আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

সমুদ্র বন্দর নির্মাণে চীনের সঙ্গে ৪.১ বিলিয়ন ডলারের চুক্তি কুয়েতের

আমার দেশ অনলাইন

সমুদ্র বন্দর নির্মাণে চীনের সঙ্গে ৪.১ বিলিয়ন ডলারের চুক্তি কুয়েতের

অর্থনীতিকে বহুমুখী করতে এবং বৈশ্বিক বাণিজ্যে ভূমিকা জোরদার করার লক্ষ্যে চীনের সঙ্গে ৪ দশমিক ১ বিলিয়ন ডলারের একটি চুক্তি স্বাক্ষর করেছে কুয়েত। এই চুক্তির আওতায় দেশটিতে একটি বৃহৎ সমুদ্র বন্দর নির্মাণ করা হবে।

বিজ্ঞাপন

বার্তা সংস্থা এএফপির খবরে জানানো হয়েছে, কুয়েতের সরকারি আর্থিক তদারকি সংস্থা স্টেট অডিট ব্যুরো সোমবার জানায়, বুবিয়ান দ্বীপে মুবারক আল-কাবির বন্দর প্রকল্প বাস্তবায়নে প্রকৌশল, সরবরাহ ও নির্মাণ খাতে ব্যয় হবে ১ দশমিক ২৮ বিলিয়ন কুয়েতি দিনার, যা ডলারে প্রায় ৪ দশমিক ১৬ বিলিয়ন।

রাষ্ট্রায়ত্ত গণমাধ্যমের তথ্যমতে, বন্দর নির্মাণসংক্রান্ত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে কুয়েতের প্রধানমন্ত্রী শেখ আহমদ আল-আব্দুল্লাহ আল-আহমদ আল-সাবাহ উপস্থিত ছিলেন। তিনি বলেন, এই প্রকল্প কুয়েতের আঞ্চলিক ও আন্তর্জাতিক বাণিজ্য সম্প্রসারণে সহায়ক হবে এবং বৈশ্বিক সরবরাহ ব্যবস্থায় দেশটির অংশগ্রহণ আরও বাড়াবে।

চীনের ভারপ্রাপ্ত চার্জ দ্য অ্যাফেয়ার্স লিউ শিয়াং বলেন, এই চুক্তি চীনের ‘বেল্ট অ্যান্ড রোড’ উদ্যোগে কুয়েতের অংশগ্রহণের প্রতিফলন।

এর আগে ২০২৩ সালে কুয়েত ও চীন সাতটি সমঝোতা স্মারক স্বাক্ষর করে। এসব চুক্তির মধ্যে মুবারক আল-কাবির বন্দর ছাড়াও আবাসন, পানি পরিশোধন ও নবায়নযোগ্য জ্বালানি খাতের প্রকল্প অন্তর্ভুক্ত ছিল।

সূত্র: এএফপি

এসআর

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...