বর্ষার বিদায়ের সময় ভারী বৃষ্টি, নগরবাসীর ভোগান্তি বেড়েছে

স্টাফ রিপোর্টার
প্রকাশ : ০৯ অক্টোবর ২০২৫, ১২: ৫১
আপডেট : ০৯ অক্টোবর ২০২৫, ১৩: ০১

আমাদের দেশে জুন থেকে সেপ্টেম্বর বর্ষাকাল। অক্টোবরে বর্ষার বিদায়ের সময়। এখন বৃষ্টি হচ্ছে মূলত পুবালির সঙ্গে পশ্চিমা বায়ুর সংঘাতের কারণে। কয়েকদিনের মধ্যেই মৌসুমি বায়ু বিদায় নেবে। নতুন করে বাতাস আসছে। আর তাতে রাজধানীসহ দেশের মধ্যাঞ্চলে ভারী বৃষ্টি হচ্ছে। কথাগুলো বলছিলেন আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার সকাল থেকেই আকাশ মেঘলা ছিল। সকাল ৯টার পর থেকে রাজধানীতে বৃষ্টি হয়। এমন সময়ে বৃষ্টি শুরু হয় যখন নগরবাসী অফিস বা বিভিন্ন গন্তব্যে যাওয়ার জন্য রাস্তায় নেমে আসে। এতে পথচারীদের ভোগান্তি বাড়ে। বেলা সাড়ে ১১ টার দিকেও থেমে থেমে বৃষ্টি হচ্ছিল। বৃষ্টির কারণে রাস্তার পাশে দোকান- মার্কেটে ও মেট্রোরেলের নীচে অনেককেই দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকতে দেখা যায়। বৃষ্টির কারণে রাস্তায় যানবাহনের সংকটেও অনেকে গন্তব্যে পৌঁছতে পারেনি।

বৃষ্টিতে রাজধানীবাসী, বিশেষ করে স্কুল–কলেজ বা অফিসগামী মানুষ ভোগান্তিতে পড়েছেন। রাজধানীর জিন্দাবাহার এলাকার বাসিন্দা নজরুল ইসলাম বলেন, ছাতা নিয়ে বের হয়নি, বাজার করতে এসে বৃষ্টিতে পুরো ভিজে গেছি। বৃষ্টি থামার কোনো লক্ষণ নেই, তাই বৃষ্টিতে ভিজেই বাসায় ফিরছি।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক আমার দেশকে বলেন, সকাল থেকে রাজধানীতে ৪৫ মিলিমিটার বৃষ্টি হয়েছে। শুধু রাজধানী নয়, ঢাকার আশপাশের বিভিন্ন জেলা এবং উপকূলীয় বরিশাল, খুলনা ও চট্টগ্রামের কয়েকটি স্থানে বৃষ্টি হচ্ছে। আজ সারাদিন রাজধানীতে থেমে থেমে বৃষ্টি হতে পারে। তবে আজ খুব বেশি বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই। আগামীকালও থাকতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের ভাষায় বৃষ্টির পরিমাণ ৪৪ থেকে ৮৮ মিলিমিটার হয়, তবে তাকে ভারী বৃষ্টি বলা হয়। সেদিক থেকে আজ রাজধানীতে ভারী বৃষ্টি হয়েছে। এতে রাজধানীর অনেক নিম্ন এলাকায় রাস্তায় পানি জমে নগরবাসীর ভোগান্তি বেড়েছে।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত