ইলন মাস্কের মালিকানাধীন স্যাটেলাইট ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান স্টারলিংক ঘোষণা করেছে, ভেনেজুয়েলার জনগণ আগামী ৩ ফেব্রুয়ারি পর্যন্ত বিনা মূল্যে ইন্টারনেট ব্যবহার করতে পারবেন।
বিবিসি জানিয়েছে, এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক বৃহৎ সামরিক অভিযান এবং প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে আটক করে নিউইয়র্কে নেওয়ার প্রেক্ষাপটে।
স্টারলিংক এক্সে (সাবেক টুইটার) প্রকাশিত বার্তায় জানিয়েছে, উদ্ভূত পরিস্থিতিতে ভেনেজুয়েলার নাগরিকদের জন্য নিরবচ্ছিন্ন সংযোগ নিশ্চিত করতে এই বিনা মূল্যে পরিষেবা চালু করা হচ্ছে। ফলে এই সময়ের মধ্যে ভেনেজুয়েলাবাসী স্টারলিংকের উচ্চগতির স্যাটেলাইট ইন্টারনেট খরচ ছাড়া ব্যবহার করতে পারবেন।
এসআর/এসআই
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

