আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

যুদ্ধবিধ্বস্ত গাজায় জীবনরক্ষাকারী টিকা পাচ্ছে ৪০ হাজার শিশু

আমার দেশ অনলাইন

যুদ্ধবিধ্বস্ত গাজায় জীবনরক্ষাকারী টিকা পাচ্ছে ৪০ হাজার শিশু
ছবি: আল-আরবিয়া।

সাম্প্রতিক যুদ্ধবিরতির সুযোগে গাজায় ৪০ হাজারের বেশি শিশুকে বিভিন্ন রোগের বিরুদ্ধে টিকা দেওয়ার লক্ষ্য নিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

সৌদিভিত্তিক সংবাদমাধ্যম আল-আরবিয়া এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞাপন

ডব্লিউএইচও গত ৯ নভেম্বর থেকে গাজায় তাদের টিকা অভিযানে শুরু করেছে। প্রাথমিক পর্যায়ে প্রথম আট দিনে ডব্লিউএইচও এবং তার সহযোগীরা ১০,০০০ এরও বেশি তিন বছরের কম বয়সী শিশুকে টিকা দিয়েছে।

ডব্লিউএইচও প্রধান টেড্রোস আধানম ঘেব্রেয়েসাস বলেছেন, টিকা কর্মসূচির প্রথম পর্যায় আগামী শনিবার (২২ নভেম্বর) পর্যন্ত বাড়ানো হয়েছে। ডব্লিউএইচও আশা করছে, টিকা নেওয়া শিশুরা হাম, মাম্পস, রুবেলা, ডিপথেরিয়া, ধনুষ্টংকার, হুপিং কাশি, হেপাটাইটিস বি, যক্ষ্মা, পোলিও, রোটাভাইরাস এবং নিউমোনিয়ার মতো রোগ থেকে রক্ষা পাবে।

জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী সংস্থা (ইউএনআরডব্লিউএ) এবং গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের সহযোগিতায় পরিচালিত হচ্ছে এই টিকা অভিযান। অভিযানের দ্বিতীয় এবং তৃতীয় পর্যায় ডিসেম্বর এবং জানুয়ারিতে পরিচালনা করার পরিকল্পনা রয়েছে।

ডব্লিউএইচও প্রধান বলেন, ‘যুদ্ধবিরতি অব্যাহত থাকায় তিনি উৎসাহিত, কেননা এটি ডব্লিউএইচও এবং তার সহযোগীদের গাজায় প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা জোরদার করতে এবং এর ধ্বংসপ্রাপ্ত স্বাস্থ্য ব্যবস্থার পুনর্গঠনে সুযোগ করে দিয়েছে।’

উল্লেখ্য, গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এবং জাতিসংঘের মতে, ইসরাইল গত দুই বছরে এই ভূখণ্ডে ৬৯,৫০০ জনেরও বেশি ফিলিস্তিনিকে হত্যা করেছে, যাদের বেশিরভাগই নারী ও শিশু। আর চলমান যুদ্ধ বিরতির মাঝে ইসরাইল হত্য করেছে ২৮০ জন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...