
ইয়াসিনের ১৪ বলে ৫৮, দশ বলে সামাদের ফিফটি
একদিনেই ভারতের হ্যাটট্রিক হার
ক্রিকেটের বিশ্ব আসর মানেই ভারত-পাকিস্তান ম্যাচ। এশিয়ান ক্রিকেটে কোনো টুর্নামেন্টে মানেও সেই চিরবৈরী দুই প্রতিবেশীর লড়াই। হংকং ইন্টারন্যাশনাল সিক্সেস টুর্নামেন্টেও দেখা গেল অভিন্ন চিত্রনাট্য। এখানেও মুখোমুখি হয়েছিল দুদল। মং ককে ডিএলএস মেথডে ২ রানে পাকিস্তানকে হারিয়েছে ভারত।






