কুয়েতে ৭ আসামির মৃত্যুদণ্ড কার্যকর
আমার দেশ অনলাইন
প্রকাশ : ১৩ সেপ্টেম্বর ২০২৫, ১৪: ০৫

কুয়েতে সাত আসামির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। একজন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির সাজা মওকুফ করা হয়েছে। আরব টাইমস এক প্রতিবেদনে এতথ্য জানিয়েছেন।
প্রতিবেদনে বলা হয়, খুনের অভিযোগে তিনজন কুয়েতি নাগরিক ও দুই এশিয়ান নাগরিক দোষী সাব্যস্থ হন। এছাড়া আরও দুই বিদেশি ব্যক্তি মাদক পাচারের অপরাধে দণ্ডিত হন।
মৃত্যুদণ্ড কার্যকর হওয়াদের মধ্যে কুয়েতি, ইরানি ও বাংলাদেশি নাগরিক রয়েছেন। মৃত্যুদণ্ড কার্যকর হওয়া আসামিদের নাম প্রকাশ করা হয়নি।
সম্পাদক ও প্রকাশক : মাহমুদুর রহমান কর্তৃক প্রকাশিত এবং আল-ফালাহ প্রিন্টিং প্রেস, ৪২৩, এলিফেন্ট রোড, বড় মগবাজার, ঢাকা-১২১৭ থেকে এবং অস্থায়ীভাবে মিডিয়া প্রিন্টার্স লি. ৪৪৬/এইচ, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে মুদ্রিত। বার্তা, সম্পাদকীয় ও বাণিজ্য বিভাগ : ঢাকা ট্রেড সেন্টার, ৯৯, কাজী নজরুল ইসলাম এভিণিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫। পিএবিএক্স : ০২-৫৫০১২২৫০। ই-মেইল : info@dailyamardesh.com