আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

গ্রিনল্যান্ড নিয়ে ডেনিশ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন রুবিও

আন্তর্জাতিক ডেস্ক

গ্রিনল্যান্ড নিয়ে ডেনিশ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন রুবিও
ছবি: সংগৃহীত

ডেনমার্কের অধীন উত্তর মেরু অঞ্চলীয় ভূখণ্ড গ্রিনল্যান্ড দখলে সামরিক শক্তি ব্যবহারের হুমকি দিয়েছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দপ্তর হোয়াইট হাউসের এক বিবৃতিতে এ হুমকি দেওয়া হয়। এ অবস্থায় গ্রিনল্যান্ড নিয়ে আলোচনার জন্য আগামী সপ্তাহে ডেনিশ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। তিনি জানান, ট্রাম্পের গ্রিনল্যান্ড দখলের হুমকি ন্যাটো দেশগুলোর মধ্যে তীব্র সংকট তৈরি করছে।

ট্রাম্পের হুমকির পর গ্রিনল্যান্ড ও ডেনমার্কের পররাষ্ট্রমন্ত্রীরা একটি জরুরি বৈঠকে বসার অনুরোধ করেছিলেন রুবিওকে। এদিকে, ট্রাম্প গ্রিনল্যান্ড নিয়ন্ত্রণের জন্য সামরিক পদক্ষেপের মাধ্যমে ন্যাটো জোটের মধ্যে বিভক্তি তৈরির ঝুঁকি নেবেন কি না, সাংবাদিকদের এমন প্রশ্নের কোনো জবাব দেননি রুবিও। এর উত্তরে তিনি বলেছেন, আগামী সপ্তাহে ডেনিশ কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করবেন তিনি। কারণ, যুক্তরাষ্ট্রের প্রত্যেক প্রেসিডেন্ট সামরিক উপায়ে জাতীয় নিরাপত্তা হুমকি মোকাবিলার বিকল্প রাখেন।

বিজ্ঞাপন

মঙ্গলবার ফরাসি পররাষ্ট্রমন্ত্রী জিন-নোয়েল ব্যারোট ফ্রান্স ইন্টার রেডিওকে বলেছেন, যুক্তরাষ্ট্র গ্রিনল্যান্ড আক্রমণ করলে কীভাবে প্রতিক্রিয়া জানাবে, তা নিয়ে তারা মিত্রদের সঙ্গে কাজ করছে।

রুবিও আরো বলেন, ট্রাম্প তার প্রথম মেয়াদ থেকেই গ্রিনল্যান্ড অধিগ্রহণের কথা বলে আসছেন। তার এটাই উদ্দেশ্য ছিল। তবে তিনিই প্রথম প্রেসিডেন্ট নন, যিনি গ্রিনল্যান্ড কীভাবে অধিগ্রহণ করা যায়, তা পরীক্ষা করেছেন বা দেখেছেন।

এসআই

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন