ভিয়েতনামের দুই সন্তান নীতি বাতিল

ঢাবি সংবাদদাতা
প্রকাশ : ০৫ জুন ২০২৫, ১৫: ৫৪
ভিয়েতনামের দুই সন্তান নীতি বাতিল

দীর্ঘদিন ধরে প্রচলিত দুই সন্তান নীতি বাতিল করেছে ভিয়েতনাম। ক্রমহ্রাসমান জন্মহার সংকট কাটিয়ে ওঠা এবং বয়স্ক জনসংখ্যার চাপ কমানোর জন্য কমিউনিস্ট দেশটি এ পদক্ষেপ নিয়েছে। খবর এপির।

বিজ্ঞাপন

মঙ্গলবার জাতীয় পরিষদে সংশোধনী পাস হয়েছে বলে জানায় এপি। নতুন আইন পরিবারগুলোকে সর্বোচ্চ দুটি সন্তান ধারণের নিয়ম বাতিল করে দিয়েছে বলে বুধবার জানিয়েছে রাষ্ট্রীয় গণমাধ্যম ভিয়েতনাম নিউজ এজেন্সি।

কমিউনিস্ট পার্টির সদস্যদের জন্য আগের নিয়ম সাধারণত আরো কঠোর ছিল। তাদের কারো তৃতীয় সন্তান হলে পদোন্নতি বা বোনাস থেকে বঞ্চিত হতেন।

ভিয়েতনামের পরিবারগুলোতে আগের তুলনায় কম সন্তান হচ্ছে। ২০২১ সালে প্রতি নারীর জন্মহার ছিল ২.১১ শিশু, যা দীর্ঘমেয়াদে জনসংখ্যা সংকোচন এড়াতে প্রয়োজনীয় প্রতিস্থাপন হারের চেয়ে কিছুটা বেশি। তারপর থেকে জন্মহার ক্রমাগত হ্রাস পেয়েছে। ২০২২ সালে ২.০১, ২০২৩ সালে ১.৯৬ এবং ২০২৪ সালে জন্মহার ছিল ১.৯১।

ভিয়েতনামে ১৯৮৮ সালে দুই সন্তান আইন চালু করা হয়। এতে দুই সন্তানের বেশি সন্তান ধারণের ওপর কড়াকড়ি আরোপ করা হয়।

ভিয়েতনামের ‘সোনালী জনসংখ্যা’ যুগ ২০০৭ সালে শুরু হয় এবং ২০৩৯ সাল পর্যন্ত স্থায়ী হবে বলে আশা করা হচ্ছে। এ সময়টাতে কর্মক্ষম মানুষের সংখ্যা তাদের উপর নির্ভরশীলদের চেয়ে বেশি থাকবে। তবে ২০৪২ সালে কাজ করতে সক্ষম মানুষের সংখ্যা সর্বোচ্চ পর্যায়ে পৌঁছানোর সম্ভাবনা রয়েছে এবং ২০৫৪ সালের মধ্যে জনসংখ্যা হ্রাস পেতে পারে।

এরফলে অর্থনীতির বিকাশ কঠিন হয়ে উঠতে পারে। কারণ বয়স্কদের প্রয়োজনীয় চাহিদা পূরণের খরচ বৃদ্ধির পাশাপাশি কর্মীর সংখ্যাও কমবে।

ভিয়েতনামে জন্মহার সমানভাবে কমছে না। দেশের বৃহত্তম শহর এবং অর্থনৈতিক কেন্দ্র হো চি মিন সিটিতে ২০২৪ সালে প্রতি নারীর প্রজনন হার ছিল মাত্র ১.৩৯ শিশু, যা জাতীয় গড়ের তুলনায় অনেক কম। একই সময়ে শহরটির জনসংখ্যার প্রায় ১২ শতাংশের বয়স ৬০ বছরের বেশি ছিল যা কল্যাণ পরিষেবার উপর চাপ সৃষ্টি করে। সংকট কাটিয়ে ওঠার জন্য স্থানীয় কর্মকর্তারা গত ডিসেম্বরে ৩৫ বছর বয়সের আগে দুটি সন্তান ধারণকারী নারীদের প্রায় ১২০ ডলার প্রদান শুরু করেন।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত