আন্তর্জাতিক ডেস্ক
নেদারল্যান্ডসের রটারডামে অনুষ্ঠিতব্য বার্ষিক প্রতিরক্ষা ও অস্ত্র মেলায় এবার ইসরাইলি প্রতিরক্ষা সংস্থাগুলিকে অংশগ্রহণ করতে দেওয়া হবে না। আয়োজক কর্তৃপক্ষ এই সিদ্ধান্তের কথা নিশ্চিত করেছে। তারা জানায়, গাজা যুদ্ধ ঘিরে নিরাপত্তা ঝুঁকি এবং সামাজিক অস্থিরতার আশঙ্কায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
বৃহস্পতিবার মধ্যপ্রাচ্যভিত্তিক গণমাধ্যম মিডল ইস্ট মনিটরের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
নেদারল্যান্ডস ইন্ডাস্ট্রি ফর ডিফেন্স অ্যান্ড সিকিউরিটি ফাউন্ডেশনের পরিচালক হ্যান্স হুইগেন জানান, চারটি ইসরাইলি কোম্পানি মেলায় বুথ নেওয়ার জন্য আবেদন করেছিল। কিন্তু সবগুলোই প্রত্যাখ্যান করা হয়েছে।
তিনি বলেন, “গাজার পরিস্থিতি এতটাই খারাপ হয়ে উঠেছে যে এর প্রভাব বিশ্বজুড়ে, ইউরোপে এবং নেদারল্যান্ডসেও সামাজিক অস্থিরতা তৈরি করছে। আমরা আশঙ্কা করছি, তাদের উপস্থিতি আমাদের মেলার নিরাপত্তাকে হুমকির মুখে ফেলতে পারে।”
এ সিদ্ধান্ত এমন এক সময়ে এলো, যখন ডাচ সরকার ইসরাইলের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের অ্যাসোসিয়েশন চুক্তির কিছু অংশ স্থগিত করার দাবি জানিয়েছে। আয়োজকরা মনে করছেন, সরকার একদিকে নিষেধাজ্ঞা চাইছে, অন্যদিকে ইসরাইলি কোম্পানিদের মেলায় অংশগ্রহণ করতে দিলে তা দ্বৈত বার্তা দেবে।
ইসরাইলি কোম্পানিগুলি এর আগেও নিয়মিতভাবে রটারড্যামের এই মেলায় অংশ নিয়েছে। তবে গত বছর তাদের উপস্থিতি ঘিরে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ এবং ভাঙচুরের ঘটনা ঘটে। সে বছর আয়োজকদের নিরাপত্তা ব্যবস্থা অনেক বাড়াতে হয়েছিল। এ বছর এই অস্থিরতা আরও তীব্র হতে পারে বলেই মনে করছেন তারা।
আয়োজক ফাউন্ডেশন জানিয়েছে, তারা ডাচ সরকারের কোনো চাপে নয়, নিজস্ব সিদ্ধান্তেই ইসরাইলি অংশগ্রহণ বাতিল করেছে। যদিও সরকারের সঙ্গে তারা বিষয়টি শেয়ার করেছে।
প্রসঙ্গত, ২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় ইসরাইলি হামলায় ৬২ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। যুদ্ধের কারণে অঞ্চলটি ধ্বংসের মুখে পড়েছে এবং ব্যাপক দুর্ভিক্ষের আশঙ্কা দেখা দিয়েছে। এই প্রেক্ষাপটেই ইসরাইলি অস্ত্র নির্মাতাদের মেলায় নিষিদ্ধ করার সিদ্ধান্ত আরও তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে।
নেদারল্যান্ডসের রটারডামে অনুষ্ঠিতব্য বার্ষিক প্রতিরক্ষা ও অস্ত্র মেলায় এবার ইসরাইলি প্রতিরক্ষা সংস্থাগুলিকে অংশগ্রহণ করতে দেওয়া হবে না। আয়োজক কর্তৃপক্ষ এই সিদ্ধান্তের কথা নিশ্চিত করেছে। তারা জানায়, গাজা যুদ্ধ ঘিরে নিরাপত্তা ঝুঁকি এবং সামাজিক অস্থিরতার আশঙ্কায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
বৃহস্পতিবার মধ্যপ্রাচ্যভিত্তিক গণমাধ্যম মিডল ইস্ট মনিটরের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
নেদারল্যান্ডস ইন্ডাস্ট্রি ফর ডিফেন্স অ্যান্ড সিকিউরিটি ফাউন্ডেশনের পরিচালক হ্যান্স হুইগেন জানান, চারটি ইসরাইলি কোম্পানি মেলায় বুথ নেওয়ার জন্য আবেদন করেছিল। কিন্তু সবগুলোই প্রত্যাখ্যান করা হয়েছে।
তিনি বলেন, “গাজার পরিস্থিতি এতটাই খারাপ হয়ে উঠেছে যে এর প্রভাব বিশ্বজুড়ে, ইউরোপে এবং নেদারল্যান্ডসেও সামাজিক অস্থিরতা তৈরি করছে। আমরা আশঙ্কা করছি, তাদের উপস্থিতি আমাদের মেলার নিরাপত্তাকে হুমকির মুখে ফেলতে পারে।”
এ সিদ্ধান্ত এমন এক সময়ে এলো, যখন ডাচ সরকার ইসরাইলের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের অ্যাসোসিয়েশন চুক্তির কিছু অংশ স্থগিত করার দাবি জানিয়েছে। আয়োজকরা মনে করছেন, সরকার একদিকে নিষেধাজ্ঞা চাইছে, অন্যদিকে ইসরাইলি কোম্পানিদের মেলায় অংশগ্রহণ করতে দিলে তা দ্বৈত বার্তা দেবে।
ইসরাইলি কোম্পানিগুলি এর আগেও নিয়মিতভাবে রটারড্যামের এই মেলায় অংশ নিয়েছে। তবে গত বছর তাদের উপস্থিতি ঘিরে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ এবং ভাঙচুরের ঘটনা ঘটে। সে বছর আয়োজকদের নিরাপত্তা ব্যবস্থা অনেক বাড়াতে হয়েছিল। এ বছর এই অস্থিরতা আরও তীব্র হতে পারে বলেই মনে করছেন তারা।
আয়োজক ফাউন্ডেশন জানিয়েছে, তারা ডাচ সরকারের কোনো চাপে নয়, নিজস্ব সিদ্ধান্তেই ইসরাইলি অংশগ্রহণ বাতিল করেছে। যদিও সরকারের সঙ্গে তারা বিষয়টি শেয়ার করেছে।
প্রসঙ্গত, ২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় ইসরাইলি হামলায় ৬২ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। যুদ্ধের কারণে অঞ্চলটি ধ্বংসের মুখে পড়েছে এবং ব্যাপক দুর্ভিক্ষের আশঙ্কা দেখা দিয়েছে। এই প্রেক্ষাপটেই ইসরাইলি অস্ত্র নির্মাতাদের মেলায় নিষিদ্ধ করার সিদ্ধান্ত আরও তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে।
ভারতের উত্তর প্রদেশের একটি শিল্পনগরী এলাকা কানপুর। গত ৪ সেপ্টেম্বর কানপুরের মুসলিম অধ্যুষিত এলাকা সৈয়দ নগরে ঈদে মিলাদুন্নবি উদ্যাপন উপলক্ষে সন্ধ্যায় একটি সাইনবোর্ড টাঙানো হয়।
২৭ মিনিট আগেসম্প্রতি বায়ু দূষণ কমানোর জন্য রাজধানীতে পেট্রোলচালিত মোটরবাইকের উপর নিষেধাজ্ঞা জারি করে ভিয়েতনাম প্রশাসন। যা ২০২৬ সালের মাঝামাঝি থেকে কার্যকর হওয়ার কথা। তবে, পরিকল্পিত এই নিষেধাজ্ঞার ফলে ৪.৬ বিলিয়ন ডলারের বাজার হারাবে বলে আশঙ্কা করছে জাপান সরকার এবং দেশের কিছু শীর্ষস্থানীয় নির্মাতা।
৩৯ মিনিট আগেগাজায় সাফল্য অর্জনের জন্য যে অনুকূল পরিস্থিতি পেয়েছিল ট্রাম্পের প্রধান কূটনৈতিক মধ্যস্থতাকারী স্টিভ উইটকফ ও তার দল, সেটা ইউক্রেন যুদ্ধের ক্ষেত্রে তৈরি করা কঠিন হতে পারে, কারণ এই যুদ্ধ প্রায় চার বছর ধরে চলছে।
১ ঘণ্টা আগেইউক্রেনের সেনাবাহিনী জানিয়েছে যে, তারা মঙ্গলবার গভীর রাতে ব্রায়ানস্ক সীমান্ত অঞ্চলে একটি রাশিয়ান রাসায়নিক কারখানায় যুক্তরাজ্যের সরবরাহকৃত স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র দিয়ে আক্রমণ করেছে।
১ ঘণ্টা আগে