সিসিকে হুমকির অভিযোগে ২ জনকে গ্রেপ্তার করলো বেলজিয়াম

আমার দেশ অনলাইন
প্রকাশ : ২৫ অক্টোবর ২০২৫, ২২: ১২

মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসিকে হুমকি দেওয়ার অভিযোগে মিশরীয় কর্মী আনাস হাবিব এবং তার ভাই তারেক হাবিবকে বেলজিয়ামের নিরাপত্তা বাহিনী গ্রেপ্তার করেছে। মিশরীয় সংবাদমাধ্যম জানিয়েছে, সিসির বেলজিয়াম সফরের সময় ব্রাসেলসে তাদের আটক করা হয়।

শুক্রবার মধ্যপ্রাচ্যভিত্তিক গণমাধ্যম মিডল ইস্ট মনিটর এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞাপন

প্রতিবেদন অনুযায়ী, মিশর-ইইউ শীর্ষ সম্মেলনে অংশ নিতে মিশরের প্রেসিডেন্ট সিসি ব্রাসেলসে অবস্থান করছিলেন। এ সময় আনাস হাবিব তার গতিবিধি পর্যবেক্ষণ ও হুমকি দিচ্ছেন — এমন অভিযোগের ভিত্তিতে বেলজিয়াম পুলিশ দুই ভাইকে তাদের হোটেল থেকে আটক করে। তদন্তের অংশ হিসেবে তাদের মোবাইল ফোনও জব্দ করা হয়েছে।

স্থানীয় সূত্র জানিয়েছে, বেলজিয়াম কর্তৃপক্ষ এখন মিশরীয় গোয়েন্দা সংস্থার সঙ্গে সমন্বয় করছে, অভিযোগিত হুমকির প্রকৃতি এবং এতে কোনও ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ড জড়িত ছিল কিনা তা নির্ধারণের জন্য। তবে বেলজিয়াম সরকার বা ব্রাসেলসে অবস্থিত মিশরীয় দূতাবাস কেউই এই ঘটনার বিষয়ে আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি।

এর কয়েক সপ্তাহ আগে, হেগে অবস্থিত মিশরীয় দূতাবাসে হামলার অভিযোগে নেদারল্যান্ডসের পুলিশ আনাস হাবিবকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছিল। তদন্ত শেষে তাকে মুক্তি দেওয়া হয়।

সিসি এই সপ্তাহের শুরুতে প্রথম মিশর-ইইউ শীর্ষ সম্মেলনে অংশ নিতে ব্রাসেলসে পৌঁছান। সেখানে তিনি ইউরোপীয় কাউন্সিলের সভাপতি আন্তোনিও কস্তা এবং ইউরোপীয় কমিশনের সভাপতি উরসুলা ভন ডের লেয়েনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন।

সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইউরোপের বিভিন্ন শহরে মিশরীয় দূতাবাসে বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। বিক্ষোভকারীরা কায়রো সরকারের বিরুদ্ধে অভিযোগ তুলেছে যে তারা গাজা উপত্যকার অবরোধে ইসরাইলকে সহযোগিতা করছে। অন্যদিকে মিশর সরকার এই ঘটনাগুলিকে “গাজায় ইসরাইলি অপরাধ থেকে মনোযোগ সরানোর উদ্দেশ্যে পরিচালিত দূষিত কর্মকাণ্ড” বলে দাবি করেছে।

হাবিবের গ্রেপ্তারকে ঘিরে এখন ইউরোপে অবস্থানরত মিশরীয় অধিকারকর্মীদের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়েছে, যারা বলছেন এটি মিশরের ভিন্নমত দমননীতির অংশ হিসেবেই দেখা উচিত।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত