ফিলিস্তিনিদের স্থানান্তরের পরিকল্পনা প্রত্যাখ্যান হামাসের

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : ১৭ আগস্ট ২০২৫, ২০: ২৭

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা নগরীর বাসিন্দাদের স্থানান্তরের ইসরাইলি পরিকল্পনা প্রত্যাখ্যান করেছে ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস। বাসিন্দাদের সরিয়ে নেওয়ার ইসরাইলি এই পরিকল্পনার তীব্র নিন্দা জানিয়েছে গোষ্ঠীটি।

বিজ্ঞাপন

রোববার আরব নিউজের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

হামাস জানিয়েছে, গাজার লাখ লাখ বাসিন্দার জন্য ‌‘গণহত্যা ও বাস্তুচ্যুতির নতুন ঢেউ’ তৈরি করবে ইসরাইলি পরিকল্পনা। এবং দক্ষিণ গাজায় তাঁবু ও আশ্রয় সরঞ্জাম স্থাপন করা ‘প্রকাশ্য প্রতারণার’ সামিল।

এদিকে ইসরাইলি সেনাবাহিনী বলেছে, যুদ্ধক্ষেত্র থেকে বাসিন্দাদের দক্ষিণে সরিয়ে তাদের নিরাপত্তা নিশ্চিত করা হবে। রোববার থেকে গাজা নগরীরের দক্ষিণে সেখানকার বাসিন্দাদের জন্য তাঁবু ও অন্যান্য সরঞ্জাম সরবরাহের প্রস্তুতি শুরু করেছে ইসরাইলি বাহিনী।

বিবৃতিতে হামাস জানায়, মানবিক উদ্দেশ্যের ছদ্মবেশে ইসরাইলের তাঁবু স্থাপন মূলত নির্মম অপরাধকে আড়াল করার এক প্রতারণামূলক কৌশল; যা দখলদার বাহিনী বাস্তবায়নের প্রস্তুতি নিচ্ছে।

চলতি মাসের শুরুর দিকে ইসরাইল বলেছিল, গাজার উত্তরাঞ্চলের নিয়ন্ত্রণ নেওয়ার জন্য নতুন করে সামরিক অভিযান শুরু করবে ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। ইসরাইলের এই পরিকল্পনায় সেখানকার প্রায় ২২ লাখ মানুষের উপত্যকার ভবিষ্যৎ নিয়ে আন্তর্জাতিক মহলে উদ্বেগ বৃদ্ধি পেয়েছে।

উল্লেখ্য,২০২৩ সালের ৭ অক্টোবর পর থেকে গাজায় দখলদার ইসরাইলি হামলায় ৬১ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত ও আরও হাজার হাজার মানুষ আহত হয়েছেন। এবং সেখানকার বেশিরভাগ বাসিন্দা বাস্তুচ্যুত হয়েছেন।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত