অস্ট্রেলিয়ায় অস্ত্র আইন কঠোর করার অঙ্গীকার করেছেন দেশটির প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ। সিডনির বন্ডি সমুদ্র সৈকতে ভয়াবহ বন্দুক হামলার পর তিনি একথা জানান। সোমবারের মন্ত্রিসভার বৈঠকে বিষয়টি উত্থাপণ করবেন বলে জানিয়েছেন তিনি। খবর বিবিসির।
প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ বলেছেন ‘আজ বিকেলে আমি জাতীয় মন্ত্রিসভার এজেন্ডায় কঠোর বন্দুক আইনের প্রস্তাব উত্থাপণ করব।’
তিনি বলেন, ‘মানুষের পরিস্থিতি পরিবর্তিত হয়। সময়ের সাথে সাথে মানুষ উগ্রপন্থী হয়ে যেতে পারে। লাইসেন্স চিরস্থায়ী হওয়া উচিত নয়।’
আলবানিজ আরো বলেন, অস্ট্রেলিয়া সরকার এই ক্ষেত্রে কী করা যেতে পারে সে বিষয়ে বিকেলে জাতীয় মন্ত্রিসভায় একটি প্রস্তাব উত্থাপন করবে।
অস্ত্র আেইন সংস্কারের প্রস্তাবের মধ্যে রয়েছে, একজন ব্যক্তির জন্য লাইসেন্সপ্রাপ্ত বন্দুকের সংখ্যার সীমা নির্ধারণ, নির্দিষ্ট সময় পরপর লাইসেন্স পর্যালোচনা করা এবং আরো কঠোরভাবে অস্ত্র নিয়ন্ত্রণ ও বারসাম্য আনা।
অস্ট্রেলিয়ায় ইতোমধ্যেই কঠোর অস্ত্র আইন রয়েছে, যা প্রায় ৩০ বছর আগে একটি ভয়াবহ হত্যাকাণ্ডের পরে আনা হয়েছিল।
রোববার বন্ডি সমুদ্র সৈকতে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ১৬ জনে পৌঁছেছে। আহত হয়েছেন আরো ৪০ জন।
আরএ


সিডনিতে দুই হামলাকারী সম্পর্কে বাবা-ছেলে