আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

মাস্কের নতুন রাজনৈতিক দলকে ‘হাস্যকর’ বললেন ট্রাম্প

আতিকুর রহমান নগরী

মাস্কের নতুন রাজনৈতিক দলকে ‘হাস্যকর’ বললেন ট্রাম্প
ছবি: এবিসি নিউজ

টেসলার প্রধান নির্বাহী ইলন মাস্কের নতুন রাজনৈতিক দল গঠনের পরিকল্পনার তীব্র সমালোচনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রোববার সাংবাদিকদের সাথে কথা বলার সময় ট্রাম্প বলেন, ‘আমি মনে করি তৃতীয় দল শুরু করা হাস্যকর।’

ট্রাম্প আরো বলেন ‘এটি সর্বদা একটি দ্বি-দলীয় ব্যবস্থা এবং আমি মনে করি তৃতীয় দল শুরু করা বিভ্রান্তি আরো বাড়িয়ে তুলবে।’

বিজ্ঞাপন

কয়েক সপ্তাহ ধরে নতুন রাজনৈতিক দল গঠন নিয়ে কথা বলছিলেন ধনকুবের ইলন মাস্ক। শনিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি নতুন রাজনৈতিক দল ‘আমেরিকা পার্টি’ গঠনের ঘোষণা দেন।

ইলন মাস্ক বলেছেন, ‘আমরা আসলে একদলীয় শাসনের মধ্যেই বাস করছি, যেখানে অপচয় আর দুর্নীতির মধ্য দিয়ে দেশকে দেউলিয়া করে দেওয়া হচ্ছে। আজ ‘আমেরিকা পার্টি’ গঠিত হলো, আপনাদের স্বাধীনতা ফিরিয়ে দেওয়ার লক্ষ্যে।’

রোববার ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে পোস্ট করেছেন, ‘গত পাঁচ সপ্তাহে ইলন মাস্ককে সম্পূর্ণরূপে লাইনচ্যুত হতে দেখে আমি দুঃখিত।’ মাস্ক মূলত ট্রেনের ধ্বংসস্তূপে পরিণত হয়েছেন।’

ট্রাম্প এক সময়েরন ঘনিষ্ঠ মিত্র টেসলার প্রধান নির্বাহী ট্রাম্প প্রশাসনের ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট এফিসিয়েন্সি এর নেতৃত্ব দেন, যা ফেডারেল ব্যয় কমাতে সহায়তা করার জন্য দায়িত্বপ্রাপ্ত।

এর আগে যুক্তরাষ্ট্রে নতুন রাজনৈতিক দল দরকার আছে কি না, এ বিষয়ে একটি জরিপ চালিয়েছেন মাস্ক। এক্সে চালানো ওই জরিপে প্রায় ১২ লাখ ভোট পড়ে, যার দুই-তৃতীয়াংশই নতুন দল চেয়েছে বলে জানান তিনি।

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন