
আন্তর্জাতিক ডেস্ক

ট্রাম্প প্রশাসনের বিশেষ পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন ধনকুবের ইলন মাস্ক। বুধবার এ ঘোষণা দেন তিনি।
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে স্বাক্ষরিত একটি বড় বিল নিয়ে মতবিরোধের পরপরই মাস্ক এই সিদ্ধান্তের কথা জানান। তার এই পদে থাকার উদ্দেশ্য ছিল ফেডারেল ব্যয় হ্রাস করা। খবর এএফপির।
মাস্ক তার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স-এ লিখেছেন, ‘বিশেষ সরকারি কর্মচারী হিসেবে আমার দায়িত্বের সময় শেষ হয়েছে। অপচয় কমানোর সুযোগ দেওয়ার জন্য আমি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ধন্যবাদ জানাতে চাই।
মাস্ক আরও যোগ করেন যে, ‘সরকার দক্ষতা বিভাগ (ডিওজিই) ভবিষ্যতে আরও শক্তিশালী হবে এবং এটি গোটা সরকারের কাজের পদ্ধতিতে পরিণত হবে।’
দক্ষিণ আফ্রিকায় জন্ম নেওয়া এই প্রযুক্তি উদ্যোক্তা বলেন, ট্রাম্পের নতুন খরচ সংক্রান্ত বিলটি সরকারের ঘাটতি আরও বাড়িয়ে দেবে এবং ডিওজিই-এর কাজকে ক্ষতিগ্রস্ত করবে, ইতোমধ্যে হাজার হাজার মানুষকে ছাঁটাই করা হয়েছে।
মার্কিন প্রশাসন থেকে পদত্যাগ করে মাস্ক তার স্পেসএক্স এবং টেসলা ব্যবসার দিকে নজর দিবেন। এর আগে ট্রাম্পের সঙ্গে বেশ ঘনিষ্ঠ ছিলেন তিনি। মাস্ক অভিযোগ করেছেন যে, প্রশাসনের অসন্তুষ্টির জন্য ডিওজিই-কে ‘বলির পাঁঠা’ বানানো হয়েছে।
সিবিএস নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে মাস্ক বলেন, ‘আমি বিশাল খরচ বিল দেখে হতাশ হয়েছি। সত্যি বলতে, যা শুধু বাজেট ঘাটতিই বাড়ায় না বরং তা ডিওজিই টিমের কাজকে দুর্বল করে তোলে।
এর আগে গত বছরের ১২ নভেম্বর যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনে যোগ দেওয়ার ঘোষণা দিয়েছিলেন ইলন মাস্ক ও বিবেক রামাস্বামী। তারা দুজন নতুন ‘ডিপার্টমেন্ট অব গভমেন্ট ইফিশিয়েন্সি-এর নেতৃত্ব দেওয়ার জন্য যোগ দিয়েছিলেন।

ট্রাম্প প্রশাসনের বিশেষ পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন ধনকুবের ইলন মাস্ক। বুধবার এ ঘোষণা দেন তিনি।
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে স্বাক্ষরিত একটি বড় বিল নিয়ে মতবিরোধের পরপরই মাস্ক এই সিদ্ধান্তের কথা জানান। তার এই পদে থাকার উদ্দেশ্য ছিল ফেডারেল ব্যয় হ্রাস করা। খবর এএফপির।
মাস্ক তার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স-এ লিখেছেন, ‘বিশেষ সরকারি কর্মচারী হিসেবে আমার দায়িত্বের সময় শেষ হয়েছে। অপচয় কমানোর সুযোগ দেওয়ার জন্য আমি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ধন্যবাদ জানাতে চাই।
মাস্ক আরও যোগ করেন যে, ‘সরকার দক্ষতা বিভাগ (ডিওজিই) ভবিষ্যতে আরও শক্তিশালী হবে এবং এটি গোটা সরকারের কাজের পদ্ধতিতে পরিণত হবে।’
দক্ষিণ আফ্রিকায় জন্ম নেওয়া এই প্রযুক্তি উদ্যোক্তা বলেন, ট্রাম্পের নতুন খরচ সংক্রান্ত বিলটি সরকারের ঘাটতি আরও বাড়িয়ে দেবে এবং ডিওজিই-এর কাজকে ক্ষতিগ্রস্ত করবে, ইতোমধ্যে হাজার হাজার মানুষকে ছাঁটাই করা হয়েছে।
মার্কিন প্রশাসন থেকে পদত্যাগ করে মাস্ক তার স্পেসএক্স এবং টেসলা ব্যবসার দিকে নজর দিবেন। এর আগে ট্রাম্পের সঙ্গে বেশ ঘনিষ্ঠ ছিলেন তিনি। মাস্ক অভিযোগ করেছেন যে, প্রশাসনের অসন্তুষ্টির জন্য ডিওজিই-কে ‘বলির পাঁঠা’ বানানো হয়েছে।
সিবিএস নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে মাস্ক বলেন, ‘আমি বিশাল খরচ বিল দেখে হতাশ হয়েছি। সত্যি বলতে, যা শুধু বাজেট ঘাটতিই বাড়ায় না বরং তা ডিওজিই টিমের কাজকে দুর্বল করে তোলে।
এর আগে গত বছরের ১২ নভেম্বর যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনে যোগ দেওয়ার ঘোষণা দিয়েছিলেন ইলন মাস্ক ও বিবেক রামাস্বামী। তারা দুজন নতুন ‘ডিপার্টমেন্ট অব গভমেন্ট ইফিশিয়েন্সি-এর নেতৃত্ব দেওয়ার জন্য যোগ দিয়েছিলেন।

আরব সাগরে অভিযান চালিয়ে প্রায় এক বিলিয়ন ডলারের মাদক জব্দ করেছে পাকিস্তানের নৌবাহিনী। বুধবার (২২ অক্টোবর) সৌদি নেতৃত্বাধীন যৌথ সামুদ্রিক জোট কম্বাইন্ড মেরিটাইম ফোর্সেস (সিএমএফ)-এর অংশ হিসেবে পাকিস্তানি নৌবাহিনী এ অভিযান পরিচালনা করা হয়।
১ ঘণ্টা আগে
খামেনি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ পোস্টে জানান, বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হচ্ছে ট্রাম্পের বিরুদ্ধে স্লোগান দিয়ে আমেরিকার নানা প্রান্তে লাখ লাখ মানুষ রাস্তায় নেমেছেন। যদি আপনি (ট্রাম্প) এতটাই সক্ষম হন, তবে বিক্ষোভকে দমন করুন।
২ ঘণ্টা আগে
হোয়াইট হাউস দাবি করছে, এই প্রকল্পে সরকারি অর্থ ব্যবহার হবে না, বরং ভবিষ্যতের প্রশাসনগুলিও সুবিধা পাবে। তবে বিশেষজ্ঞদের মতে, বলরুমটি ভবিষ্যতে রাজনৈতিক ফান্ডরেইজিংয়ের কেন্দ্রবিন্দু হয়ে উঠতে পারে—যা সরকারি প্রভাবের বিনিময়ে অর্থ আদায়ের নতুন রূপ।
২ ঘণ্টা আগে
গুগলের ক্রোমকে চ্যালেঞ্জ জানাতে নিজস্ব ওয়েব ব্রাউজার উন্মোচন করেছে চ্যাটজিপিটি নির্মাতা ওপেনএআই। ওপেনএআই তাদের নতুন এই ব্রাউজারের নাম দিয়েছে ‘চ্যাটজিপিটি অ্যাটলাস’।
২ ঘণ্টা আগে