রধানমন্ত্রী আহমেদ গালিব আল-রাহাবি এবং কয়েকজন মন্ত্রী নিহত হয়েছেন।

সরকারি সূত্রে জানা গেছে, রোববারের দুই বৈঠকে নিরাপত্তা খাতে অতিরিক্ত বরাদ্দ, গাজা পরিস্থিতি, আন্তর্জাতিক মহলে সম্ভাব্য ফিলিস্তিনি রাষ্ট্র স্বীকৃতি, লেবানন ও সিরিয়ায় সাম্প্রতিক নিরাপত্তা পরিবর্তনসহ গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে আলোচনা হওয়ার কথা ছিল।

ইসরাইলি মিডিয়ায় আরও বলা হয়, প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং তার নিরাপত্তা মন্ত্রিসভা গাজায় হামাসের হাতে আটক সব ইসরাইলি জিম্মির মুক্তির বিষয়ে কেবলমাত্র একটি “বিস্তৃত চুক্তি” নিয়ে আলোচনা করার সিদ্ধান্ত নিয়েছে। মধ্যস্থতাকারীদের সাম্প্রতিক আংশিক প্রস্তাব প্রত্যাখ্যান করা হয়েছে, যদিও তা ইসরাইলের আগের শর্তের প্রায় অনুরূপ ছিল।

অন্যদিকে, হামাস বারবার ইঙ্গিত দিয়েছে যে তারা যুদ্ধের সমাপ্তি, গাজা থেকে ইসরাইলি বাহিনীর সম্পূর্ণ প্রত্যাহার এবং ফিলিস্তিনি বন্দিদের মুক্তির বিনিময়ে সব জিম্মিকে মুক্ত করতে প্রস্তুত। তবে নেতানিয়াহু গাজা পুনরায় দখলের পরিকল্পনা অব্যাহত রেখেছেন।

২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় ইসরাইলি হামলায় প্রায় ৬৩,৪০০ ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে জানিয়েছে বিভিন্ন সূত্র। দীর্ঘমেয়াদি সামরিক অভিযানের ফলে গাজা এখন ধ্বংসপ্রায় ও দুর্ভিক্ষের মুখে।

এছাড়া, আন্তর্জাতিক অপরাধ আদালত গাজায় যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ইসরাইলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু এবং সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে।

একইসঙ্গে, গাজা যুদ্ধ ইস্যুতে ইসরাইল বর্তমানে আন্তর্জাতিক বিচার আদালতে একটি গণহত্যা মামলারও মুখোমুখি।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...