ইসরাইলে জরুরি অবস্থা জারি

আমার দেশ অনলাইন
প্রকাশ : ১৩ জুন ২০২৫, ১১: ০২
আপডেট : ১৩ জুন ২০২৫, ১১: ১১
ছবি: সংগৃহীত

ইরানে হামলার পরপরই নিজ দেশে জরুরি অবস্থা জারি করেছে ইসরাইলি সরকার। প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ এ জরুরি অবস্থা ঘোষণা করেন।

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘খুব শিগগিরই ইসরায়েলের ওপর পাল্টা হামলা’ চালাতে পারে ইরান। ইরানের ওপর যখন হামলা চালানো হয় ইসরাইলের মানুষ তখন ঘুমাচ্ছিলেন।

জেরুজালেমে অবস্থানরত একজন বিবিসি সংবাদদাতা জানিয়েছেন, সাইরেনের বিকট শব্দে এবং মোবাইলে জরুরি সতর্কবার্তা পেয়ে তারা জেগে ওঠেন।

সূত্র: বিবিসি

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত