আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

এবার জেনিনে ভয়াবহ তাণ্ডব ইসরায়েলের

আন্তর্জাতিক ডেস্ক

এবার জেনিনে ভয়াবহ তাণ্ডব ইসরায়েলের

গাজা উপত্যকায় ভয়াবহ গণহত্যার রেশ না কাটতেই এবার ফিলিস্তিনের পশ্চিম তীরের জেনিন শহরে তাণ্ডব শুরু করেছে ইসরায়েল। গত রোববার জেনিন শহরে শতাধিক ভবন গুঁড়িয়ে দিয়েছে তারা। জেনিন শরণার্থী শিবির এবং আল-হাদাফ এলাকার ১৫ হাজার বাসিন্দাকে তাদের বাড়িঘর থেকে উচ্ছেদ করা হয়েছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও জাতীয় নিরাপত্তামন্ত্রী ইসরায়েল কাতজের তত্ত্বাবধানে এই অভিযান পরিচালনা করা হয়।

বিজ্ঞাপন

আল জাজিরার খবরে বলা হয়, জেনিন শরণার্থী শিবিরের পূর্ব পাশে প্রায় ২০টি ভবন বিস্ফোরক দিয়ে একযোগে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। স্থানীয় সরকারি হাসপাতালের পরিচালক ডা. উইসাম বাকর জানিয়েছেন, বিস্ফোরণে তাদের হাসপাতালটি ক্ষতিগ্রস্ত হয়েছে।

দুই সপ্তাহ ধরে জেনিন অভিযানে ২৫ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন অনেকে। জেনিন শরণার্থী শিবিরের প্রবেশমুখে গত রোববার এক ইসরায়েলি স্নাইপার এক ফিলিস্তিনি ওয়ালিদ আল-লাহলুহকে হত্যা করে। আল-জাব্রিয়াতে আরেক ফিলিস্তিনির ঊরুতে গুলি করা হয়। গত শনিবার পূর্ব জেনিন ও কাবাতিয়া শহরের দক্ষিণে ইসরায়েলি বিমান হামলায় এক শিশুসহ পাঁচজন নিহত হন।

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানিয়েছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সঙ্গে নিয়ে মধ্যপ্রাচ্যের চেহারা বদলে দিতে চান তিনি। ট্রাম্পের সঙ্গে সাক্ষাতের জন্য গত রোববার ওয়াশিংটনে রওনা হওয়ার আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন