ইসরাইলি হামলায় গাজায় আরো ৮৯ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : ১২ আগস্ট ২০২৫, ২১: ১৮
আপডেট : ১২ আগস্ট ২০২৫, ২১: ২২
ছবি: আল জাজিরা

গাজা উপত্যকায় ইসরাইলি বাহিনীর অব্যাহত হামলায় গত ২৪ ঘণ্টায় আরও অন্তত ৮৯ ফিলিস্তিনি নিহত হয়েছেন। একই সময়ে আহত হয়েছেন ৫১৩ জন।

বিজ্ঞাপন

মঙ্গলবার ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে যুক্তরাজ্য ভিত্তিক সংবাদমাধ্যম মিডেল ইস্ট আই এ তথ্য জানিয়েছে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, গত ২৪ ঘণ্টায় গাজা জুড়ে ইসরাইলি হামলায় ৩১ জন ত্রাণপ্রার্থীসহ কমপক্ষে ৮৯ জন ফিলিস্তিনি নিহত এবং ৫১৩ জন আহত হয়েছেন।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গাজায় ইসরাইলি হামলা চালিয়ে যাওয়ার পর আরও পাঁচজন ফিলিস্তিনি অনাহারে মারা গেছেন, যার মধ্যে দুই শিশুও রয়েছে। এ নিয়ে ক্ষুধাজনিত মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২২৭ জন, যার মধ্যে ১০৩ জন শিশু।

২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া ইসরাইলি অভিযানে গাজায় মোট মৃতের সংখ্যা প্রায় ৬১ হাজারে পৌঁছেছে। আহত হয়েছেন ১ লাখ ৫৩ হাজার জন। তবে ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া এবং হাসপাতালে পৌঁছাতে না পারা মৃতদেহগুলো এই হিসাবের বাইরে। ফলে প্রকৃত সংখ্যা আরও অনেক বেশি বলে ধারণা করা হচ্ছে।

উল্লেখ্য, ৭ অক্টোবর হামাসের হামলার জবাবে ইসরাইল গাজায় সামরিক অভিযান শুরু করে। ১৫ মাসের অভিযানের পর সাময়িক যুদ্ধবিরতি হলেও গত ১৮ মার্চ থেকে আবারও অভিযান শুরু হয়। ইসরাইল জানিয়েছে, হামাসকে পুরোপুরি নির্মূল করা এবং জিম্মিদের মুক্ত করাই তাদের অভিযানের মূল লক্ষ্য। জাতিসংঘ ও আন্তর্জাতিক চাপ সত্ত্বেও অভিযান অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত