
দ্য ইকোনোমিস্টের বিশ্লেষণ
কেন অস্ত্রের পেছনে ছুটছে ইউরোপ
ইউরোপীয় ইউনিয়ন এ বছর চালু করেছে ১৫০ বিলিয়ন ইউরোর ‘সিকিউরিটি অ্যাকশন ফর ইউরোপ’ (SAFE) প্রতিরক্ষা তহবিল, যা সদস্য দেশগুলোকে কম সুদে সামরিক বিনিয়োগে সহায়তা দেয়। সময়সীমা শেষ হলে দেখা যায়, ২৭ দেশের মধ্যে ১৯টিই ঋণের জন্য আবেদন করেছে এবং পুরো তহবিল পূর্ণ হয়ে গেছে। পোল্যান্ড একাই ৪৩.৭ বিলিয়ন ইউরোর আবেদন করে























