গ্রিনল্যান্ড নিয়ে বিরোধের জেরে আটটি ইউরোপীয় দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপের ঘোষণার পর ইউরোপকে উপহাস করেছে রাশিয়া। শনিবার ট্রাম্পকে ইউরোপের বাবা সম্বোধন করে এক তীর্যক মন্তব্য করেছেন রাশিয়ার প্রেসিডেন্টের বিশেষ দূত ও রাশিয়ান প্রত্যক্ষ বিনিয়োগ তহবিলের প্রধান কিরিল দিমিত্রিভ। তিনি বলেন, ইউরোপের উচিত নয় ‘তাদের বাবাকে উস্কে দেওয়া’। খবর আনাদোলুর।
মার্কিন সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে দিমিত্রিভ লেখেন, গ্রিনল্যান্ডে সামরিক বাহিনী পাঠানোর ‘বিপজ্জনক খেলায়’ জড়ানোর কারণে যুক্তরাজ্য, ডেনমার্ক, ফ্রান্স, জার্মানি, ফিনল্যান্ড, নেদারল্যান্ডস ও নরওয়ের ওপর ১০ শতাংশ শুল্ক আরোপ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
তিনি দাবি করেন, গ্রিনল্যান্ডে পাঠানো প্রতি সৈন্যের বিপরীতে প্রায় ১ শতাংশ হারে শুল্ক আরোপ করা হয়েছে।
ইউক্রেন যুদ্ধ নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় রাশিয়ার প্রতিনিধি দলের সদস্য দিমিত্রিভ এর আগে ন্যাটো মহাসচিব মার্ক রুটের এক পোস্টের প্রসঙ্গ টেনে আনেন, যেখানে তিনি ট্রাম্পকে ‘বাবা’ বলে সম্বোধন করেছিলেন।
শনিবার ট্রাম্প ঘোষণা দেন, আগামী ১ ফেব্রুয়ারি থেকে আটটি ইউরোপীয় দেশের পণ্যের ওপর নতুন শুল্ক কার্যকর হবে। জুন মাসে এই শুল্কের হার আরও বাড়ানো হবে। গ্রিনল্যান্ড সংশ্লিষ্ট ‘জাতীয় নিরাপত্তা’ উদ্বেগের কথা উল্লেখ করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তিনি।
নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, ডেনমার্ক, নরওয়ে, সুইডেন, ফ্রান্স, জার্মানি, ব্রিটেন, নেদারল্যান্ডস ও ফিনল্যান্ড থেকে আমদানি করা পণ্যের ওপর প্রথমে ১০ শতাংশ শুল্ক আরোপ করা হবে। ১ জুন থেকে তা বাড়িয়ে ২৫ শতাংশ করা হবে।
ট্রাম্প স্পষ্ট করে বলেন, গ্রিনল্যান্ডের ‘সম্পূর্ণ ও সম্পূর্ণ ক্রয়’ নিয়ে কোনো চুক্তি না হওয়া পর্যন্ত এই শুল্ক ব্যবস্থা বহাল থাকবে।
দীর্ঘদিন ধরেই ডেনমার্কের কাছ থেকে গ্রিনল্যান্ড দখলের ইচ্ছা প্রকাশ করে আসছেন ট্রাম্প। তার দাবি, যুক্তরাষ্ট্রের ‘জাতীয় নিরাপত্তার’ স্বার্থে এই স্বায়ত্তশাসিত আর্কটিক অঞ্চল ওয়াশিংটনের নিয়ন্ত্রণে থাকা প্রয়োজন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

