আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ইসরাইলি যুদ্ধাপরাধ তদন্তে বসছে আন্তর্জাতিক গণ-ট্রাইব্যুনাল

আমার দেশ অনলাইন

ইসরাইলি যুদ্ধাপরাধ তদন্তে বসছে আন্তর্জাতিক গণ-ট্রাইব্যুনাল
ছবি সংগৃহীত।

স্পেনের বার্সেলোনায় শুরু হয়েছে ফিলিস্তিনে ইসরাইলের যুদ্ধাপরাধের অভিযোগ তদন্তে আন্তর্জাতিক গণ-আদালত ট্রাইব্যুনাল। ‘ইন্টারন্যাশনাল পিপলস ট্রাইব্যুনাল অন প্যালেস্টাইন’ নামে দুই দিনের এই ফোরামে ইসরাইল এবং তার আন্তর্জাতিক সহযোগীদের বিরুদ্ধে সংঘটিত যুদ্ধাপরাধের প্রমাণ উপস্থাপন করা হবে।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞাপন

ইন্টারন্যাশনাল লিগ অফ পিপলস স্ট্রাগল, ইন্টারন্যাশনাল পিপলস ফ্রন্ট এবং পিপলস কোয়ালিশন অন ফুড সভেরেনটি যৌথভাবে এই ট্রাইব্যুনাল আয়োজন করেছে।

আয়োজকরা জানিয়েছে, বিশ্বব্যাপী স্বীকৃত বিচার প্রক্রিয়া প্রায়ই রাজনৈতিক চাপের কারণে সীমাবদ্ধ হয়ে পড়ে, সেই শূন্যতাই পূরণ করতে জনগণের এই বিকল্প ট্রাইব্যুনাল।

এই ফোরামে প্রত্যক্ষদর্শী, বেঁচে যাওয়া ব্যক্তি এবং আন্তর্জাতিক বিশেষজ্ঞরা সাক্ষ্য দেবেন। তাদের মাধ্যমে ইসরাইলের বিরুদ্ধে গণহত্যা, জোরপূর্বক অনাহার, দখলদারিত্ব এবং মানবাধিকার লঙ্ঘনের বিভিন্ন অভিযোগের বিস্তারিত তুলে ধরা হবে। পাশাপাশি যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানিসহ অন্যান্য পশ্চিমা শক্তিগুলোর ভূমিকাও তুলে ধরা গহবে। বিশেষত এসব দেশের অর্থনৈতিক, সামরিক এবং কূটনৈতিক সমর্থন—কীভাবে ইসরাইলের যুদ্ধ অপরাধ সহায়ক হয়েছে তাও বিশ্লেষণ করা হবে।

এছাড়া ইহুদিবাদী-নেতৃত্বাধীন তথাকথিত বেসরকারি সংস্থা এবং তাদের গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশনের মতো বিতর্কিত সংগঠনের ভূমিকা নিয়েও আলোকপাত করা হবে। আশা করা হচ্ছে, এই ফোরামের মাধ্যমে বিশ্ববাসী নতুন করে যুদ্ধাপরাধের বাস্তবতা উপলব্ধি করবে এবং আন্তর্জাতিক চাপ সৃষ্টির পথ প্রশস্ত হবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন