আগামী ১৭-২৩ অক্টোবর পর্যন্ত দেশের ২৯টি জেলায় বিক্ষিপ্ত বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি)। সংস্থাটির মতে, এ সময়ে উপকূলীয় ও পূর্বাঞ্চলের কিছু এলাকায় মাঝারি থেকে কিছুটা ভারী বর্ষণ হতে পারে। মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে বিডব্লিউওটি এ তথ্য জানায়।
দেশজুড়ে মৌসুম পরিবর্তনের ইঙ্গিত স্পষ্ট হয়ে উঠেছে। দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু ইতোমধ্যে রংপুর ও রাজশাহী বিভাগ থেকে বিদায় নিয়েছে। আগামী ১৫ অক্টোবরের মধ্যে দেশের বাকি অংশ থেকেও পুরোপুরি বিদায় নিতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
মৌসুমী বায়ু বাংলাদেশের উপর কম সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে দুর্বল অবস্থায় রয়েছে। দক্ষিণপশ্চিম মৌসুমী বায়ু আগামী ৭২ ঘণ্টার মধ্যে বাংলাদেশ থেকে বিদায় নিতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।