নোয়াখালীর চাটখিলে ২ রাউন্ড তাজা গুলিসহ যুবদল কর্মী নাঈম ইসলাম নাঈম (৩২)কে সোমবার রাতে সেনাবাহিনী তার বাড়ি থেকে আটক করেছে।
রাতেই নাঈম ইসলামকে সেনাবাহিনী চাটখিল থানা পুলিশের কাছে হস্তান্তর করেন। আটককৃত নাঈম চাটখিল পৌরসভার সুন্দরপুর গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে।
নাইমের বিরুদ্ধে বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে। তার বিরুদ্ধে চাটখিল থানায় অস্ত্র আইনে মামলা হয়েছে।
চাটখিল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, আটককৃত নাঈম ইসলামকে মঙ্গলবার দুপুরে তাকে আদালতে প্রেরণ করা হয়।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

