জাতিসংঘের বিশেষ দূত

ন্যায়বিচার ছাড়া গাজায় শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়

আমার দেশ অনলাইন
প্রকাশ : ১৬ অক্টোবর ২০২৫, ১১: ৪২
ছবি: সংগৃহীত

জাতিসংঘের মানবাধিকার বিষয়ক বিশেষজ্ঞ বার্নার্ড দুহাইম বলেছেন, ন্যায়বিচার, জবাবদিহিতা ও মর্যাদার প্রতি শ্রদ্ধার মাধ্যমেই কেবল গাজায় শান্তি অর্জন করা সম্ভব। তিনি সতর্ক করে বলেছেন, বর্তমান যুদ্ধবিরতিতে অন্তর্বর্তীকালীন ন্যায়বিচারের জন্য একটি স্পষ্ট কাঠামোর ঘাটতি রয়েছে। খবর বার্তা সংস্থা আনাদোলুর

জাতিসংঘের বিশেষ দূত বার্নার্ড দুহাইম আরো বলেন, গাজায় সামরিক অভিযান বন্ধ করা এবং জিম্মিদের মুক্তি ‘আশার এক ঝলক মাত্র’। তিনি জোর দিয়ে বলেন, শান্তি চাপিয়ে দেয়া যাবে না।

বিজ্ঞাপন

তার মতে, ‘গাজায় শান্তি প্রতিষ্ঠা ন্যায়বিচারের প্রতি একটি স্পষ্ট প্রতিশ্রুতির ওপর ভিত্তি করে তৈরি করতে হবে। পাশাপাশি ফিলিস্তিনিদের পূর্ণ অংশগ্রহণে অন্তর্ভুক্তিমূলক সংলাপের মাধ্যমে সকলের মর্যাদার স্বীকৃতির ওপরও জোর দেন তিনি।

দুহাইমে বলেন, সোমবার মিশরের শার্ম আল-শেখে অনুষ্ঠিত গাজা শান্তি শীর্ষ সম্মেলন স্থায়ী শান্তির আশা জাগিয়েছে। কিন্তু সতর্ক করে বলেছেন যে ‘একটি স্পষ্ট অন্তর্বর্তীকালীন ন্যায়বিচার রোডম্যাপ ছাড়া, পরিকল্পনাটি একটি ভাসাভাসা ব্যবস্থায় পরিণত হওয়ার ঝুঁকিতে রয়েছে। তিনি বলেন, ন্যায়বিচারের রোডম্যাপ ছাড়া এই চুক্তি প্রজন্মের পর প্রজন্ম ধরে ভুক্তভোগীদের ওপর সৃষ্টি হওয়া গভীর ক্ষত দূর করতে ব্যর্থ হবে এবং এই অঞ্চলের জন্য আরো ঝুঁকি তৈরি করবে।’

তিনি জবাবদিহিতা, ক্ষতিপূরণ এবং হামলার পুনরাবৃত্তি না করার নিশ্চিয়তা দেয়ার আহ্বান জানিয়েছেন। দুহাইমে জোর দিয়ে বলেন, ‘দখলদারিত্ব ও নিপীড়ন এখনই শেষ হওয়া উচিত। এই ধরণের সংঘাতের টেকসই সমাধান ন্যায়বিচারের প্রতি সাহসী প্রতিশ্রুতির দাবি করে।’

আরএ

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত