ইয়াসিনের ১৪ বলে ৫৮, দশ বলে সামাদের ফিফটি

স্পোর্টস ডেস্ক

ক্রিকেটের বিশ্ব আসর মানেই ভারত-পাকিস্তান ম্যাচ। এশিয়ান ক্রিকেটে কোনো টুর্নামেন্টে মানেও সেই চিরবৈরী দুই প্রতিবেশীর লড়াই। হংকং ইন্টারন্যাশনাল সিক্সেস টুর্নামেন্টেও দেখা গেল অভিন্ন চিত্রনাট্য। এখানেও মুখোমুখি হয়েছিল দুদল। মং ককে ডিএলএস মেথডে ২ রানে পাকিস্তানকে হারিয়েছে ভারত। ফলটা টুর্নামেন্টের প্রথম দিনের।
কিন্তু আসরের দ্বিতীয় দিনে এসেই সেই ভারত দেখেছে মুদ্রার উল্টো পিঠ। আজ হারল তারা টানা তিন ম্যাচ। প্রথমে কুয়েতের কাছে ২৭ রানে। পরে সংযুক্ত আরব আমিরাত ৪ উইকেটে হারিয়েছে ভারতকে। নিজেদের দিনের তৃতীয় ও শেষ ম্যাচে নেপালের কাছে ৯২ রানে হেরেছে ভারত।
ভারতের বিপক্ষে জয়ের ম্যাচে দারুণ এক কীর্তি গড়েছেন কুয়েতের অধিনায়ক ইয়াসিন প্যাটেল। অথচ আগের দিন পাকিস্তানের বিপক্ষে খেলা তার ম্যাচটা ছিল দুঃস্বপ্নের চেয়েও যেন বেশি কিছু। বাঁহাতি এ স্পিনারের এক ওভারের ছয় বলে ছয় ছক্কা হাঁকিয়েছিলেন পাকিস্তানের আব্বাস আফ্রিদি। সেই কষ্টটা ইয়াসিন ভুলে গেলেন দুরন্ত পারফরম্যান্সে। ভারতের বিপক্ষে আগে ব্যাট করে কুয়েতের জার্সিতে ১৪ বলে উপহার দিয়েছেন ৫৮ রানের হার না মানা দাপুটে ইনিংস। পরে বোলিংয়ে ঘূর্ণি জাদু দেখিয়ে নেন ৩ উইকেট। তার অবাক করা অলরাউন্ড নৈপুণ্যে কুয়েতও চমক দেখিয়েছে। ভারতকে হারিয়ে টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালের টিকিট কেটেছে দলটি।
টস হেরে শুরুতে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ৬ ওভারে ৫ উইকেট হারিয়ে ১০৬ রানের পুঁজি গড়ে কুয়েত। ইয়াসিন ৫৮ রানে অপরাজিত থেকে যান। তার সঙ্গে দলীয় স্কোরে ২৫ রান এনে দেন বিলাল তাহির। লক্ষ্যটা তাড়া করতে নেমে ৭৯ রানেই গুটিয়ে যায় ভারতীয়রা।
অন্যদিকে ভারতের কাছে প্রথম ম্যাচ হারা পাকিস্তান পেয়েছে দারুণ এক জয়। তারা ৫ উইকেটে উড়িয়ে দিয়েছে দক্ষিণ আফ্রিকাকে। প্রোটিয়াদের ছুড়ে দেওয়া ১০৩ রানের টার্গেটটা ছুঁতে বিস্ফোরক পারফরম্যান্স উপহার দিয়েছেন আব্দুল সামাদ। পাকিস্তানের এ ওপেনার ১০ বল খেলে অপরাজিত থেকে যান ৫০ রানের দারুণ এক ইনিংস এনে দিয়ে। তার ব্যাটিং নৈপুণ্যে ৩.৫ ওভারেই মাত্র এক উইকেট হারিয়ে ১০৫ রান তুলে জয়ের উচ্ছ্বাসে মাতে পাকিস্তান।

ক্রিকেটের বিশ্ব আসর মানেই ভারত-পাকিস্তান ম্যাচ। এশিয়ান ক্রিকেটে কোনো টুর্নামেন্টে মানেও সেই চিরবৈরী দুই প্রতিবেশীর লড়াই। হংকং ইন্টারন্যাশনাল সিক্সেস টুর্নামেন্টেও দেখা গেল অভিন্ন চিত্রনাট্য। এখানেও মুখোমুখি হয়েছিল দুদল। মং ককে ডিএলএস মেথডে ২ রানে পাকিস্তানকে হারিয়েছে ভারত। ফলটা টুর্নামেন্টের প্রথম দিনের।
কিন্তু আসরের দ্বিতীয় দিনে এসেই সেই ভারত দেখেছে মুদ্রার উল্টো পিঠ। আজ হারল তারা টানা তিন ম্যাচ। প্রথমে কুয়েতের কাছে ২৭ রানে। পরে সংযুক্ত আরব আমিরাত ৪ উইকেটে হারিয়েছে ভারতকে। নিজেদের দিনের তৃতীয় ও শেষ ম্যাচে নেপালের কাছে ৯২ রানে হেরেছে ভারত।
ভারতের বিপক্ষে জয়ের ম্যাচে দারুণ এক কীর্তি গড়েছেন কুয়েতের অধিনায়ক ইয়াসিন প্যাটেল। অথচ আগের দিন পাকিস্তানের বিপক্ষে খেলা তার ম্যাচটা ছিল দুঃস্বপ্নের চেয়েও যেন বেশি কিছু। বাঁহাতি এ স্পিনারের এক ওভারের ছয় বলে ছয় ছক্কা হাঁকিয়েছিলেন পাকিস্তানের আব্বাস আফ্রিদি। সেই কষ্টটা ইয়াসিন ভুলে গেলেন দুরন্ত পারফরম্যান্সে। ভারতের বিপক্ষে আগে ব্যাট করে কুয়েতের জার্সিতে ১৪ বলে উপহার দিয়েছেন ৫৮ রানের হার না মানা দাপুটে ইনিংস। পরে বোলিংয়ে ঘূর্ণি জাদু দেখিয়ে নেন ৩ উইকেট। তার অবাক করা অলরাউন্ড নৈপুণ্যে কুয়েতও চমক দেখিয়েছে। ভারতকে হারিয়ে টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালের টিকিট কেটেছে দলটি।
টস হেরে শুরুতে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ৬ ওভারে ৫ উইকেট হারিয়ে ১০৬ রানের পুঁজি গড়ে কুয়েত। ইয়াসিন ৫৮ রানে অপরাজিত থেকে যান। তার সঙ্গে দলীয় স্কোরে ২৫ রান এনে দেন বিলাল তাহির। লক্ষ্যটা তাড়া করতে নেমে ৭৯ রানেই গুটিয়ে যায় ভারতীয়রা।
অন্যদিকে ভারতের কাছে প্রথম ম্যাচ হারা পাকিস্তান পেয়েছে দারুণ এক জয়। তারা ৫ উইকেটে উড়িয়ে দিয়েছে দক্ষিণ আফ্রিকাকে। প্রোটিয়াদের ছুড়ে দেওয়া ১০৩ রানের টার্গেটটা ছুঁতে বিস্ফোরক পারফরম্যান্স উপহার দিয়েছেন আব্দুল সামাদ। পাকিস্তানের এ ওপেনার ১০ বল খেলে অপরাজিত থেকে যান ৫০ রানের দারুণ এক ইনিংস এনে দিয়ে। তার ব্যাটিং নৈপুণ্যে ৩.৫ ওভারেই মাত্র এক উইকেট হারিয়ে ১০৫ রান তুলে জয়ের উচ্ছ্বাসে মাতে পাকিস্তান।

তিন ম্যাচের সিরিজে প্রথম ম্যাচে দারুণ জয়ের পর দ্বিতীয় ম্যাচেই সিরিজে সমতা টানে দক্ষিণ আফ্রিকা। সিরিজ নির্ধারণী তৃতীয় ম্যাচেই ৭ উইকেটের বড় জয়ে ২-১ ব্যবধানে সিরিজ নিশ্চিত করেছে পাকিস্তান।
২ ঘণ্টা আগে
বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট দলের সাবেক অধিনায়ক জাহানারাকে যৌন হেনস্থা ও হয়রানির অভিযোগ তদন্ত করার কথা জানিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সেই মোতাবেক তিন সদস্যের একটি কমিটি গঠন করেছে বিসিবি।
৩ ঘণ্টা আগে
ছেলে ও মেয়েদের বিগ ব্যাশে চালু করা হয়েছে নতুন নিয়ম। ম্যাচে দুই ইনিংসের প্রথম ওভারে বল যতবার গ্যালারিতে যাবে ততবার সেই বল স্যুভেনির হিসেবে রেখে দিতে পারবেন দর্শক। খবর অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যম ‘নাইন’-এর।
৪ ঘণ্টা আগে
নতুন করে সংস্কারের পর ৮৯৪ দিন পর ঘরের মাঠ ক্যাম্প ন্যু-তে ফিরল বার্সেলোনা। প্রায় ১.৩ ইউরো পাউন্ড ব্যয়ে সংস্কারের পর এটি পরিচিতি পাবে ‘স্পটিফাই ক্যাম্প ন্যু’ নামে।
৪ ঘণ্টা আগে