পাকিস্তানে আত্মঘাতী হামলায় নিহত ১০

আমার দেশ অনলাইন
প্রকাশ : ৩০ সেপ্টেম্বর ২০২৫, ১৪: ৫২
আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২৫, ১৪: ৫৭
ছবি: জিও নিউজ

পাকিস্তানের কোয়েটায় শক্তিশালী বোমা বিস্ফোরণে কমপক্ষে পাঁচজন নিহত এবং ৩২ জনের বেশি আহত হয়েছেন। বিস্ফোরণের পর প্রচণ্ড গুলিবর্ষণ শুরু হয় এবং এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। আজ (মঙ্গলবার) এক প্রতিবেদনে একথা জানিয়েছে সংবাদমাধ্যম দ্য ডন

পুলিশ জানায়, কোয়েটায় জারঘুন রোডের কাছে বিস্ফোরণের ঘটনাটি ঘটে। পুলিশের প্রাথমিক প্রতিবেদনে বলা হয়, তিনজন নিহত এবং ১২ জনের বেশি আহত হয়েছে। তবে কোয়েটার সিভিল হাসপাতাল কর্তৃপক্ষ হতাহতের সংখ্যা নিশ্চিত করার পর মৃতের সংখ্যা সংশোধন করে পুলিশ জানায়, ১০ জন নিহত এবং ৩০ জনেরও বেশি আহত হয়েছে।

বিজ্ঞাপন

কর্মকর্তারা জানিয়েছেন যে হতাহতরা সকলেই বেসামরিক নাগরিক। আহতদের চিকিৎসা সহায়তা দেয়া হচ্ছে।

স্বাস্থ্য বিভাগের মুখপাত্র জানিয়েছেন, বেলুচিস্তানের স্বাস্থ্যমন্ত্রী বখত মুহাম্মদ কাকারের নির্দেশে কোয়েটার সিভিল হাসপাতাল, বিএমসি হাসপাতাল এবং ট্রমা সেন্টারে জরুরি অবস্থা জারি করা হয়েছে।

সকল ডাক্তার, ফার্মাসিস্ট, স্টাফ নার্স এবং প্যারামেডিক্যাল কর্মীদের হাসপাতালে ডেকে পাঠানো হয়েছে।

দেশটির নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে জিও নিউজ জানায়, ‘মারাত্মক বিস্ফোরণটি ‘ভারতীয় মদদপুষ্ট ফিতনা আল খাওয়ারিজের’ আত্মঘাতী হামলা। আত্মঘাতী বোমা হামলাকারীসহ ছয়জন ‘সন্ত্রাসীও’, বিস্ফোরণে নিহত হয়েছে এবং দুইজন সদস্য আহত হয়েছে। তারা পাকিস্তানের আধা-সামরিক বাহিনী এফসির পোশাক পড়েছিল।

বেলুচিস্তানের মুখ্যমন্ত্রী সরফরাজ বুগতি এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেছেন, এই ধরনের কাপুরুষোচিত হামলা পাকিস্তানি জাতির মনোবলকে দুর্বল করতে পারবে না।

আরএ

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত