আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

নোবেল নিতে যাওয়ার পথে আহত মাচাদো

আমার দেশ অনলাইন
নোবেল নিতে যাওয়ার পথে আহত মাচাদো

নোবেল শান্তি পুরস্কার বিজয়ী ও ভেনেজুয়েলার বিরোধীদলীয় নেত্রী মারিয়া কোরিনা মাচাদো নরওয়ে যাওয়ার পথে দুর্ঘটনায় আহত হয়েছেন। বার্তা সংস্থা এএফপি’র বরাতে সোমবার তার এক মুখপাত্র এ তথ্য জানিয়েছেন।

বিজ্ঞাপন

নোবেল পুরস্কার গ্রহণের উদ্দেশ্যে অসলো যেতে গিয়ে তিনি মেরুদণ্ডে আঘাত পান। নরওয়ের দৈনিক আফতেনপোস্টেন জানায়, উত্তাল সমুদ্রের মধ্যে একটি ছোট মাছ ধরার নৌকায় করে ঝুঁকিপূর্ণ সমুদ্রপথ পাড়ি দেওয়ার সময় এই দুর্ঘটনা ঘটে।

মাচাদোর মুখপাত্র ক্লাউডিয়া মাচেরো জানান, তার মেরুদণ্ডে আঘাত লেগেছে। তবে চিকিৎসা সংক্রান্ত বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি। প্রতিবেদনে আরও বলা হয়, অসলো বিশ্ববিদ্যালয়ের উলেভাল হাসপাতালের চিকিৎসকেরা তার চিকিৎসা করেছেন।

যাত্রাপথে দেরি হওয়ায় নির্ধারিত সময়ে নোবেল শান্তি পুরস্কার প্রদান অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেননি ৫৮ বছর বয়সী এই নেত্রী। তবে আহত অবস্থাতেও অসলো পৌঁছানোর পর তিনি সমর্থকদের শুভেচ্ছা জানান।

উল্লেখ্য, মাচাদো ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর বিরুদ্ধে ২০২৪ সালের নির্বাচনে ভোট কারচুপির অভিযোগ তুলেছেন। ওই নির্বাচনে তাকে অংশ নিতে দেওয়া হয়নি এবং আগস্ট থেকে তিনি দেশে আত্মগোপনে ছিলেন।

এসআর

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন