আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

সন্তান জন্ম দিতে যুক্তরাষ্ট্রে যেতে চাইলে মিলবে না ভিসা

আমার দেশ অনলাইন
সন্তান জন্ম দিতে যুক্তরাষ্ট্রে যেতে চাইলে মিলবে না ভিসা

নাগরিকত্ব নিশ্চিতে যুক্তরাষ্ট্রের মাটিতে সন্তানের জন্ম দিতে পর্যটন ভিসার আবেদন করা হলে, তা বাতিল করা হবে। সামাজিকমাধ্যমে দেয়া পোস্টে একথা জানিয়েছে নয়াদিল্লিতে থাকা মার্কিন দূতাবাস। খবর এনডিটিভির।

এক্সে দেয়া পোস্টে দূতাবাস জানায়, যদি তাদের কনস্যুলার কর্মকর্তা মনে করেন, মূলত সন্তানের মার্কিন নাগরিকত্ব নিশ্চিত করতে পর্যটন ভিসার আবেদন করা হচ্ছে, তাহলে তা অনুমোদন করা হবে না। ফলে ভিসা নাকচ করা হবে ।

বিজ্ঞাপন

যুক্তরাষ্ট্রের সংবিধানের চতুর্দশ ধারা অনুসারে, কোনো শিশু যদি দেশটির ভূখণ্ড, জলসীমা কিংবা আকাশসীমায় জন্ম নেয়, তাহলে ওই শিশু মার্কিন নাগরিকত্ব পাবে। এই সুযোগ কাজে লাগিয়ে বহু বিদেশি নাগরিক পর্যটন বা ভ্রমণ ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেয়। ‘বার্থ ট্যুরিজম’ হিসাবে যাতে ভ্রমণ ভিসার অপব্যবহার না হয়, সে লক্ষ্যে মার্কিন সরকারের বৃহত্তর নীতির অংশ হিসাবেই এই নিয়ম করা হচ্ছে।

এরআগে দক্ষ কর্মী ভিসার (এইচ–১বি) নতুন নিয়ম চালু করে যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্র দপ্তরের সামাজিকমাধ্যমের একাউন্ট যাচাই-বাছাইয়ের নীতির কারণে এরইমধ্যে সমস্যায় পড়েছেন ভারতীয় এইচ-১বি ভিসা আবেদনকারীরা। অনেকেরই নির্ধারিত সাক্ষাৎকারের সময় পাল্টে পরের বছর করা হয়েছে।

এ বিষয়ে একটি বিজ্ঞপ্তিতে নয়াদিল্লিতে অবস্থিত মার্কিন দূতাবাস জানায়, ‘এক বিবৃতিতে নয়াদিল্লির মার্কিন দূতাবাস বলেছে, আপনি যদি ইমেইলে আপনার ভিসা সাক্ষাৎকারের জন্য পুনঃনির্ধারণের নোটিস পেয়ে থাকেন, তাহলে মিশন ইন্ডিয়া আপনার নতুন তারিখে সেবা দিতে আগ্রহী।’

এতে আলো বলা হয়েছে, ‘যদি কোনো ভিসা আবেদনকারী নতুন তারিখ জানানো পরও, আগের সাক্ষাৎকারের তারিখে কনস্যুলেটে হাজির হন, তবে তাকে প্রবেশাধিকার দেয়া হবে না।’

এইচ-১বি ভিসার আবেদনকারী ও তাদের এইচ-৪ নির্ভরশীলদের জন্য যুক্তরাষ্ট্র সরকার সম্প্রসারিত স্ক্রিনিং ও ভেটিং ব্যবস্থা চালু করেছে। নির্দেশনায় বলা হয়েছে, ভিসা আবেদনকারীদের সব সোশ্যাল মিডিয়া প্রোফাইলের প্রাইভেসি সেটিং ‘পাবলিক’ রাখতে হবে।

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন