ভারতের দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র ও মানবাধিকারকর্মী উমর খালিদের প্রতি সমর্থন জানিয়ে চিঠি দিয়েছেন নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি। তার নিজের হাতে লেখা চিঠি তুলে দেওয়া হয়েছে উমর খালিদের বাবা-মায়ের হাতে।
উমর খালিদের জন্য সেই চিঠি কয়েক দিন আগে লেখা হলেও বৃহস্পতিবার তা প্রকাশ্যে এসেছে। চিঠিতে মামদানি লেখেন, ‘প্রিয় উমর, আপনার তিক্ত অভিজ্ঞতা নিয়ে বলা কথাগুলো আমি প্রায়ই ভাবি। এ-ও ভাবি, কীভাবে সেই অভিজ্ঞতাকে আপনি নিজের ওপর একেবারেই প্রভাব ফেলতে দেননি। আপনার বাবা-মায়ের সঙ্গে দেখা করে ভালো লেগেছে। আমরা সবাই আপনার কথা ভাবছি।’

২০২০ সালে দিল্লিতে সাম্প্রদায়িক সহিংসতার ঘটনায় কথিত ষড়যন্ত্রের অভিযোগে প্রায় ছয় বছর ধরে তিহার জেলে বন্দি রয়েছেন উমর খালিদ। সন্ত্রাসবিরোধী আইনে তাকে গ্রেপ্তার করা হয়। একটি মামলা থেকে তাকে মুক্তি দিয়েছিল দিল্লির হাইকোর্ট। তবে, অন্য একটি মামলায় এখনো কারাবন্দি আছেন তিনি। একাধিকবার তার জামিনের আবেদন খারিজ হয়েছে।
এদিকে, মার্কিন কংগ্রেসের আটজন সদস্য ভারতের মার্কিন রাষ্ট্রদূত বিনয় কোয়াত্রাকে একটি যৌথ চিঠি পাঠিয়ে উমর খালিদের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। ডিসেম্বর ২০২৫-এ এই মার্কিন আইনপ্রণেতারা উমর খালিদের বাবা-মায়ের সঙ্গে সাক্ষাৎ করেন।
আরএ/এসআই
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


পাকিস্তান-ভারত সম্পর্কের বরফ কি গলবে
ইয়েমেনের দক্ষিণাঞ্চল স্বাধীন করার ঘোষণা এসটিসির