আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

যুক্তরাষ্ট্রের ভিসা বন্ড তালিকায় বাংলাদেশ

আমার দেশ অনলাইন

যুক্তরাষ্ট্রের ভিসা বন্ড তালিকায় বাংলাদেশ

নতুন ভিসা বন্ড তালিকা ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। এই তালিকায় এবার যোগ হয়েছে বাংলাদেশের নাম। বাংলাদেশসহ মোট ৩৮টি দেশের নাম এখন এ তালিকায় রয়েছে। মঙ্গলবার হালনাগাদ এই তালিকা দেয় মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়।

এই ৩৮ দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রের ভিসা পাওয়ার জন্য ৫ হাজার থেকে ১৫ হাজার ডলার পর্যন্ত ‘ভিসা বন্ড’ বা জামানত জমা দিতে হতে পারে। এই নিয়ম কার্যকর হবে আগামী ২১ জানুয়ারি থেকে।

বিজ্ঞাপন

এই ৩৮ দেশের মধ্যে বেশির ভাগই আফ্রিকা, লাতিন আমেরিকা ও এশিয়ার। ভিসা বন্ড এসব দেশের অনেক নাগরিকর জন্য মার্কিন ভিসা পাওয়াকে কঠিন করে তুলবে। এই প্রকল্পের মূল উদ্দেশ্য হলো ভিসার মেয়াদ শেষ হওয়ার পর যারা অবৈধভাবে থেকে যান, তাদের নিরুৎসাহিত করা।

ভিসা বন্ডের আওতায় থাকা নতুন দেশগুলো হলো বাংলাদেশ, আলজেরিয়া, অ্যাঙ্গোলা, অ্যান্টিগুয়া, বারবুডা, বেনিন, বুরুন্ডি, কেপ ভার্দে, কিউবা, জিবুতি, ডোমিনিকা, ফিজি, গ্যাবন, আইভরি কোস্ট, কিরগিজস্তান, নেপাল, নাইজেরিয়া, সেনেগাল, তাজিকিস্তান, টোগো, টোঙ্গা, টুভালু, উগান্ডা, ভানুয়াতু, ভেনিজুয়েলা ও জিম্বাবুয়ে।

ভিসা বন্ড হলো একধরনের আর্থিক নিশ্চয়তা। কিছু দেশ নির্দিষ্ট বিদেশি নাগরিকদের সাময়িক ভিসা দেওয়ার আগে এমন জামানত বা নিশ্চয়তা নিয়ে থাকে; যেন তারা ভিসার শর্ত, বিশেষ করে থাকার সময়সীমা মেনে চলেন।

সূত্র: কেআরসিজি

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন