প্রবল বর্ষণে বিপর্যস্ত দার্জিলিং, ভূমিধস ও সেতু ভেঙে নিহত ১৪

আমার দেশ অনলাইন
প্রকাশ : ০৫ অক্টোবর ২০২৫, ১২: ৪১
আপডেট : ০৫ অক্টোবর ২০২৫, ১২: ৪৪
ছবি: আনন্দবাজার

গত রাতভর প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত হয়ে পড়েছে ভারতের দার্জিলিং। সুখিয়া পোখরিতে ভূমিধসে ও মিরিকের কাছে একটি লোহার সেতু ভেঙে পড়ে মারা গেছে অন্তত ১৪ জন। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। ভূমিধসের কারণে ব্যাহত হচ্ছে যোগাযোগ ব্যবস্থা। আটকে পড়েছেন পর্যটকেরা। খবর আনন্দবাজারের।

সিকিম এবং কালিম্পংয়ের সঙ্গে যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। চলছে উদ্ধারকাজ।

বিজ্ঞাপন

এরআগে দার্জিলিংয়ে অতি ভারী বর্ষণের সতর্কতা জারি করা হয়েছিল। শনিবার রাত থেকে বৃষ্টি শুরু হয়। আজ (রোববার) সকাল পর্যন্ত টানা বর্ষণে শুরু হয় ভূমিধস।

তিস্তা নদীর পানি বেড়ে উঠে এসেছে জাতীয় সড়কে। তিস্তাবাজারের কাছে ২৯ মাইল ভালুখোলায় তিস্তার পানি উঠে বন্ধ হয়ে গেছে ১০ নম্বর জাতীয় সড়ক। এছাড়া, রাতে মিরিক এবং দুধিয়ার মাঝের লোহার সেতুর একাংশ বৃষ্টিতে ভেঙে গেছে। তার ফলে শিলিগুড়ি থেকে মিরিকের যোগাযোগ বন্ধ। এমনকি, দার্জিলিং শহরের সঙ্গেও যোগাযোগ বিঘ্নিত হয়েছে।

মিরিক থেকে অতিরিক্ত পুলিশ সুপার (কার্শিয়াং) বলেন, ‘মিরিকে পাঁচটি লাশ ইতিমধ্যে আমরা উদ্ধার করেছি। দু’টি লাশ আগে উদ্ধার করা হয়েছে। সুখিয়ায় আরো চার জনের মৃত্যুর কথা শুনেছি। উদ্ধারকাজ চলছে। তবে আবহাওয়ার কারণে তাতে খুব সমস্যা হচ্ছে। রোহিণীর রাস্তা পুরো বন্ধ। দিলারামের দিকটাও বন্ধ। মিরিকে যারা আটকে আছেন, তাদের উদ্ধারের চেষ্টা করছি আমরা।’

আরএ

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত