আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

স্বয়ংক্রিয় ‘ক্লোজ-ফরমেশন’ ফ্লাইটে ইতিহাস গড়ল তুরস্ক

আমার দেশ অনলাইন

স্বয়ংক্রিয় ‘ক্লোজ-ফরমেশন’ ফ্লাইটে ইতিহাস গড়ল তুরস্ক

তুরস্কের প্রতিরক্ষা প্রতিষ্ঠান বায়কার রোববার ঘোষণা করেছে যে, তাদের তৈরি বায়রাকতার কিজিলেলমা মানববিহীন যুদ্ধবিমান (ইউএভি)-এর দুটি প্রোটোটাইপ সফলভাবে বিশ্বের প্রথম সম্পূর্ণ স্বয়ংক্রিয় ক্লোজ-ফরমেশন ফ্লাইট সম্পন্ন করেছে। জেটচালিত মানববিহীন ড্রোনের মাধ্যমে এ ধরনের ফ্লাইট এর আগে কোনো দেশ প্রকাশ্যে প্রদর্শন করেনি।

বায়কার জানায়, উত্তর-পশ্চিম তুরস্কের চোরলুতে অবস্থিত আকিঞ্চি ফ্লাইট ট্রেনিং ও টেস্ট সেন্টারে কিজিলেলমার ‘স্মার্ট ফ্লিট অটোনমি’ সক্ষমতার অংশ হিসেবে এই পরীক্ষা চালানো হয়। পরীক্ষায় কিজিলেলমার তৃতীয় প্রোটোটাইপ পিটি-৩ এবং পঞ্চম প্রোটোটাইপ পিটি-৫ পর্যায়ক্রমে আকাশে উড্ডয়ন করে।

বিজ্ঞাপন

উড্ডয়নের পর দুটি মানববিহীন যুদ্ধবিমান কোনো মানবিক হস্তক্ষেপ ছাড়াই সমন্বিত কৌশলগত ম্যানুভার সম্পন্ন করে এবং ঘনিষ্ঠ ফরমেশন বজায় রাখে। বায়কারের প্রকৌশলীদের তৈরি স্মার্ট ফ্লিট অটোনমি অ্যালগরিদমের মাধ্যমে এই সক্ষমতা সম্ভব হয়েছে।

এই সাফল্যের মাধ্যমে কিজিলেলমা বিশ্বের প্রথম মানববিহীন যুদ্ধবিমান ব্যবস্থা হিসেবে স্বয়ংক্রিয় ক্লোজ-ফরমেশন ফ্লাইট প্রদর্শন করল—যা এতদিন কেবল মানবচালিত যুদ্ধবিমানেই সীমাবদ্ধ ছিল। এই প্রযুক্তির ফলে একাধিক মানববিহীন প্ল্যাটফর্ম একটি লিডারের অধীনে নিজেদের অবস্থান স্বয়ংক্রিয়ভাবে সমন্বয় করে যৌথ মিশন পরিচালনা করতে পারবে।

কমব্যাট এয়ার প্যাট্রোল পরীক্ষা
পরীক্ষার সময় আধুনিক আকাশযুদ্ধের অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান কমব্যাট এয়ার প্যাট্রোল (সিএপি) মিশনও যাচাই করা হয়। কিজিলেলমার প্রোটোটাইপগুলো নির্ধারিত রুটে টহল দেয়, যেখানে ফ্লিট অটোনমি সফটওয়্যার ব্যবহৃত হয়। এর মাধ্যমে জাতীয় মানববিহীন যুদ্ধবিমান বহর দিয়ে ভবিষ্যতে স্বয়ংক্রিয়ভাবে আকাশ প্রতিরক্ষা মিশন পরিচালনার সম্ভাবনা প্রমাণিত হয়েছে।

‘বিশ্বের প্রথম’ অর্জন
বিশ্বের বৃহত্তম ইউএভি রপ্তানিকারক প্রতিষ্ঠান বায়কার ইতোমধ্যে ৩৭টি দেশের সঙ্গে রপ্তানি চুক্তি করেছে—এর মধ্যে ৩৬টি দেশের কাছে বায়রাকতার টিবি২ এবং ১৬টি দেশের কাছে বায়রাকতার আকিঞ্চি ইউএভি সরবরাহ করা হয়েছে।

পরীক্ষা শেষে তুরস্কের সামাজিক যোগাযোগমাধ্যম এনসোশালে দেওয়া এক পোস্টে বায়কারের চেয়ারম্যান সেলচুক বায়রাকতার লেখেন, “বিশ্বের প্রথম!”
তিনি বলেন, “দুটি মানববিহীন যুদ্ধবিমান সফলভাবে স্বয়ংক্রিয় ক্লোজ-ফরমেশন ফ্লাইট সম্পন্ন করেছে।”

এদিকে বায়কারের মহাব্যবস্থাপক হালুক বায়রাকতার মন্তব্য করেন, “নকল নয়, উদ্ভাবন; অনুকরণ নয়, অনুসরণযোগ্য হওয়াই আমাদের লক্ষ্য।”

সূত্র: টিআরটি ওয়ার্ল্ড

এসআর

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন