শ্রীলঙ্কায় বন্যা–ভূমিধসে মৃতের সংখ্যা ৪১০, নিখোঁজ ৩৩৬
আমার দেশ অনলাইন
প্রকাশ : ০২ ডিসেম্বর ২০২৫, ১৫: ০০

কলম্বোর উপকণ্ঠে অবস্থিত গাম্পাহা জেলা বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এলাকাগুলির মধ্যে একটি। ছবি: সংগৃহিত
শ্রীলঙ্কায় টানা এক সপ্তাহ ধরে চলা প্রবল বর্ষণে সৃষ্ট বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ৪১০–এ দাঁড়িয়েছে। এখনো অন্তত ৩৩৬ জন নিখোঁজ রয়েছে বলে জানিয়েছে দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র। খবর এএফপির।
দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্রের তথ্য অনুযায়ী, ২০০৪ সালের ভারত মহাসাগরীয় সুনামির পর এটিকে শ্রীলঙ্কার সবচেয়ে ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ হিসেবে দেখা হচ্ছে। এ পর্যন্ত ১৫ লাখেরও বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে।
এসআর
সম্পাদক ও প্রকাশক : মাহমুদুর রহমান কর্তৃক প্রকাশিত এবং আল-ফালাহ প্রিন্টিং প্রেস, ৪২৩, এলিফেন্ট রোড, বড় মগবাজার, ঢাকা-১২১৭ থেকে এবং অস্থায়ীভাবে মিডিয়া প্রিন্টার্স লি. ৪৪৬/এইচ, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে মুদ্রিত। বার্তা, সম্পাদকীয় ও বাণিজ্য বিভাগ : ঢাকা ট্রেড সেন্টার, ৯৯, কাজী নজরুল ইসলাম এভিণিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫। পিএবিএক্স : ০২-৫৫০১২২৫০। ই-মেইল : info@dailyamardesh.com