মরুর বুকে ছুটবে এক রেল, ভ্রমণ হবে ৬ আরব দেশে

আমার দেশ অনলাইন
প্রকাশ : ০৫ নভেম্বর ২০২৫, ২২: ৪৭

আরবের ৬ দেশের মধ্যে চলাচলের জন্য একটি বিশাল আঞ্চলিক রেল প্রকল্প পরিচালনায় কাজ করছে করছে উপসাগরীয় সহযোগিতা পরিষদের (জিসিসি)। ১ হাজার ২০০ মাইলেরও বেশি দৈর্ঘ্যের এই রেললাইন সংযুক্ত করবে মরুর ছয় দেশকে।

উপসাগরীয় রেলওয়ে কর্তৃপক্ষ ঘোষণা করেছে জিসিসি রেলওয়ে প্রকল্পটি ২০৩০ সালের ডিসেম্বরের মধ্যে সম্পন্ন হবে বলে আশা করা হচ্ছে।

বিজ্ঞাপন

ইতোমধ্যে জিসিসি দেশগুলির মধ্যে ভ্রমণ সহজতর করার জন্য একক ভিসা চালুর বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে। চলতি বছরের শেষে পরীক্ষামূলকভাবে এই ভিসা চালু করতে যাচ্ছে জিসিসি। যার নাম হবে গ্র্যান্ড ট্যুরিস্ট ভিসা।

এর ফলে সৌদি আরব, বাহরাইন, কুয়েত, ওমান, কাতার এবং সংযুক্ত আরব আমিরাত (ইউএই) এর ভ্রমণবিলাসী মানুষ তাদের ভ্রমণকে করবেন উদযাপন এক নতুন মাত্রায়।

জিসিসি রেলওয়ে প্রকল্পের রুট

দাম্মাম থেকে, সালওয়া বন্দর এবং বাহরাইন হয়ে সরাসরি কাতারে ভ্রমণ করতে পারবেন পর্যটকরা। এছাড়াও পর্যটকরা সৌদি আরব থেকে, সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি এবং আল আইনেও ভ্রমণ করতে পারবে। এরপর রেলপথটি সংযুক্ত আরব আমিরাত থেকে সোহার হয়ে ওমানের রাজধানী মাস্কাটে যাবে।

জিসিসি রেলওয়ে প্রকল্প: সৌদি আরব

saudiarab

সৌদি আরবের রেল বিদ্যমান নেটওয়ার্ক ইতিমধ্যেই জিসিসি রেলওয়ে নেটওয়ার্কের সাথে সম্পৃক্ত যা তার প্রতিবেশী দেশগুলিকে সংযুক্ত করার মূল চাবিকাঠি।

দাম্মাম আঞ্চলিক এই রেলওয়ের কেন্দ্রবিন্দু হিসেবে কাজ করবে। কারণ ট্রেনগুলি উত্তরে কুয়েত থেকে উপকূলীয় সৌদি শহরে আসবে।

পরে দাম্মাম থেকে, সৌদি আরবকে কাতার এবং বাহরাইনের সাথে সংযুক্ত করার জন্য দুটি সামুদ্রিক সেতু নির্মিত হবে। যাত্রীরা দাম্মাম থেকে রিয়াদ এবং জাতীয় রেল নেটওয়ার্কের বাকি অংশে ট্রেনে যেতে পারবেন।

জিসিসি রেলওয়ে প্রকল্প: বাহরাইন

AmarDesh_Bahrain

বাহরাইনের কিং হামাদ কজওয়ে প্রকল্পের মাধ্যমে সৌদি আরবের সাথে সংযুক্ত হবে এই রেলপথ। প্রস্তাবিত কিং হামাদ আন্তর্জাতিক স্টেশনটি বাহরাইনের রামলি এলাকায় অবস্থিত হবে। এছাড়া বাহরাইনের প্রস্তাবিত মেট্রো নেটওয়ার্কের মাধ্যমে এই স্টেশনটি বাহরাইন আন্তর্জাতিক বিমানবন্দর এবং বাহরাইনের অন্যান্য বাণিজ্যিক ও আবাসিক এলাকার সাথে সংযুক্ত হবে।

জিসিসি রেলওয়ে প্রকল্প: কুয়েত

AmarDesh_Kuwait

কুয়েত জিসিসি রেল নেটওয়ার্কের উত্তর অংশ গঠন করবে। কুয়েত শহরের কেন্দ্রস্থল থেকে প্রায় ২৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থিত শাদ্দাদিয়া। এখানেই ১১১ কিলোমিটার রেললাইনের প্রধান কেন্দ্রীয় স্টেশনের অবস্থান। এখানে ২০২৫ সালের শুরুতে অবকাঠামো প্রকল্পের প্রথম পর্যায়ের জন্য পরামর্শদাতা হিসেবে চুক্তিবদ্ধ হযয়েছে তুরস্কের কোম্পানি প্রোয়াপো ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনসাল্টিং।

জিসিসি রেলওয়ে প্রকল্প: ওমান

AmarDesh_oman

ওমান ২০২২ সাল থেকেই সংযুক্ত আরব আমিরাতের সাথে তার রেল নেটওয়ার্কে ঘনিষ্ঠভাবে কাজ করছে। এছাড়া ২০২৪ সালে, ওমান রেল এবং ইতিহাদ রেল সহযোগিতামূলক হাফীট রেল চালু করেছে। এটি সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিকে ওমানের সোহারের সাথে সংযুক্ত করছে।

জিসিসি রেলওয়ে প্রকল্প: কাতার

AmarDesh_Qatar

২০২৫ সালের জুলাই মাসে, কাতার মন্ত্রিসভা একটি সমন্বিত রেলওয়ে প্রকল্পের মাধ্যমে জিসিসিকে সংযুক্ত করার জন্য একটি খসড়া সাধারণ চুক্তি অনুমোদন করেছে। কাতার থেকে, এটি আবুধাবি হয়ে সংযুক্ত আরব আমিরাত পর্যন্ত প্রসারিত হবে এবং শেষ পর্যন্ত ওমানের মাস্কাটে পৌঁছাবে। প্রকল্পটি বৃহত্তর দোহা মেট্রো এবং লুসাইল ট্রামের সাথে সংযুক্ত হবে বলে আশা করা হচ্ছে।

জিসিসি রেলওয়ে প্রকল্প: সংযুক্ত আরব আমিরাত

AmarDesh_uae

সংযুক্ত আরব আমিরাতের ইতিহাদ রেল ইতোমধ্যেই তাদের কার্যক্রম শুরু করেছে। ২০২৬ সাল নাগাদ একটি যাত্রী পরিষেবা চালু হওয়ার কথা রয়েছে। ৯০০ কিলোমিটার বিস্তৃত এই রেলপথ, সংযুক্ত আরব আমিরাতের ৭টি শহরের সাথে আমিরাতের ১১টি শহরকে সংযুক্ত করবে।
সূত্র: টাইম আউট রিয়াদ

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সুপার স্পেশালাইজড হাসপাতাল পূর্ণরূপে চালুসহ ৩ দাবি চিকিৎসকদের

জুবায়ের ও সর্ব মিত্রের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে কালচারাল ফ্যাসিস্ট

দলীয় কোন্দলে গুলি খেয়ে মরতে না চাইলে এনসিপিতে যোগ দিন

গুজব প্রতিরোধে গণমাধ্যমকর্মীদের আরও দায়িত্বশীল হতে হবে

চট্টগ্রামে বিএনপি প্রার্থীর গণসংযোগে হামলায় সরকারের নিন্দা

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত