আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ইয়েমেনে সৌদি নেতৃত্বাধীন জোটের হামলা

আমার দেশ অনলাইন

ইয়েমেনে সৌদি নেতৃত্বাধীন জোটের হামলা

সংযুক্ত আরব আমিরাত সমর্থিত বিচ্ছিন্নতাবাদীদের সংঘাত বৃদ্ধি রোধে ইয়েমেনে ‘সীমিত প্রাক-প্রতিরোধমূলক হামলা’ চালিয়েছে সৌদি আরব নেতৃত্বাধীন সামরিক জোট। বুধবার জোটের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞাপন

গত মাসে বিচ্ছিন্নতাবাদীরা সৌদি সীমান্তবর্তী হাদরামাউত প্রদেশের বিস্তীর্ণ এলাকা দখল করে সৌদি সমর্থিত সরকারি বাহিনীকে সেখানে বিতাড়িত করেছিল। তবে গত সপ্তাহে জোটের বিমান হামলা ও স্থল অভিযানের কারণে তারা পিছু হটতে বাধ্য হয়।

বিবৃতিতে জোট জানায়, বিচ্ছিন্নতাবাদী নেতা আইদারোস আল-জুবাইদির নেতৃত্বে সংঘাত আরও ছড়িয়ে পড়ায় এবং তা আল-ধালে গভর্নরেট পর্যন্ত পৌঁছানোর আশঙ্কায় নতুন হামলা চালানো হয়েছে। জোট বলেছে, “নিরাপত্তা জোরদার ও শৃঙ্খলা বজায় রাখতে আমরা ইয়েমেনি সরকার ও স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে কাজ করছি।”

সংঘাত প্রশমনের লক্ষ্যে আল-জুবাইদির মঙ্গলবার সৌদি রাজধানী রিয়াদে অংশগ্রহণের কথা ছিল, কিন্তু জোটের দাবি অনুযায়ী, তার বিমান দেরিতে ছাড়ে এবং তিনি সেই ফ্লাইটে ছিলেন না। ফলে আল-জুবাইদি ‘অজানা স্থানে পালিয়ে গেছেন’, যা বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীর জন্য বড় ধরনের অস্পষ্টতা তৈরি করেছে।

সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত দীর্ঘদিন ধরে ইয়েমেনের দুর্বল দক্ষিণভিত্তিক সরকারের ভিন্ন পক্ষগুলোকে সমর্থন দিয়ে আসছে। এর আগে তারা একসঙ্গে সৌদি নেতৃত্বাধীন জোটে যোগ দিয়ে ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে অভিযান চালিয়েছে। হুতিরা ২০১৪ সালে উত্তরাঞ্চলের বড় অংশ দখল করে দেশটির সরকার উৎখাত করেছিল।

এসআর

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...