আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

গোবিন্দগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি সেলিমের ইন্তেকাল

উপজেলা প্রতিনিধি, গোবিন্দগঞ্জ (গাইবান্ধা)

গোবিন্দগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি সেলিমের ইন্তেকাল

গাইবান্ধার গোবিন্দগঞ্জ প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মঞ্জুরুল হক প্রধান সেলিম (৭১) গতকাল সোমবার রাত আনুমানিক ১১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে, ২ মেয়ে, ৩ ভাই ও ১ বোনসহ অসংখ্য বন্ধু বান্ধব ও আত্মীয়-স্বজন রেখে গেছেন।

বিজ্ঞাপন

আজ মঙ্গলবার বাদ যোহর গোবিন্দগঞ্জ পৌর শহরের কুঠিবাড়ী কেন্দ্রিয় ঈদগাহ মাঠে প্রথম জানাজার নামাজ এবং বিকেলে মরহুমের পৈত্রিক বাড়ি উপজেলার শিবপুর ইউনিয়নের পাড়াকচুয়া গ্রামে দ্বিতীয় জানাজা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তার লাশ দাফন করা হয়।

মরহুম মঞ্জুরুল হক সেলিম ওই গ্রামের মৃত তোফাজ্জল হক প্রধানের বড় ছেলে। তিনি দীর্ঘদিন বাংলাদেশ প্রাথমিক শিক্ষক গোবিন্দগঞ্জ উপজেলা শাখার সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন।

এদিকে, গোবিন্দগঞ্জ প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মঞ্জুরুল হক সেলিমের মৃত্যুতে তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে বিবৃতি দিয়েছেন- প্রেস ক্লাবের সভাপতি রবিউল কবির মনু, সাবেক সভাপতি যথাক্রমে খোকন আহম্মেদ, কৃষ্ণ কুমার চাকী, গোপাল মোহন্ত ও জাহিদুর রহমান প্রধান টুকু, সাধারণ সম্পাদক শওকত জামান, সাবেক সাধারণ সম্পাদক রাহেনুল হক সরকার ও রাসেল কবির, সহ-সভাপতি মঞ্জুর হাবিব মঞ্জু, যুগ্ম সম্পাদক শামীম রেজা ডাফরুল ও তাহেদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক এবিএস লিটন, দপ্তর সম্পাদক বিএসসি আতিকুর রহমান আতিক, কোষাধ্যক্ষ হাবিবুর রহমান আকন্দ, সাহিত্য সম্পাদক বিষ্ণু নন্দী, ক্রীড়া সম্পাদক ফারুক হোসেন ছন্দ, সদস্য আব্দুল হান্নান আকন্দ, রবিউল হাসান বিপ্লব, মানকি সাহা ও অজয় চাকী প্রমূখ।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন