গুগল ক্রোম কিনতে চাওয়া কে এই তরুণ উদ্যোক্তা

আমার দেশ অনলাইন
প্রকাশ : ১৩ আগস্ট ২০২৫, ১৭: ২১

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) স্টার্টআপ পারপ্লেক্সিটি গুগলের জনপ্রিয় ক্রোম ইন্টারনেট ব্রাউজারটি অধিগ্রহণ করার জন্য চমকপ্রদ ৩৪.৫ বিলিয়ন মার্কিন ডলার (১ মার্কিন ডলার ১২০ টাকা হারে ৪ লাখ ৮ হাজার কোটি টাকা) মূল্য প্রস্তাব দিয়েছে।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, পারপ্লেক্সিটির এই বিশাল প্রস্তাব একটি অভিপ্রায়পত্রে দেওয়া হয়েছে। স্টার্টআপটির নিজস্ব সাম্প্রতিক মূল্যায়নের প্রায় দ্বিগুণ। সাম্প্রতিক একটি তহবিল সংগ্রহ পর্বে পারপ্লেক্সিটির মূল্যায়ন ছিল প্রায় ১৮০০ কোটি ডলার।

বিজ্ঞাপন

পারপ্লেক্সিটির প্রধান নির্বাহী আরাভিন্দ শ্রীনিবাস অভিপ্রায়পত্রে বলেন, এই প্রস্তাবটি সর্বোচ্চ জনস্বার্থে একটি অ্যান্টিট্রাস্ট সমাধান নিশ্চিত করার জন্য, যেখানে ক্রোম এমন একজন দক্ষ ও স্বাধীন পরিচালকের হাতে যাবে যিনি ধারাবাহিকতা, উন্মুক্ততা ও ভোক্তা সুরক্ষায় মনোযোগী।

কে অরবিন্দ শ্রীনিবাস

ভারতীয় বংশোদ্ভূত অরবিন্দ ইন্ডিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজি থেকে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ২০১৭ সালে তিনি কম্পিউটার সায়েন্সে পিএইচডি করার জন্য যুক্তরাষ্ট্রে যান।

২০১৯ সালে শ্রীনিবাস লন্ডনে গুগলের মালিকানাধীন ডিপমাইন্ড -এ গবেষক হিসেবে ইন্টার্ন করেন। এরপর তিনি ওপেন এআই-তে গবেষক হিসেবে কাজ করেন। এক সময় গুগলের প্রধান কার্যালয়ে কম্পিউটার ভিশনের জন্য মেশিন লার্নিং প্রোগ্রাম উন্নয়নে কাজ করেন।

২০২২ সালে শ্রীনিবাস আরো তিনজন সহপ্রতিষ্ঠাতার সঙ্গে অনলাইন সার্চের নতুন একটি পদ্ধতি উন্নয়নের উদ্যোগ নেন। পরে যেটির নাম দেওয়া হয় পারপ্লেক্সিটি।

বিবিসি গুগলের প্রতিক্রিয়া জানতে চেয়েছে, কিন্তু গুগল এখনো ক্রোম বিক্রির কোনো ঘোষণা দেয়নি। এদিকে পারপ্লেক্সিটির এক মুখপাত্র বিবিসিকে জানিয়েছেন, তাদের প্রস্তাব ওপেন ওয়েব, ব্যবহারকারীর পছন্দ এবং ক্রোম ব্যবহারকারীদের জন্য ধারাবাহিকতার প্রতি একটি গুরুত্বপূর্ণ প্রতিশ্রুতি।

প্রযুক্তি বিনিয়োগকারী ও স্টার্টআপ প্রতিষ্ঠাতা হিথ আহরেন্স বলছেন, পারপ্লেক্সিটির এই প্রস্তাব ‘স্টান্ট মাত্র’ এবং ক্রোমের প্রকৃত মূল্য থেকে অনেক কম। তিনি আরো বলেছেন, যদি এলন মাস্ক বা স্যাম অল্টম্যান এই দাম তিনগুণ করে দেয়, তাহলে তারা এআই দুনিয়ায় একটি প্রাধান্য গড়ে তুলতে পারতেন।

থিওরি ভেঞ্চারসের টমাস টুঙ্গুজ বলছেন, গুগল ব্রাউজার বিক্রির কথা ভাবছে কিনা তা পরিষ্কার নয়। এছাড়া ক্রোমের মূল্য প্রস্তাবের চেয়ে অনেক বেশি—হয়তো দশগুণ বেশি।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত