গত কয়েক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ খরার কবলে পড়েছে ইরান। এমন পরিস্থিতিতে শুক্রবার তেহরানের একটি মসজিদে বৃষ্টির জন্য ইসতিসকার নামাজ পড়েছেন শত শত মানুষ।
স্থানীয় কর্মকর্তারা বলছেন, রাজধানী তেহরানে এই বছর বৃষ্টিপাত ১০০ বছরের মধ্যে সর্বনিম্ন স্তরে পৌঁছেছে। ইরানের অর্ধেক প্রদেশে কয়েক মাস ধরে এক ফোঁটাও বৃষ্টি হয়নি।
পানি সংকটের কারণে ইরান সরকার তেহরানের এক কোটি জনসংখ্যার জন্য পানি সরবরাহ পর্যায়ক্রমে বন্ধ করে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে, যাতে ব্যবহার সীমিত করা যায়।
শুক্রবার ইরানের রাজধানীর ইমামজাদেহ সালেহ মসজিদে বৃষ্টির জন্য আল্লাহর কাছে বিশেষ প্রার্থনা করেন তেহরানের বাসিন্দারা।
ইসলামী রীতি অনুসারে নারীরা পুরুষদের থেকে আলাদা জায়গায় নামাজ আদায় করেন।
স্থানীয় গণমাধ্যম জানায়, তেহরান দেশের বৃহত্তম শহর এবং এর বাসিন্দারা প্রতিদিন তিন মিলিয়ন ঘনমিটার পানি ব্যবহার করে।
গত সপ্তাহে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান সতর্ক করে বলেন, শীতের আগে বৃষ্টিপাত না হলে তেহরানের বাসিন্দাদের সরিয়ে নেয়ার প্রয়োজন হতে পারে। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু বলেননি তিনি।
সরকার পরে ব্যাখ্যা করে যে প্রেসিডেন্ট কেবল বাসিন্দাদের সতর্ক করতে চেয়েছিলেন যে পরিস্থিতি গুরুতর।
কর্মকর্তারা বলছেন, রাজধানীতে পানি সরবরাহকারী পাঁচটি প্রধান বাঁধের মধ্যে একটি খালি এবং অন্যটিতে ধারণক্ষমতার আট শতাংশেরও কম পানি রয়েছে।
আরএ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


সৌদি আরবের কাছে এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির পরিকল্পনা ট্রাম্পের
ট্রাম্পের গাজা শান্তি পরিকল্পনা নিয়ে সোমবার জাতিসংঘে ভোট