আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

চলতি বছরে ইউক্রেনের ৫ লাখ সেনা নিহত: রুশ প্রতিরক্ষামন্ত্রী

আমার দেশ অনলাইন

চলতি বছরে ইউক্রেনের ৫ লাখ সেনা নিহত: রুশ প্রতিরক্ষামন্ত্রী
ছবি: আরটি

রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী আন্দ্রে বেলোসভ দাবি করেছেন, শুধুমাত্র এই বছরই ইউক্রেনের প্রায় পাঁচ লাখ সেনা নিহত হয়েছেন। বুধবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের উপস্থিতিতে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সভায় বেলোসভ এ দাবি করেন। তিনি বলেন, গত বছরের তুলনায় ইউক্রেনের যুদ্ধ সক্ষমতা প্রায় এক-তৃতীয়াংশ কমেছে।

বেলৌসোভ বলেন, ‘২০২৫ সালের শুরু থেকে এ পর্যন্ত রুশ বাহিনীর সঙ্গে সংঘাতে প্রায় ৫ লাখ ইউক্রেনীয় সেনা নিহত হয়েছেন। এই ক্ষতি কাটিয়ে বাহিনীকে আবার সংগঠিত হওয়া কিয়েভের জন্য কঠিন। কারণ ব্যাপক এই প্রাণহানির কারণে দেশটির বেসামরিক জনগণ সেনাবাহিনীতে বাধ্যতামূলক যোগদানের ব্যাপারে আর উৎসাহী হচ্ছে না।’

বিজ্ঞাপন

বৈঠকে রুশ প্রতিরক্ষামন্ত্রী আরো জানান, বিপুলসংখ্যক সেনা হারানোর পাশাপাশি চলতি বছর এক লাখ তিন হাজারেরও বেশি সমরাস্ত্র ও সামরিক সরঞ্জাম হারিয়েছে। এর মধ্যে ৫ হাজার ৫০০ ট্যাংক ও সাঁজোয়া যান রয়েছে, যেগুলো সহায়তা হিসেবে ইউক্রেনকে দিয়েছিল পশ্চিমা বিশ্ব।

ক্রিমিয়া উপদ্বীপকে রুশ ভূখণ্ড হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতির প্রতিশ্রুতি দিয়েও তা রক্ষা না করা এবং ন্যাটোর সদস্যপদের জন্য কিয়েভের তদবিরের জেরে কয়েক বছর ধরে টানাপোড়েন চলার পর ২০২২ সালে ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রুশ বাহিনী।

সূত্র: আরটি

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর

খুঁজুন