আন্তর্জাতিক ডেস্ক
গাজা উপত্যকায় ইসরাইলি বাহিনীর অব্যাহত হামলায় গত ২৪ ঘণ্টায় আরও অন্তত ৮৯ ফিলিস্তিনি নিহত হয়েছেন। একই সময়ে আহত হয়েছেন ৫১৩ জন।
মঙ্গলবার ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে যুক্তরাজ্য ভিত্তিক সংবাদমাধ্যম মিডেল ইস্ট আই এ তথ্য জানিয়েছে।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, গত ২৪ ঘণ্টায় গাজা জুড়ে ইসরাইলি হামলায় ৩১ জন ত্রাণপ্রার্থীসহ কমপক্ষে ৮৯ জন ফিলিস্তিনি নিহত এবং ৫১৩ জন আহত হয়েছেন।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গাজায় ইসরাইলি হামলা চালিয়ে যাওয়ার পর আরও পাঁচজন ফিলিস্তিনি অনাহারে মারা গেছেন, যার মধ্যে দুই শিশুও রয়েছে। এ নিয়ে ক্ষুধাজনিত মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২২৭ জন, যার মধ্যে ১০৩ জন শিশু।
২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া ইসরাইলি অভিযানে গাজায় মোট মৃতের সংখ্যা প্রায় ৬১ হাজারে পৌঁছেছে। আহত হয়েছেন ১ লাখ ৫৩ হাজার জন। তবে ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া এবং হাসপাতালে পৌঁছাতে না পারা মৃতদেহগুলো এই হিসাবের বাইরে। ফলে প্রকৃত সংখ্যা আরও অনেক বেশি বলে ধারণা করা হচ্ছে।
উল্লেখ্য, ৭ অক্টোবর হামাসের হামলার জবাবে ইসরাইল গাজায় সামরিক অভিযান শুরু করে। ১৫ মাসের অভিযানের পর সাময়িক যুদ্ধবিরতি হলেও গত ১৮ মার্চ থেকে আবারও অভিযান শুরু হয়। ইসরাইল জানিয়েছে, হামাসকে পুরোপুরি নির্মূল করা এবং জিম্মিদের মুক্ত করাই তাদের অভিযানের মূল লক্ষ্য। জাতিসংঘ ও আন্তর্জাতিক চাপ সত্ত্বেও অভিযান অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু।
গাজা উপত্যকায় ইসরাইলি বাহিনীর অব্যাহত হামলায় গত ২৪ ঘণ্টায় আরও অন্তত ৮৯ ফিলিস্তিনি নিহত হয়েছেন। একই সময়ে আহত হয়েছেন ৫১৩ জন।
মঙ্গলবার ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে যুক্তরাজ্য ভিত্তিক সংবাদমাধ্যম মিডেল ইস্ট আই এ তথ্য জানিয়েছে।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, গত ২৪ ঘণ্টায় গাজা জুড়ে ইসরাইলি হামলায় ৩১ জন ত্রাণপ্রার্থীসহ কমপক্ষে ৮৯ জন ফিলিস্তিনি নিহত এবং ৫১৩ জন আহত হয়েছেন।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গাজায় ইসরাইলি হামলা চালিয়ে যাওয়ার পর আরও পাঁচজন ফিলিস্তিনি অনাহারে মারা গেছেন, যার মধ্যে দুই শিশুও রয়েছে। এ নিয়ে ক্ষুধাজনিত মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২২৭ জন, যার মধ্যে ১০৩ জন শিশু।
২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া ইসরাইলি অভিযানে গাজায় মোট মৃতের সংখ্যা প্রায় ৬১ হাজারে পৌঁছেছে। আহত হয়েছেন ১ লাখ ৫৩ হাজার জন। তবে ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া এবং হাসপাতালে পৌঁছাতে না পারা মৃতদেহগুলো এই হিসাবের বাইরে। ফলে প্রকৃত সংখ্যা আরও অনেক বেশি বলে ধারণা করা হচ্ছে।
উল্লেখ্য, ৭ অক্টোবর হামাসের হামলার জবাবে ইসরাইল গাজায় সামরিক অভিযান শুরু করে। ১৫ মাসের অভিযানের পর সাময়িক যুদ্ধবিরতি হলেও গত ১৮ মার্চ থেকে আবারও অভিযান শুরু হয়। ইসরাইল জানিয়েছে, হামাসকে পুরোপুরি নির্মূল করা এবং জিম্মিদের মুক্ত করাই তাদের অভিযানের মূল লক্ষ্য। জাতিসংঘ ও আন্তর্জাতিক চাপ সত্ত্বেও অভিযান অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু।
আরব সাগরে অভিযান চালিয়ে প্রায় এক বিলিয়ন ডলারের মাদক জব্দ করেছে পাকিস্তানের নৌবাহিনী। বুধবার (২২ অক্টোবর) সৌদি নেতৃত্বাধীন যৌথ সামুদ্রিক জোট কম্বাইন্ড মেরিটাইম ফোর্সেস (সিএমএফ)-এর অংশ হিসেবে পাকিস্তানি নৌবাহিনী এ অভিযান পরিচালনা করা হয়।
১৩ মিনিট আগেখামেনি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ পোস্টে জানান, বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হচ্ছে ট্রাম্পের বিরুদ্ধে স্লোগান দিয়ে আমেরিকার নানা প্রান্তে লাখ লাখ মানুষ রাস্তায় নেমেছেন। যদি আপনি (ট্রাম্প) এতটাই সক্ষম হন, তবে বিক্ষোভকে দমন করুন।
৪৪ মিনিট আগেহোয়াইট হাউস দাবি করছে, এই প্রকল্পে সরকারি অর্থ ব্যবহার হবে না, বরং ভবিষ্যতের প্রশাসনগুলিও সুবিধা পাবে। তবে বিশেষজ্ঞদের মতে, বলরুমটি ভবিষ্যতে রাজনৈতিক ফান্ডরেইজিংয়ের কেন্দ্রবিন্দু হয়ে উঠতে পারে—যা সরকারি প্রভাবের বিনিময়ে অর্থ আদায়ের নতুন রূপ।
১ ঘণ্টা আগেগুগলের ক্রোমকে চ্যালেঞ্জ জানাতে নিজস্ব ওয়েব ব্রাউজার উন্মোচন করেছে চ্যাটজিপিটি নির্মাতা ওপেনএআই। ওপেনএআই তাদের নতুন এই ব্রাউজারের নাম দিয়েছে ‘চ্যাটজিপিটি অ্যাটলাস’।
১ ঘণ্টা আগে