সরাসরি

অবিলম্বে নিঃশর্ত যুদ্ধবিরতি কার্যকরে নিরাপত্তা পরিষদে প্রস্তাব ৩ দেশের

২৩: ২৩

অবিলম্বে নিঃশর্ত যুদ্ধবিরতি কার্যকরে নিরাপত্তা পরিষদে প্রস্তাব ৩ দেশের

অবিলম্বে নিঃশর্ত যুদ্ধবিরতি কার্যকরে নিরাপত্তা পরিষদে প্রস্তাব ৩ দেশের

মধ্যপ্রাচ্যে অবিলম্বে নিঃশর্ত যুদ্ধবিরতি কার্যকর করতে নিরাপত্তা পরিষদে খসড়া প্রস্তাব দিয়েছে রাশিয়া, চীন ও পাকিস্তান।

রয়টার্স জানিয়েছে, ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে মার্কিন হামলা নিয়ে আলোচনা করার জন্য রোববার জাতিসংঘ নিরাপত্তা পরিষদ বৈঠক করবে। রাশিয়া, চীন ও পাকিস্তান ১৫ সদস্যের সংস্থাটিকে মধ্যপ্রাচ্যে অবিলম্বে এবং নিঃশর্ত যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে একটি রেজুলেশন পাসের প্রস্তাব দেয়ার পরই এমন সিদ্ধান্ত এলো।

প্রতিবেদনে বলা হয়েছে, তবে কখন ভোটাভুটি হবে তা তাৎক্ষণিকভাবে স্পষ্ট নয়।

কূটনীতিকরা জানিয়েছেন, তিনটি দেশ খসড়া প্রস্তাবটি দিয়ে সোমবার সন্ধ্যার মধ্যে সদস্যদের মতামত জানাতে বলেছে।

প্রসঙ্গত, একটি প্রস্তাব পাসের জন্য কমপক্ষে ৯টি ভোটের প্রয়োজন। তবে শর্ত হচ্ছে, নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য রাষ্ট্র মার্কিন যুক্তরাষ্ট্র, ফ্রান্স, ব্রিটেন, রাশিয়া কিংবা চীনের কেউ ভেটো দেয়া যাবে না। অর্থাৎ এই পাঁচ দেশের কেউ ভেটো দিলে তা পাস হবে না।

২৩: ০১

মধ্যপ্রাচ্যে দীর্ঘস্থায়ী সংঘাতে আগ্রহ নেই যুক্তরাষ্ট্রের: জেডি ভ্যান্স

মধ্যপ্রাচ্যে দীর্ঘস্থায়ী সংঘাতে আগ্রহ নেই যুক্তরাষ্ট্রের: জেডি ভ্যান্স

মধ্যপ্রাচ্যে "দীর্ঘস্থায়ী সংঘাতে" জড়ানোর ব্যাপারে যুক্তরাষ্ট্রের কোনও আগ্রহ নেই বলে জানিয়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। রোববার বিবিসি বাংলার এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়।

মধ্যপ্রাচ্যের আঞ্চলিক শান্তি নিশ্চিত করার জন্যই শনিবার রাতে ইরানে সীমিত পরিসরে হামলা চালানো হয়েছে বলেও মন্তব্য করেছেন তিনি।

মার্কিন সংবাদমাধ্যম এবিসি নিউজের সঙ্গে কথা বলতে গিয়ে ভ্যান্স আরও বলেন, মার্কিন হামলা ইরানের পারমাণবিক অস্ত্র কর্মসূচিকে "এক বছর বা তারও বেশি সময়" পিছিয়ে দিতে সক্ষম হয়েছে।

এখন ইরান সরকারকে "বুদ্ধিমানের মতো পথ বেছে নিয়ে" পারমাণবিক কর্মসূচি থেকে সরে এসে স্থাপনাগুলো ভাঙার জন্য যুক্তরাষ্ট্রের সঙ্গে কাজ করার আহ্বানও জানিয়েছেন ভান্স।

"আমরা চাই না ইরানের পারমাণবিক অস্ত্র থাকুক," বলেন জেডি ভান্স।

মার্কিন সেনাদের ওপর কোনো ধরনের পাল্টা হামলা হলে ইরানকে "অপ্রতিরোধ্য শক্তির" মুখোমুখি হতে হবে বলেও সতর্ক করেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট।

২২: ০২

ইরানকে জানিয়েই পরমাণু স্থাপনায় হামলা করে যুক্তরাষ্ট্র: প্রতিবেদন

ইরানকে জানিয়েই পরমাণু স্থাপনায় হামলা করে যুক্তরাষ্ট্র: প্রতিবেদন

যুক্তরাষ্ট্র ইরানের তিনটি প্রধান পারমাণবিক স্থাপনায় ভয়াবহ বিমান হামলা চালানোর আগে চুপিসারে তেহরানকে আগাম সতর্ক করেছিল বলে এক প্রতিবেদনে দাবি করা হয়েছে। এতে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে পূর্ণাঙ্গ যুদ্ধের কোনো ইচ্ছা নেই—এই বার্তাও দেওয়া হয়। টিআরটি ওয়ার্ল্ড এক প্রতিবেদনে এ তথ্য প্রকশ করেছে।

একজন জ্যেষ্ঠ ইরানি রাজনৈতিক সূত্র আমওয়াজ মিডিয়াকে নাম প্রকাশ না করার শর্তে জানান, ২১ জুন ওয়াশিংটন তেহরানকে জানায়, তারা পূর্ণমাত্রার সংঘাতে যেতে চায় না এবং কেবল ফোর্দো, ইসফাহান ও নাতাঞ্জ পারমাণবিক স্থাপনাগুলোকে লক্ষ্য করবে।

এই তথ্য পাওয়ার পরপরই ইরানি কর্মকর্তারা দ্রুত এসব স্থাপনা থেকে সরিয়ে নেন কর্মীদের এবং দেশের সমৃদ্ধ ইউরেনিয়ামের বেশিরভাগ মজুদ গোপন স্থানে সুরক্ষিতভাবে সরিয়ে ফেলেন বলে সূত্রটি জানায়।

তবে যুক্তরাষ্ট্র বা ইরানের কোনো পক্ষই এ প্রতিবেদন নিয়ে প্রকাশ্যে কোনো মন্তব্য করেনি।

অন্যদিকে, যুক্তরাজ্যের ব্যবসা ও বাণিজ্যবিষয়ক সচিব জনাথন রেনল্ডস বলেন, হামলার আগে লন্ডনকে অবহিত করা হয়েছিল।

তিনটি বি-২ বোমারু বিমান ফোর্দোর ভূগর্ভস্থ সমৃদ্ধকরণ স্থাপনায় ছয়টি ১৩.৬ কেজি ওজনের বাংকার ধ্বংসকারী "Massive Ordnance Penetrator (MOP)" বোমা নিক্ষেপ করে।

বিশেষজ্ঞদের ধারণা, দুটি করে বোমা ফেলা হয় ফোর্দোর দুটি শক্তভাবে সুরক্ষিত প্রবেশপথে এবং অপর দুটি বোমা লক্ষ্য করে ফেলা হয় এর বায়ুচলাচলের শাফটে (ventilation shaft)।

অন্যদিকে, একটি মার্কিন সাবমেরিন থেকে নাতাঞ্জ এবং বিস্তৃত ইসফাহান পারমাণবিক স্থাপনাগুলোর ওপর প্রায় ৩০টি টোমাহক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয় বলে জানা গেছে।

এই দুটি সাইট আগেও ইসরাইলের হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছিল।

২১: ২৪

ইরানজুড়ে সামরিক লক্ষ্যবস্তুতে হামলার কথা জানাল ইসরাইল

ইরানজুড়ে সামরিক লক্ষ্যবস্তুতে হামলার কথা জানাল ইসরাইল

ইরান জুড়ে কয়েক ডজন সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালানোর কথা জানিয়েছে ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী।

এর আগে তিনটি পারমাণবিক স্থাপনায় মার্কিন বিমান হামলার পর ইসরাইলি সেনাবাহিনী ইরানে এই হামলা চালায়।

ইসরাইলি বিমান বাহিনী জানিয়েছে, সকালে ৩০টি যুদ্ধবিমান ইরান জুড়ে কয়েক ডজন সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। এতে ৬০টিরও বেশি যুদ্ধাস্ত্র বা বোমার ব্যবহার করা হয়েছে।

তারা জানায়, প্রথম দফার হামলায় নিশানা করা হয় ইয়াজদ অঞ্চলের একটি কৌশলগত ক্ষেপণাস্ত্র সদর দফতর। এরপর হামলা চালানো হয় ইসফাহান, বুশেহর ও আহভাজের সামরিক স্থাপনায়।

উল্লেখ্য, মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ বলেছেন, রাতের বোমা হামলায় যুক্তরাষ্ট্র ইরানের ফোর্দো, নাতাঞ্জ এবং ইসফাহানের পারমাণবিক কর্মসূচি ধ্বংস করে দিয়েছে।

২০: ১৫

দক্ষিণ ও মধ্য ইরানের দুই প্রদেশে ইসরাইলি হামলা

ইরানের বিপ্লবী গার্ড বা আইআরজিসি অনুমোদিত ফার্স নিউজ এজেন্সি জানিয়েছে, ইরানের বুশেহর শহরের কাছে দুটি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে ইসরাইল। বিবিসি বাংলা এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করেছে।

অন্যদিকে, ইরানের আধা-সরকারি মেহের নিউজ এজেন্সি জানিয়েছে যে, ইয়াজদ প্রদেশের কিছু স্থানে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করেছে ইরান।

ইরানের ইয়াজদের আল-গাদির ইসলামিক বিপ্লবী গার্ড কোর ইউনিটের এক বিবৃতির বরাত দিয়ে মেহের নিউজ তাদের টেলিগ্রামে জানিয়েছে, প্রদেশের দুটি সামরিক এলাকায় হামলা চালিয়েছে ইসরাইল।

উল্লেখ্য, বুশেহর প্রদেশেই ইরানের বুশেহর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র অবস্থিত।

জাতিসংঘের পারমাণবিক পর্যবেক্ষণ সংস্থা বা আইএইএ গতকাল (শনিবার) সতর্ক করে বলেছে, বুশেহর পরমাণু বিদ্যুৎকেন্দ্রে হামলা চালালে বিপজ্জনক মাত্রায় তেজস্ক্রিয়তা ছড়িয়ে পড়তে পারে।

ইরানি গণমাধ্যমে এসব হামলার খবর প্রকাশ পেলেও, এখন পর্যন্ত ইসরাইলি সেনাবাহিনী এ বিষয়ে কোনো মন্তব্য করেনি।

১৯: ৩০

ইরানের পার্লামেন্টে হরমুজ প্রণালী বন্ধের সিদ্ধান্ত

ইরানের পার্লামেন্টে হরমুজ প্রণালী বন্ধের সিদ্ধান্ত

ইসরাইল ও ইরানের মধ্যে পাল্টাপাল্টি ক্ষেপণাস্ত্র হামলার পর আশঙ্কা জন্মেছিল যে ইরান হরমুজ প্রণালি বন্ধ করে দিতে পারে। বিশ্বজুড়ে তেল সরবরাহের জন্য এই প্রণালি কৌশলগতভাবে খুবই গুরুত্বপূর্ণ।

সবচেয়ে সংকীর্ণ অংশে হরমুজ প্রণালি মাত্র ৪০ কিলোমিটার প্রশস্ত; যেখান দিয়ে পৃথিবীর প্রায় এক-পঞ্চমাংশ অপরিশোধিত তেল পারাপার হয়।

ইরানের নৌবাহিনীর কমান্ডারের মতে, ইরান এই প্রণালি বন্ধ করার কথা বিবেচনা করতে পারে। ইরানি গণমাধ্যম জানিয়েছে, দেশটির সংসদে হরমুজ প্রণালী বন্ধের সিদ্ধান্ত হয়েছে।

যুক্তরাজ্যের গোয়েন্দা সংস্থা এমআইসিক্স-এর সাবেক প্রধান স্যার অ্যালেক্স ইয়োঙ্গার বিবিসিকে বলেছেন, সবচেয়ে খারাপ পরিস্থিতির ক্ষেত্রে যা হতে পারে তা হলো ওই চ্যানেল অবরোধ করা।

তার কথায়, "প্রণালি বন্ধ করা স্পষ্টতই একটা অবিশ্বাস্য অর্থনৈতিক সমস্যা হয়ে দাঁড়াবে। কারণ এর প্রভাব পড়বে তেলের দামের ওপর।"

১৮: ৪২

যেকোনো পরিস্থিতিতেই ইরানের পরমাণু কর্মসূচি চলবে: মেদভেদেভ

যেকোনো পরিস্থিতিতেই ইরানের পরমাণু কর্মসূচি চলবে: মেদভেদেভ

রাশিয়ার নিরাপত্তা পরিষদের উপপ্রধান দিমিত্রি মেদভেদেভ মনে করেন, ইসরাইলের সঙ্গে চলমান সংঘাতের মধ্যেও ইরান তার পারমাণবিক কর্মসূচি চালিয়ে যাবে। কোনো পরিস্থিতিতেই সেটা বন্ধ করবে না। রুশ বার্তা সংস্থা তাস এই তথ্য জানিয়েছে।

মেদভেদেভ বলেন, তেহরান তার অস্তিত্ব রক্ষার পথ খুঁজে পেয়েছে এই পারমাণবিক কর্মসূচির মধ্যেই। এবং তারা যেভাবেই হোক, এটি চালিয়ে যাবে।

মেদভেদেভ জোর দিয়ে বলেন, ইসরাইল একটি গোপন পারমাণবিক কর্মসূচি রয়েছে এবং জাতিসংঘের নিরাপত্তা পরিষদ ও আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা (IAEA)-এর তত্ত্বাবধানে এমন কর্মসূচিগুলো ত্যাগ করার আহ্বান জানান।

তিনি আরো বলেন, যদি ইসরাইল ইরানের পুরো পারমাণবিক কর্মসূচি ধ্বংস করে দেয়, তবে ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করবেই, যদি তাদের হাতে আগে থেকেই না থাকে। আর যদি না থাকে (পারমাণবিক অস্ত্র), তাহলে তারা যেকোনো মূল্যে কর্মসূচি পুনরায় শুরু করবে। নেতানিয়াহু হয়তো একদিন সরে যাবেন, কিন্তু ইরান থেকে যাবে—নতুন কোনো নেতারা নেতৃত্বে।

গত ১৩ জুন রাতে ইসরাইল ইরানের বিরুদ্ধে একটি সামরিক অভিযান শুরু করে। তাদের লক্ষ্য ছিল তেহরানের পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি নস্যাৎ করা। কিন্তু অল্প সময়ের মধ্যেই ইসলামি প্রজাতন্ত্র ইরান পাল্টা হামলা চালায়। এরপরের কয়েক দিনে উভয় দেশ একাধিকবার একে অপরকে লক্ষ্য করে হামলা চালায়। উভয় পক্ষই হতাহত ও ক্ষয়ক্ষতির কথা স্বীকার করেছে। এই পাল্টাপাল্টি হামলার চক্র এখনো চলছে।

১৭: ৪২

ইরানে যুক্তরাষ্ট্রের হামলায় যে প্রতিক্রিয়া জানাল রাশিয়া ও স্পেন

ইরানে যুক্তরাষ্ট্রের হামলায় যে প্রতিক্রিয়া জানাল রাশিয়া ও স্পেন

ইরানে যুক্তরাষ্ট্রের হামলায় প্রতিক্রিয়া জানিয়েছে রাশিয়া ও স্পেন। আল জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর ওপর যুক্তরাষ্ট্রের হামলাকে আন্তর্জাতিক আইনের “চরম লঙ্ঘন” বলে অভিহিত করেছে রাশিয়া।

রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, একটি সার্বভৌম রাষ্ট্রের ভূখণ্ডে ক্ষেপণাস্ত্র ও বোমা হামলা চালানোর দায়িত্বজ্ঞানহীন সিদ্ধান্ত—যে যুক্তিই তুলে ধরা হোক না কেন—আন্তর্জাতিক আইন, জাতিসংঘ সনদ এবং জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সিদ্ধান্তগুলোর স্পষ্ট লঙ্ঘন।”

স্পেনের পররাষ্ট্রমন্ত্রী হোসে মানুয়েল আলবারেস বুয়েনো বলেছেন, যুক্তরাষ্ট্রের হামলার কারণে ক্রমবর্ধমান উত্তেজনা নিয়ে তার দেশ ‘অত্যন্ত উদ্বিগ্ন’।

রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম RTVE-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠা সামরিক উপায়ে সম্ভব নয়, বরং কূটনীতিই একমাত্র পথ। তাই আমরা আশা করি সবাই আবারও আলোচনার টেবিলে ফিরবে।’

১৬: ৫৮

পুতিনের সঙ্গে সাক্ষাৎ করতে যাচ্ছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী

পুতিনের সঙ্গে সাক্ষাৎ করতে যাচ্ছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি জানিয়েছেন, তিনি রোববার (২২ জুন) রাশিয়ার উদ্দেশ্যে রওনা দিচ্ছেন ও সোমবার (২৩ জুন) তিনি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে একটি ‘গুরুত্বপূর্ণ বৈঠকে’ বসবেন।

তুরস্কের ইস্তানবুল শহরে এক সংবাদ সম্মেলনে আরাঘচি বলেন, রাশিয়া আমাদের বন্ধু ও আমরা একটি কৌশলগত অংশীদারত্ব বজায় রেখে চলেছি। আমরা সবসময় একে-অপরের সঙ্গে পরামর্শ করি ও আমাদের অবস্থান সমন্বয় করি।

তিনি আরো উল্লেখ করেন, রাশিয়া ইরানের সঙ্গে পারমাণবিক চুক্তিতে (জেসিপিওএ) স্বাক্ষরকারী দেশ। সোমবার আমি প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে গঠনমূলক আলোচনা করবো ও দুই দেশের মধ্যে চলমান সহযোগিতা আরো এগিয়ে নেওয়ার চেষ্টা করবো।

এদিকে পর্যবেক্ষকদের মতে, এই সফর ইসরাইল-ইরান চলমান সংঘাত ও ওয়াশিংটনের ভূমিকাকে কেন্দ্র করে তেহরান ও মস্কোর মধ্যে কূটনৈতিক সমন্বয়ের একটি বড় পদক্ষেপ হতে যাচ্ছে।

১৬: ১৭

ইরানে যুক্তরাষ্ট্রের হামলার পর জরুরি বৈঠক ডেকেছে আইএইএ

ইরানে যুক্তরাষ্ট্রের হামলার পর জরুরি বৈঠক ডেকেছে আইএইএ

ইরানে মার্কিন হামলার পর সোমবার জরুরি বৈঠক ডেকেছে আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা বা আইএইএ। বিবিসি বাংলা এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করেছে।

ইরানে সৃষ্ট জরুরি পরিস্থিতির প্রেক্ষিতে এই বৈঠক ডাকা হয়েছে বলে জাতিসংঘের পারমাণবিক পর্যবেক্ষক সংস্থার প্রধান এ তথ্য জানিয়েছেন।

এদিকে, ইরানের পারমাণবিক সংস্থার প্রধান মোহাম্মদ ইসলাম আইএইএ-কে চিঠি লিখে জানিয়েছেন, তেহরান চায় যুক্তরাষ্ট্রের হামলার বিষয়ে তদন্ত হোক। এবং একই সাথে তারা আইএইএ-র কাছে যুক্তরাষ্ট্রের এই হামলার নিন্দা জানানোরও দাবি জানানো হয় বলেও ইরানের গণমাধ্যমের খবরে বলা হয়েছে।

এর আগে, আইএইএ এ নিশ্চিত করেছে যে, যুক্তরাষ্ট্র ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় হামলা চালালেও আশপাশের এলাকায় তেজস্ক্রিয়তার মাত্রা বৃদ্ধির’ কোনো তথ্য পাওয়া যায়নি।

১৪: ৫৬

ইসরাইলের বেন গুরিয়ন বিমান বন্দরসহ বেশ কিছু স্থানকে টার্গেট করে হামলা চালিয়েছে ইরান। এর আগে ইসরাইলি সামরিক বাহিনী জানিয়েছে, তাদের বিমানবাহিনী পশ্চিম ইরানে ‘সামরিক লক্ষ্যবস্তুর’ বিরুদ্ধে নতুন করে হামলা শুরু করেছে। এদিকে, যুক্তরাষ্ট্রে ডেমোক্র্যাট আইন প্রণেতাদের অনেকে ইরানে মার্কিন হামলার নিন্দা জানিয়েছেন।

ইরানের ওপর যুক্তরাষ্ট্রের হামলাকে ‘ঐতিহাসিক’ বলে অভিহিত করেছেন ইসরাইলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজোগ।

এক বিবৃতিতে হারজোগ বলেন, ‘ট্রাম্পের কথাগুলো যুক্তরাষ্ট্র এবং ইসরাইলের মধ্যে ‘গভীর এবং সাহসী জোট’ এর প্রদর্শন করে।’ কিন্তু তিনি সতর্ক করে বলেন, ‘সামনের দিনগুলো সংবেদনশীল, জটিল এবং চ্যালেঞ্জিং হতে পারে।’

ইসরাইলি কর্মকর্তাদের জীবন রক্ষাকারী নির্দেশ অনুসরণ করার আহ্বান জানিয়েছেন তিনি।

১৩: ৩৫

ইরানের আলোচনার টেবিলে ফিরে আসা উচিত: কিয়ের স্টারমার

ইরানের আলোচনার টেবিলে ফিরে আসা উচিত: কিয়ের স্টারমার

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার বলেছেন, ইরানের পারমাণবিক কর্মসূচির ‘গুরুতর হুমকি’ ‘প্রশমন’ করার জন্য পদক্ষেপ নিয়েছে যুক্তরাষ্ট্র।

এক বিবৃতিতে তিনি বলেছেন, ‘ইরানের পারমাণবিক কর্মসূচি আন্তর্জাতিক নিরাপত্তার জন্য একটি গুরুতর হুমকি। ইরানকে কখনই পারমাণবিক অস্ত্র তৈরি করতে দেওয়া যাবে না এবং যুক্তরাষ্ট্র সেই হুমকি দূর করার জন্য পদক্ষেপ নিয়েছে।’

‘মধ্যপ্রাচ্যের পরিস্থিতি অস্থিতিশীল এবং এই অঞ্চলে স্থিতিশীলতা একটি অগ্রাধিকার। আমরা ইরানকে আলোচনার টেবিলে ফিরে আসতে এবং এই সংকটের অবসান ঘটাতে একটি কূটনৈতিক সমাধানে পৌঁছানোর আহ্বান জানাই।’

১৩: ২৬

ইরানের মিসাইল বৃষ্টিতে ইসরাইলে বিমান চলাচল বন্ধ

ইরানের মিসাইল বৃষ্টিতে ইসরাইলের বিমান চলাচল বন্ধ রয়েছে। আলজাজিরা জানিয়েছে, ইসরাইলের বৃহত্তম বিমান সংস্থা এল আল, ইসরাইল এয়ারলাইন্স, আরকিয়া এবং ইসরাইর জানিয়েছে যে, তারা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত লোকেদের দেশে ফিরে আসার অনুমতি দেওয়ার জন্য ফ্লাইট স্থগিত রাখবে।

এল আল আরও জানিয়েছে, তারা নির্ধারিত ফ্লাইট বাতিলের মেয়াদ ২৭ জুন পর্যন্ত বাড়িয়ে দেবে।

ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইটরাডার২৪ এর তথ্য অনুসারে, ইরানের পারমাণবিক স্থাপনায় মার্কিন হামলার পর বিমান সংস্থাগুলো মধ্যপ্রাচ্যের বিশাল অংশ এড়িয়ে চলছে।

খবরে বলা হয়েছে, ইসরাইল ও ইরানের মধ্যে সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র বিনিময়ের কারণে ইতোমধ্যেই এই অঞ্চলে যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে।

১৩: ০৫

মার্কিন কংগ্রেসের সম্মতি ছাড়াই ইরানে হামলার নিন্দা জানালেন ডেমোক্রেটরা

মার্কিন কংগ্রেসের সম্মতি ছাড়াই ইরানে হামলার নিন্দা জানালেন ডেমোক্রেটরা

যুক্তরাষ্ট্রে ডেমোক্রেট আইন প্রণেতাদের অনেকে ইরানে হামলার নিন্দা জানিয়েছেন। তারা বলছেন, কংগ্রেসের সম্মতি ছাড়াই এ হামলা চালানো হয়েছে। কংগ্রেস সদস্য আলেক্সান্দ্রিয়া ওকাসিও কর্টেজ বলেছেন, এটি সংবিধান এবং কংগ্রেসের যুদ্ধ ক্ষমতার ‘গুরুতর লঙ্ঘন।’

তিনি এটিকে ‘সম্পূর্ণ এবং স্পষ্টভাবে অভিসংশনের ভিত্তি’ বলে অভিহিত করেছেন।

সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স এ এক পোস্টে তিনি বলেছেন, ‘তিনি আবেগপ্রবণভাবে এমন একটি যুদ্ধ শুরু করার ঝুঁকি নিয়েছেন, যা আমাদের প্রজন্মের পর প্রজন্ম ধরে ফাঁদে পড়তে পারে।’

কংগ্রেসের আরেক সদস্য রাশিদা তালাইব এটিকে যুক্তরাষ্ট্রের সংবিধানের ‘স্পষ্ট লঙ্ঘন’ অভিহিত করে নিন্দা জানিয়েছেন। একইসাথে কংগ্রেসকে অবিলম্বে হস্তক্ষেপ করার আহ্বান জানিয়েছেন তিনি।

“মধ্যপ্রাচ্যে কয়েক দশক ধরে চলা যুদ্ধ আমাদের কোথায় নিয়ে যায়, তা আমরা দেখেছি। সবকিছুই হচ্ছে মিথ্যার উপর ভিত্তি করে ‘গণবিধ্বংসী অস্ত্রে’র ব্যবহারে।” বলেন তিনি।

কংগ্রেস সদস্য জিম ম্যাকগভর্ন ইতোমধ্যে এ পরিস্থিতিকে ‘উন্মাদ’ বলে অভিহিত করেছেন। তিনি বলেন, ‘কংগ্রেসের অনুমোদন ছাড়াই ট্রাম্প ইরানে বোমা হামলা চালিয়েছেন, অবৈধভাবে মধ্যপ্রাচ্যে আমাদের যুদ্ধে টেনে নিয়ে গেছেন। আমরা কি আমাদের শিক্ষা গ্রহণ করিনি?’

১২: ৩৩

ইরানি হামলায় ইসরাইলে অন্তত ১৬ জন আহত

ইরানি হামলায় ইসরাইলে অন্তত ১৬ জন আহত

ইরানের সর্বশেষ হামলার পর ১৬ জন আহত ব্যক্তিকে হাসপাতালে নেওয়া হয়েছে। এ তথ্য জানিয়েছেন ইসরাইলের জরুরি সেবার মেগান ডেভিড অ্যাডম।

আহতদের মধ্যে একজন মাঝামাঝি অবস্থায় আছেন। যিনি ৩০ বছর বয়সী। এই ব্যক্তির শরীরের ওপরের অংশে গুলিবিদ্ধ হয়ে তীক্ষ আঘাতের চিহ্ন রয়েছে। বাকি ১০ জনের হালকা আঘাতের সাথে ক্ষতের চিহ্ন রয়েছে।

১২: ২৫

ইরানের পারমাণবিক স্থাপনায় তেজস্ক্রিয়তার মাত্রা বাড়েনি: আইএইএ

ইরানের ৩টি পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলার পর স্থাপনার বাইরের অংশে তেজস্ক্রিয়তার মাত্রা বৃদ্ধি পায়নি। জাতিসংঘের পারমাণবিক পর্যবেক্ষণ সংস্থা আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা (আইএইএ) একটি বিবৃতি প্রকাশ করে এ তথ্য জানিয়েছে।

এতে বলা হয়েছে, ‘আরো তথ্য পাওয়া গেলে আন্তর্জাতিক আনবিক শক্তি সংস্থা ইরানের পরিস্থিতি সম্পর্কে মূল্যায়ন দেবে।’

১১: ৪১

জর্ডানে সাইরেন ও জেরুজালেমে বিস্ফোরণের শব্দ

জর্ডানের আম্মানে আজ সকালে শহরজুড়ে দুইবার সাইরেন বেজে উঠেছে, যেটা ইঙ্গিত দেয় ইরানের ছোঁড়া ক্ষেপণাস্ত্র ইসরাইলের দিকে অগ্রসর হচ্ছে। আম্মান থেকে বিবিসির সংবাদদাতা টম বেনেট এ তথ্য জানিয়েছেন। এর আগে জেরুজালেম থেকে বিবিসির সংবাদদাতা একাধিক বিস্ফোরণের শব্দ শোনার কথা জানিয়েছেন।

এই ক্ষেপণাস্ত্রগুলো জর্ডানকে টার্গেট করে নয়। তবে জর্ডানের বিমান বাহিনী সাম্প্রতিক দিনগুলোতে এই ক্ষেপণাস্ত্র এবং ড্রোনগুলো তাদের ভূখণ্ডে অবতরণ করতে পারে মনে করে এগুলোকে প্রতিহত করেছে। ক্ষেপণাস্ত্রগুলোকে বাধা দেওয়া বা প্রতিহত করার ফলে আকাশ থেকে ক্ষেপণাস্ত্রের টুকরো পড়ার ঝুঁকি তৈরি হয়।

এই অঞ্চলজুড়ে বাতিল হওয়া ফ্লাইটের ঢেউয়ের পাশাপাশি পুরো মধ্যপ্রাচ্যকে এই সংঘাত কিভাবে প্রভাবিত করছে এটি তার আরেকটি লক্ষণ।

এদিকে, ইরান থেকে ক্ষেপণাস্ত্র ছোঁড়া হয়েছে, এমন সতর্কবার্তার পরই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় হওয়ার ফলে জেরুজালেমে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে। বিবিসির মধ্যপ্রাচ্য সংবাদদাতা হুগো বাছেগা জেরুজালেম থেকে এ তথ্য জানিয়েছেন।

১১: ৩৫

ইসরাইলে ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে ইরান: আইডিএফ

ইসরাইলে ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে ইরান: আইডিএফ

ইসরাইলি ভূখণ্ডের দিকে ইরান থেকে ছোঁড়া ক্ষেপণাস্ত্র কিছুক্ষণ আগে শনাক্ত করেছে ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে আইডিএফ।

হুমকি মোকাবেলায় প্রতিরক্ষামূলক ব্যবস্থা সক্রিয় রয়েছে বলেও জানানো হয়েছে এই বিবৃতিতে। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত জনগণকে সুরক্ষিত একটি স্থানে থাকার আহ্বান জানিয়েছে আইডিএফ।

১১: ২৭

যুক্তরাষ্ট্রের হামলার নিন্দা জানিয়েছে ইরানের পরমাণু শক্তি সংস্থা

যুক্তরাষ্ট্রের হামলার নিন্দা জানিয়েছে ইরানের পরমাণু শক্তি সংস্থা

তিনটি ইরানি পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের ‘বর্বর হামলার’ তীব্র নিন্দা জানিয়েছে ইরানের পরমাণু শক্তি সংস্থা। এক বিবৃতিতে সংস্থাটি আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার ‘উদাসীনতা এবং এমনকি সহাবস্থানের’ অভিযোগেরও সমালোচনা করেছে।

বৈশ্বিক সম্প্রদায়ের প্রতি ‘এই হামলাগুলোর নিন্দা এবং ইরানের ন্যায্য অবস্থানকে সমর্থন জানানোর’ আহ্বান জানিয়েছে ইরানের পরমানু শক্তি সংস্থা।

সংস্থাটি বলেছে, ‘শত্রুদের ষড়যন্ত্রমূলক পরিকল্পনা থাকলেও’ ইরানের বিজ্ঞানী ও বিশেষজ্ঞরা দেশের পরমাণু শিল্পকে ‘বিরামহীনভাবে এগিয়ে নিয়ে যাবেন’।

সংস্থাটি ‘প্রয়োজনীয় পদক্ষেপ’ গ্রহণ করবে যার মধ্যে ‘আইনি ব্যবস্থা’ অন্তর্ভুক্ত থাকবে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।

১০: ৫৩

ট্রাম্পের সাহসী পদক্ষেপের প্রশংসা করলেন ইসরাইলি প্রেসিডেন্ট

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্পকে তার সাহসী পদক্ষেপের জন্য ধন্যবাদ জানিয়েছেন ইসরাইলি প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ।

তিনি সামাজিক যোগাযোগমাধ্যম এক্স এ লিখেছেন, ‘মানব ইতিহাসের পাতায়, এটি এমন একটি মুহূর্ত যখন স্বাধীনতা, দায়িত্ব এবং নিরাপত্তার নীতিগুলো জয় লাভ করেছে। এটি সন্ত্রাস ও অশুভ শক্তির বিপরীতে আশার পক্ষের মধ্যে একটি সুস্পষ্ট মুহূর্ত।’

ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রীও ট্রাম্প এবং নেতানিয়াহুকে রাতারাতি এ ‘ঐতিহাসিক’ হামলার জন্য প্রশংসা করেছেন।

ইসরাইল কাৎজ ‘ইসরাইলি অভিযান চালিয়ে যাওয়ার জন্য’ এবং ইরানের কাছে যাতে পারমাণবিক অস্ত্র না থাকতে পারে সেটি নিশ্চিত করার জন্য যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকে অভিনন্দন জানিয়েছেন।

তিনি বলেছেন, যুক্তরাষ্ট্র এবং ইসরাইলের জোট আগের চেয়েও শক্তিশালী।

১০: ৩৯

ইরানকে দ্বিতীয় দফায় ট্রাম্পের হুমকি

ইরানকে দ্বিতীয় দফায় ট্রাম্পের হুমকি

ইরানে হামলার পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভাষণ দেয়ার পর সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে দ্বিতীয় দফায় হুমকি দিয়েছেন ইরানকে।

ট্রুথ সোশ্যালে পোস্ট করে তিনি উল্লেখ করেছেন যে, ইরান এই হামলার জবাবে পাল্টা হামলা করলে ‘আরো তীব্র মাত্রার’ হামলা করবে যুক্তরাষ্ট্র।

ট্রাম্প তার পোস্টে লিখেছেন, ‘ইরান যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যে কোনো ধরনের পাল্টা হামলা করলে তার জবাব এর চেয়ে বহুগুণ বেশি শক্তি দিয়ে দেওয়া হবে।’

১০: ২৩

সিচুয়েশন রুমের ছবি প্রকাশ করেছে হোয়াইট হাউজ

সিচুয়েশন রুমের ছবি প্রকাশ করেছে হোয়াইট হাউজ

হোয়াইট হাউজ থেকে প্রকাশিত ছবিতে দেখা যাচ্ছে ইরানে মার্কিন বোমারু বিমানের হামলার দৃশ্য সিচুয়েশন রুমে বসে দেখেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ সময় তার সঙ্গে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এবং পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওসহ অন্যরা উপস্থিত ছিলেন।

Trump-02

Trump-03

Trump-04

Trump-05

১০: ১০

যুক্তরাষ্ট্রের নির্লজ্জ আগ্রাসনের নিন্দা জানিয়েছে হামাস

যুক্তরাষ্ট্রের নির্লজ্জ আগ্রাসনের নিন্দা জানিয়েছে হামাস

ইরানে যুক্তরাষ্ট্রের হামলাকে হামাস ‘নির্লজ্জ আগ্রাসন’ হিসেবে অভিহিত করেছে। এক বিবৃতিতে হামাস বলেছে, এই হামলা ‘আন্তর্জাতিক আইনের ঘোর বিরোধী ও আন্তর্জাতিক শান্তি ও স্থিতিশীলতার জন্য সরাসরি হুমকি।’

ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসকে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ইসরাইলসহ বেশ কিছু দেশ সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করে।

১০: ০৪

যুক্তরাষ্ট্রের আইনপ্রণেতাদের মিশ্র প্রতিক্রিয়া

ইরানে ট্রাম্পের হামলার সিদ্ধান্তের পর এর পক্ষে-বিপক্ষে মিশ্র প্রতিক্রিয়া দিয়েছেন যুক্তরাষ্ট্রের আইন প্রণেতারা। কয়েকজন সিনেটর এই পদক্ষেপকে স্বাগত জানিয়ছেন, তেমনি কেউ কেউ এটিকে অসিংবাধানিক বলে সমালোচনাও করেছেন।

যেমন সাউথ ক্যারোলাইনার সেনেটর লিন্ডসে গ্রাহাম হামলার জন্য ট্রাম্পকে অভিবাদন জানিয়েছেন। তিনি মন্তব্য করেছেন যে, ট্রাম্প ‘সঠিক সিদ্ধান্ত’ নিয়েছেন। একই ধরনের মন্তব্য করেছেন রিপাবলিকান সেনেটর রজার উইকারও, যিনি তার পোস্টে উল্লেখ করেছেন, ইরানের ‘হুমকি’ অপসারণ করার লক্ষ্যে ট্রাম্পের এই সিদ্ধান্ত ‘সঠিক’ ছিল।

তবে রিপাবলিকান সেনেটরদের কেউ কেউ এই সিদ্ধান্তের সমালোচনা করেছেন। যেমন কেন্টাকির সেনেটর টমাস ম্যাসি হামলার সিদ্ধান্তকে ‘অসাংবিধানিক’ বলে উল্লেখ করেছেন।

ক্যালিফোর্নিয়ার ডেমোক্র্যাটিক প্রতিনিধি সারা জ্যাকবস পোস্ট করেছেন যে, এই হামলা ‘যুক্তরাষ্ট্রকে আরেকটি ভয়াবহ ও দীর্ঘ’ যুদ্ধে জড়িয়ে ফেলতে পারে।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ইরানে হামলা সংক্রান্ত ট্রাম্পের পোস্ট শেয়ার করলেও এখনো এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেননি।

০৯: ৩৬

হামলায় ব্যবহার করা হয়েছে বি-টু স্পিরিট বোমারু

হামলায় ব্যবহার করা হয়েছে বি-টু স্পিরিট বোমারু

ইরানে হওয়া হামলায় যুক্তরাষ্ট্রের বি-টু স্পিরিট বোমারু বিমান ছিল বলে সংবাদ সংস্থা রয়টার্সকে জানিয়েছেন একজন মার্কিন কর্মকর্তা। মাটির নিচে ৬০ মিটার গভীরতায় অবস্থিত স্থাপনায় আঘাত করতে সক্ষম ৩০ হাজার পাউন্ডের বোমা জিবিইউ ৫৭ শুধুমাত্র এই বিমানই নিক্ষেপ করতে পারে।

কিছুদিন আগে যুক্তরাষ্ট্র ইরানের চার হাজার কিলোমিটারের মধ্যে থাকা একটি বিমানঘাঁটিতে এই ধরনের কয়েকটি বিমান নিয়ে রেখেছিল। তবে দুদিন আগে এই ধরনের কয়েকটি বিমান ইরান থেকে প্রায় সাড়ে নয় হাজার কিলোমিটার দূরের বিমান ঘাঁটিতে নিয়ে রাখা হয়।

০৯: ৩০

যুক্তরাষ্ট্রের হামলায় সংঘাতের তীব্রতা ‘ভয়াবহ’ হতে পারে: জাতিসংঘের মহাসচিব

যুক্তরাষ্ট্রের হামলায় সংঘাতের তীব্রতা ‘ভয়াবহ’ হতে পারে: জাতিসংঘের মহাসচিব

ইরানে যুক্তরাষ্ট্রের হামলায় প্রতিক্রিয়া প্রকাশ করেছে জাতিসংঘ। জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস সামাজিক মাধ্যম এক্সে এক পোস্টে এই হামলাকে চলমান সংঘাতের তীব্রতার ‘ভয়াবহ বৃদ্ধি’ হিসেবে উল্লেখ করেছেন।

তিনি মন্তব্য করেছেন যে এখন ‘সংঘাত নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার বড় ধরনের ঝুঁকি’ তৈরি হয়েছে।

এর ফলে ‘বেসামরিক নাগরিক, মধ্যপ্রাচ্য ও বিশ্বের’ জন্য ভয়াবহ বিপর্যয়মূলক পরিস্থিতি তৈরি হতে পারে বলে পোস্টে উল্লেখ করেন তিনি।

তার পোস্টে তিনি আরো লেখেন যে এই মুহুর্তে ‘শুধুমাত্র কূটনীতির মাধ্যমে’ এই সমস্যার সমাধান করে শান্তি প্রতিষ্ঠা সম্ভব।

সূত্র: বিবিসি বাংলা