আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

নতুন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালাল তুরস্ক

আমার দেশ অনলাইন

নতুন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালাল তুরস্ক
ছবি: বার্তা সংস্থা আনাদোলু

একটি নতুন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে তুরস্কের প্রতিরক্ষা বিভাগ। তুর্কি ক্ষেপণাস্ত্র প্রস্তুতকারক প্রতিষ্ঠান রোকেতসান এই পরীক্ষা চালায় বলে জানিয়েছেন দেশটির প্রতিরক্ষা শিল্প বিভাগের প্রধান হালুক গরগুন। খবর আনাদোলুর।

সামাজিকমাধ্যম তিনি বলেন, ‘একটি নীরব প্রস্তুতি। এক মুহূর্ত…এবং আকাশে আঁকা একটি স্বাক্ষর। একটি সুন্দর দিন, আরেকটি সফল পরীক্ষা ‘

বিজ্ঞাপন

গরগুন বলেন, ‘সুনির্দিষ্ট পদক্ষেপের মাধ্যমে পরিসর বাড়ানো হচ্ছে এবং আঘাতের নির্ভুলতা বৃদ্ধি পাচ্ছে। রোকেতসানসহ আরো যারা অবদান রেখেছেন তাদের সকলকে ধন্যবাদ।’

ফেব্রুয়ারিতে দেশটি স্বল্প-পাল্লার ‘তাইফুন’ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবস্থার সফল পরীক্ষা চালায়।

এছাড়া জুলাই মাসে, রোকেতসানের প্রধান মুরাত ইকিনসি বলেছিলেন, তাইফুনের উন্নত সংস্করণ ব্লক-৪ এর জন্য শিগগিরই পরীক্ষা চালানো শুরু হবে।

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন