ইউক্রেনকে ঋণ দেওয়ার জন্য জব্দ করা রুশ সম্পদ ব্যবহারের ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) পরিকল্পনার বিরোধিতা করছেন বেলজিয়ামের প্রায় দুই-তৃতীয়াংশ নাগরিক। বেলজিয়ামের প্রধান গণমাধ্যমগুলোর যৌথভাবে পরিচালিত এক নতুন জরিপে এই তথ্য উঠে এসেছে।
সোমবার প্রকাশিত আরটিএল ইনফো, আইপিএসওএস ও লি সয়ের-এর যৌথ জরিপ অনুযায়ী, প্রধানমন্ত্রী বার্ট ডে ওয়েভারের অবস্থানকে সমর্থন করে বেলজিয়ামের ৬৭ শতাংশ নাগরিক বলেছেন, সরকার যেন জব্দ করা রুশ সম্পদ ছাড়ে সম্মতি না দেয়।
এই বিরোধিতার পেছনে বেলজিয়ামের জন্য সম্ভাব্য আর্থিক ও প্রাতিষ্ঠানিক ঝুঁকি নিয়ে উদ্বেগকেই প্রধান কারণ হিসেবে দেখা হচ্ছে।
বেলজিয়ামসহ ইউরোপীয় ইউনিয়নের একাধিক সদস্য দেশ আইনি জটিলতার কথা তুলেছে। কারণ, বিতর্কিত এই সম্পদের বড় অংশই ব্রাসেলসভিত্তিক ইউরোক্লিয়ারে সংরক্ষিত, যা বেলজিয়ামের রাজধানী এবং কার্যত ইইউ-এর কেন্দ্র।
জরিপে দেখা গেছে, মাত্র ২২ শতাংশ বেলজিয়ান রুশ সম্পদ ব্যবহারের পক্ষে মত দিয়েছেন, আর ১১ শতাংশ বলেছেন তারা বিষয়টি নিয়ে আগ্রহী নন।
এর আগে রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক এই পরিকল্পনাকে অবৈধ বলে আখ্যা দিয়ে নিজেদের স্বার্থ রক্ষায় সব ধরনের ব্যবস্থা নেওয়ার অধিকার সংরক্ষণের কথা জানিয়েছে।
উল্লেখ্য, শুক্রবার ইইউ রুশ সম্পদ অনির্দিষ্টকালের জন্য জব্দ রাখার সিদ্ধান্ত নেয়। আগামী বৃহস্পতিবার শুরু হতে যাওয়া দুই দিনের ব্রাসেলস শীর্ষ সম্মেলনে এসব অর্থ ইউক্রেনকে বরাদ্দ দেওয়া হবে কি না, সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার কথা রয়েছে।
সূত্র: আনাদোলু এজেন্সি
এসআর

