আমার দেশ অনলাইন
স্থগিত করা হয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যে নির্ধারিত বৈঠক। আপাতত রুশ প্রেসিডেন্টের সাথে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের বৈঠকের কোনো সম্ভাবনা নেই বলে আল জাজিরাকে জানিয়েছেন হোয়াইট হাউজের এক কর্মকর্তা।
এরআগে গত মঙ্গলবার প্রেসিডেন্ট ট্রাম্প জানিয়েছিলেন, আগামী দুই সপ্তাহের মধ্যে হাঙ্গেরিতে পুতিনের সাথে বৈঠকে বসবেন তিনি।
নির্ধারিত সময়ে বৈঠক হচ্ছে না, মস্কোর পক্ষ থেকেও তা নিশ্চিত করা হয়েছে।
ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, বৈঠকের প্রস্তুতির জন্য সময় লাগতে পারে। তিনি জানান, ‘প্রাথমিকভাবে এখানো কোনো সুনির্দিষ্ট সময়সীমা নির্ধারণ করা হয়নি।’
মঙ্গলবার ওভাল অফিসের এক সংবাদ সম্মেলনে ট্রাম্পের কাছে বৈঠক বিলম্বিত হওয়ার কারণ জানতে চান সাংবাদিকরা। তবে এ বিষয়ে সুনির্দিষ্ট কিছু বলতে অস্বীকৃতি জানান, তিনি।
তিনি বলেন, ‘আমি কোনো ব্যর্থ বৈঠক করে সময় নষ্ট করতে চাই না। তবে এটা চূড়ান্ত সিদ্ধান্ত নয়। পরিবর্তন আসতেই পারে। দেখব কী হয়।’
প্রেসিডেন্ট পুতিনের বিনিয়োগ বিষয়ক দূত কিরিল দিমিত্রিয়েভও গতকাল সামাজিক যোগাযোগমাধ্যমে বলেছেন, দুই দেশের প্রেসিডেন্টের সম্ভাব্য বৈঠক নিয়ে প্রস্তুতি অব্যাহত রেখেছে রাশিয়া।
আরএ
স্থগিত করা হয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যে নির্ধারিত বৈঠক। আপাতত রুশ প্রেসিডেন্টের সাথে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের বৈঠকের কোনো সম্ভাবনা নেই বলে আল জাজিরাকে জানিয়েছেন হোয়াইট হাউজের এক কর্মকর্তা।
এরআগে গত মঙ্গলবার প্রেসিডেন্ট ট্রাম্প জানিয়েছিলেন, আগামী দুই সপ্তাহের মধ্যে হাঙ্গেরিতে পুতিনের সাথে বৈঠকে বসবেন তিনি।
নির্ধারিত সময়ে বৈঠক হচ্ছে না, মস্কোর পক্ষ থেকেও তা নিশ্চিত করা হয়েছে।
ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, বৈঠকের প্রস্তুতির জন্য সময় লাগতে পারে। তিনি জানান, ‘প্রাথমিকভাবে এখানো কোনো সুনির্দিষ্ট সময়সীমা নির্ধারণ করা হয়নি।’
মঙ্গলবার ওভাল অফিসের এক সংবাদ সম্মেলনে ট্রাম্পের কাছে বৈঠক বিলম্বিত হওয়ার কারণ জানতে চান সাংবাদিকরা। তবে এ বিষয়ে সুনির্দিষ্ট কিছু বলতে অস্বীকৃতি জানান, তিনি।
তিনি বলেন, ‘আমি কোনো ব্যর্থ বৈঠক করে সময় নষ্ট করতে চাই না। তবে এটা চূড়ান্ত সিদ্ধান্ত নয়। পরিবর্তন আসতেই পারে। দেখব কী হয়।’
প্রেসিডেন্ট পুতিনের বিনিয়োগ বিষয়ক দূত কিরিল দিমিত্রিয়েভও গতকাল সামাজিক যোগাযোগমাধ্যমে বলেছেন, দুই দেশের প্রেসিডেন্টের সম্ভাব্য বৈঠক নিয়ে প্রস্তুতি অব্যাহত রেখেছে রাশিয়া।
আরএ
বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মহাপরিচালক তেদ্রোস আধানম গেব্রিয়েসাস সতর্ক করে বলেছেন, গাজা একটি স্বাস্থ্য বিপর্যয়ের সম্মুখীন, যা আগামী কয়েক প্রজন্ম ধরে স্থায়ী হবে। গাজায় ত্রাণ সরবরাহ বাড়ানোর ওপর জোর দেন তিনি।
২১ মিনিট আগেতুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোয়ান বলেছেন, গাজায় ইসরাইল-হামাস যুদ্ধবিরতি রক্ষা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেইসঙ্গে ফিলিস্তিন-ইসরাইল সমস্যার দ্বিরাষ্ট্রীয় সমাধানের লক্ষ্যে মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
২৯ মিনিট আগেনাইজেরিয়ার দক্ষিণাঞ্চলে জ্বালানি ট্যাঙ্কার বিস্ফোরণে কমপক্ষে ৩৮ জন নিহত হয়েছেন। মঙ্গলবার নাইজার রাজ্যে জ্বালানিবাহী ট্যাঙ্কারটি উল্টে যায়। এর পরপরই স্থানীয়রা ট্যাঙ্কার থেকে জ্বালানি সংগ্রহ করতে ছুটে আসেন। কিছুক্ষণ পরেই ট্যাঙ্কারটি বিস্ফোরিত হয়।
১ ঘণ্টা আগেআয়ারল্যান্ডের ডাবলিনে অভিবাসন বিরোধী ব্যাপক বিক্ষোভ হয়েছে। তাদের ছত্রভঙ্গ করতে পিপার স্প্রে ছোড়ে পুলিশ। এ সময় বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষ বাধে। বিক্ষোভকারীরা পুলিশের গাড়িতে আগুন দেয় ও ইট পাটকেল নিক্ষেপ করে।
১ ঘণ্টা আগে