ফিলিস্তিন-ইসরাইল সমস্যা

দ্বিরাষ্ট্রীয় সমাধানে মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান এরদোয়ানের

আমার দেশ অনলাইন
প্রকাশ : ২২ অক্টোবর ২০২৫, ১২: ৪২
ছবি: টিআরটি ওয়ার্ল্ড

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোয়ান বলেছেন, গাজায় ইসরাইল-হামাস যুদ্ধবিরতি রক্ষা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মঙ্গলবার কুয়েত সফরে দেশটির আমির শেখ মেশাল আল আহমেদ আল জাবের আল সাবাহর সাথে বৈঠকে তিনি একথা বলেন। ফিলিস্তিন-ইসরাইল সমস্যার দ্বিরাষ্ট্রীয় সমাধানের লক্ষ্যে মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি। খবর টিআরটি ওয়ার্ল্ডের।

তুরস্কের যোগাযোগ অধিদপ্তরের এক বিবৃতিতে বলা হয়, বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়ন এবং আঞ্চলিক ও বৈশ্বিক বিষয় নিয়ে আলোচনা করেন তারা।

বিজ্ঞাপন

গাজায় কঠোর পরিশ্রমের মাধ্যমে অর্জিত যুদ্ধবিরতি বজায় রাখার ওপর গুরুত্বারোপ করে এরদোয়ান বলেন, স্থায়ী শান্তির জন্য দ্বিরাষ্ট্রীয় সমাধান অপরিহার্য। এই বিষয়ে মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।

বিবৃতিতে আরো বলা হয়, এরদোগান সিরিয়ার রাজনৈতিক ঐক্য এবং আঞ্চলিক অখণ্ডতা বজায় রাখার ক্ষেত্রে তুরস্কের দৃঢ় সংকল্পের কথা তুলে ধরেছেন।

কুয়েতের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্কের বিষয়ে এরদোগান বলেন, বিনিয়োগ, জ্বালানি, বাণিজ্য এবং প্রতিরক্ষা শিল্পের ক্ষেত্রে দু’দেশের মধ্যে বিদ্যমান সহযোগিতা কৌশলগতভাবে খুবই গুরুত্বপূর্ণ।

উপসাগরীয় সহযোগিতা পরিষদের বর্তমান সভাপতি হিসেবে আঞ্চলিক স্থিতিশীলতা বৃদ্ধিতে কুয়েতের প্রচেষ্টার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন তুর্কি প্রেসিডেন্ট।

এরদোয়ান ও শেখ মেশালের উপস্থিতিতে তুরস্ক ও কুয়েতের মধ্যে চারটি চুক্তি স্বাক্ষর হয়েছে।

আরএ

গভীর রাতে বিএনপি নেতার বিরুদ্ধে ওএমএসের চাল বিক্রির অভিযোগ

শপথ নিলেন পিএসসির নতুন সদস্য আফতাব হোসেন

মোটরবাইক নিষেধাজ্ঞায় বিলিয়ন ডলারের বাজার হারানোর শঙ্কায় ভিয়েতনাম

বিএনপি নেতার চাপে জুলাই হত্যা মামলার দুই আসামিকে ছেড়ে দিলেন ওসি

সাবেক আইজিপি মামুন অন্যের ঘাড়ে বন্দুক রেখে বাঁচার চেষ্টা করছেন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত