সংযুক্ত আরব আমিরাত সমর্থিত বিচ্ছিন্নতাবাদীদের সংঘাত বৃদ্ধি রোধে ইয়েমেনে ‘সীমিত প্রাক-প্রতিরোধমূলক হামলা’ চালিয়েছে সৌদি আরব নেতৃত্বাধীন সামরিক জোট। বুধবার জোটের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
গত মাসে বিচ্ছিন্নতাবাদীরা সৌদি সীমান্তবর্তী হাদরামাউত প্রদেশের বিস্তীর্ণ এলাকা দখল করে সৌদি সমর্থিত সরকারি বাহিনীকে সেখানে বিতাড়িত করেছিল। তবে গত সপ্তাহে জোটের বিমান হামলা ও স্থল অভিযানের কারণে তারা পিছু হটতে বাধ্য হয়।
বিবৃতিতে জোট জানায়, বিচ্ছিন্নতাবাদী নেতা আইদারোস আল-জুবাইদির নেতৃত্বে সংঘাত আরও ছড়িয়ে পড়ায় এবং তা আল-ধালে গভর্নরেট পর্যন্ত পৌঁছানোর আশঙ্কায় নতুন হামলা চালানো হয়েছে। জোট বলেছে, “নিরাপত্তা জোরদার ও শৃঙ্খলা বজায় রাখতে আমরা ইয়েমেনি সরকার ও স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে কাজ করছি।”
সংঘাত প্রশমনের লক্ষ্যে আল-জুবাইদির মঙ্গলবার সৌদি রাজধানী রিয়াদে অংশগ্রহণের কথা ছিল, কিন্তু জোটের দাবি অনুযায়ী, তার বিমান দেরিতে ছাড়ে এবং তিনি সেই ফ্লাইটে ছিলেন না। ফলে আল-জুবাইদি ‘অজানা স্থানে পালিয়ে গেছেন’, যা বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীর জন্য বড় ধরনের অস্পষ্টতা তৈরি করেছে।
সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত দীর্ঘদিন ধরে ইয়েমেনের দুর্বল দক্ষিণভিত্তিক সরকারের ভিন্ন পক্ষগুলোকে সমর্থন দিয়ে আসছে। এর আগে তারা একসঙ্গে সৌদি নেতৃত্বাধীন জোটে যোগ দিয়ে ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে অভিযান চালিয়েছে। হুতিরা ২০১৪ সালে উত্তরাঞ্চলের বড় অংশ দখল করে দেশটির সরকার উৎখাত করেছিল।
এসআর
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

