কুয়েতে ৭ আসামির মৃত্যুদণ্ড কার্যকর

আমার দেশ অনলাইন
প্রকাশ : ১৩ সেপ্টেম্বর ২০২৫, ১৪: ০৫

কুয়েতে সাত আসামির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। একজন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির সাজা মওকুফ করা হয়েছে। আরব টাইমস এক প্রতিবেদনে এতথ্য জানিয়েছেন।

বিজ্ঞাপন

প্রতিবেদনে বলা হয়, খুনের অভিযোগে তিনজন কুয়েতি নাগরিক ও দুই এশিয়ান নাগরিক দোষী সাব্যস্থ হন। এছাড়া আরও দুই বিদেশি ব্যক্তি মাদক পাচারের অপরাধে দণ্ডিত হন।

মৃত্যুদণ্ড কার্যকর হওয়াদের মধ্যে কুয়েতি, ইরানি ও বাংলাদেশি নাগরিক রয়েছেন। মৃত্যুদণ্ড কার্যকর হওয়া আসামিদের নাম প্রকাশ করা হয়নি।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত