আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

অস্ট্রেলিয়ার আকাশে দুই বিমানের সংঘর্ষ, পাইলট নিহত

আমার দেশ অনলাইন

অস্ট্রেলিয়ার আকাশে দুই বিমানের সংঘর্ষ, পাইলট নিহত

অস্ট্রেলিয়ার সিডনির উপকণ্ঠে রোববার মাঝ আকাশে দুটি হালকা বিমানের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে একটি বিমান ভূপাতিত হয়ে বিধ্বস্ত হয় এবং বিমানের পাইলট নিহত হন বলে নিউ সাউথ ওয়েলস পুলিশ জানিয়েছে।

পুলিশের তথ্যে জানা যায়, সিডনির দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ওয়েডারবার্ন বিমানবন্দরের নিকটবর্তী এলাকায় দুর্ঘটনাস্থল থেকে উদ্ধারকারীরা পাইলটের দেহ উদ্ধার করেছেন। এএফপি জানিয়েছে, বিমান পরিবহন কর্তৃপক্ষ ইতোমধ্যে দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে।

বিজ্ঞাপন

পুলিশের বিবৃতিতে বলা হয়েছে, সংঘর্ষের সময় বিধ্বস্ত বিমানে পাইলট ছাড়া আর কেউ ছিলেন না বলে ধারণা করা হচ্ছে। অন্যদিকে, সংঘর্ষে জড়িত আরেকটি বিমান নিরাপদে বিমানবন্দরে অবতরণ করতে সক্ষম হয় এবং এর পাইলট সুস্থ আছেন।

এসআর

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন