আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া

আমার দেশ অনলাইন

ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া
ছবি: সংগৃহীত

পূর্ব উপকূল থেকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে উত্তর কোরিয়া। দুই মাসের মধ্যে প্রথমবারের মতো দুটি ক্ষেপণাস্ত্র ছুড়ল পিয়ংইয়ং। এমন সময় এই ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হলো, যখন চীন সফরে রয়েছেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে মিউং। খবর টিআরটি ওয়ার্ল্ডের।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দক্ষিণ কোরিয়ার পারমাণবিক চালিত সাবমেরিন তৈরির পরিকল্পনা অনুমোদন দেয়ার পর, উত্তর কোরিয়া সেবশেষ নভেম্বরে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছিল।

বিজ্ঞাপন

সাম্প্রতিক বছরগুলোতে পিয়ংইয়ং ক্ষেপণাস্ত্র পরীক্ষা উল্লেখযোগ্যভাবে বাড়িয়েছে।

উত্তর কোরিয়ার ক্ষমতাসীন দলের ঐতিহাসিক সম্মেলনের আগে এই উৎক্ষেপণ করা হলো। পাঁচ বছরের মধ্যে এটিই হবে প্রথম এ জাতীয় সম্মেলন, যেখানে অর্থনৈতিক নীতি এবং প্রতিরক্ষা পরিকল্পনা তুলে ধরা হবে।

এই বৈঠকের প্রস্তুতি হিসেবে, উত্তর কোরিয়ার নেতা কিম জং-উন দেশের ক্ষেপণাস্ত্র উৎপাদন সম্প্রসারণ ও আধুনিকীকরণের জন্য অতিরিক্ত কারখানা নির্মাণের নির্দেশ দিয়েছেন।

রাষ্ট্রীয় গণমাধ্যম রোববার জানিয়েছে, কিম অস্ত্র উৎপাদনের একটি কারখানা পরিদর্শন করেছেন। কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি জানায়, সফরকালে তিনি বর্তমান উৎপাদন ক্ষমতা ২৫০ শতাংশ বৃদ্ধির নির্দেশ দিয়েছেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন