আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

এবার রোবটের সেনাবাহিনী তৈরির পরিকল্পনা ইলন মাস্কের

আমার দেশ অনলাইন
এবার রোবটের সেনাবাহিনী তৈরির পরিকল্পনা ইলন মাস্কের
ছবি সংগৃহীত

যুক্তরাষ্ট্রের বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলার প্রধান নির্বাহী ও বিশ্বের সেরা ধনকুবে ইলন মাস্ক একটি “রোবট সেনাবাহিনী” তৈরি করার পরিকল্পনা করছেন। মাস্কের মতে, এটি সম্পূর্ণ নিয়ন্ত্রণ নয়, বরং কোম্পানির ভবিষ্যৎ এবং রোবোটিক্স ও এআই প্রকল্পের ওপর উল্লেখযোগ্য প্রভাব রাখার উদ্যোগ।

শুক্রবার রুশ গণমাধ্যম আরটি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞাপন

মাস্কের জানান, হিউম্যানয়েড রোবটগুলি শারীরিক শ্রমের কাজ গ্রহণ করে দারিদ্র্য হ্রাসে সাহায্য করতে পারে এবং সমাজকে ব্যাপক রূপান্তরিত করতে পারে। তিনি অপ্টিমাসকে একজন “অবিশ্বাস্য সার্জন” হিসেবে বর্ণনা করেছেন এবং আশা প্রকাশ করেছেন যে, এর ব্যাপক ব্যবহার এমন একটি বিশ্ব তৈরি করতে পারে যেখানে কাজ ঐচ্ছিক হবে এবং প্রত্যেকের জন্য উচ্চমানের চিকিৎসা সেবা পাওয়া সম্ভব হবে।

তিনি মনে করছেন, টেসলার ওপর তার পর্যাপ্ত নিয়ন্ত্রণ না থাকলে তিনি এই ধরনের প্রকল্পে স্বাচ্ছন্দ্য বোধ করবেন না। মাস্ক টেসলায় তার ভোটদানের ক্ষমতা প্রায় ২৫% পর্যন্ত উন্নীত করার চেষ্টা করছেন। এছাড়া, তিনি ৯৭৫ বিলিয়ন ডলারের সম্ভাব্য ক্ষতিপূরণ প্যাকেজের পক্ষে যুক্তি দিচ্ছেন, যা দশ বছরের মধ্যে বিতরণ হবে যদি টেসলা নির্দিষ্ট উচ্চাকাঙ্ক্ষী লক্ষ্য পূরণ করে। এই লক্ষ্যগুলোর মধ্যে রয়েছে কোম্পানির বাজার মূল্য ১ ট্রিলিয়ন ডলার থেকে ৮.৫ ট্রিলিয়ন ডলারে উন্নীত করা, ২০ মিলিয়ন বৈদ্যুতিক যানবাহন সরবরাহ, ১ মিলিয়ন রোবোট্যাক্সি এবং ১ মিলিয়ন অপ্টিমাস হিউম্যানয়েড রোবট তৈরি। এই লক্ষ্যগুলি পূরণ করলে মাস্কের মালিকানা ১৩% থেকে ২৫% পর্যন্ত বৃদ্ধি পাবে।

টেসলার হিউম্যানয়েড রোবট অপ্টিমাস ইতিমধ্যেই কোম্পানির ইভেন্টে সহজ কাজ সম্পাদন করছে। মাস্কের পরিকল্পনা অনুযায়ী, ২০২৬ সালের প্রথম প্রান্তিকে অপ্টিমাস ভি৩ প্রকাশিত হবে। নতুন সংস্করণে উন্নত হাত এবং বাহু থাকবে, যা মাস্কের মতে সবচেয়ে জটিল অংশ।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

প্রাণ খুলে ‘জনতার ইশতেহার’ প্ল্যাটফর্মে যুক্ত হওয়ার আহ্বান জামায়াত আমিরের

চীন-রাশিয়ার যৌথ যুদ্ধবিমান টহলের ঘটনায় ন্যাটোর ‘গভীর উদ্বেগ’

প্রশাসনকে আমরা দুর্নীতি মুক্ত করতে চাই: অলিউল্লাহ নোমান

গাজায় ইসরাইলি আগ্রাসনে ৭০ হাজার ছাড়াল মৃতের সংখ্যা

দুমকিতে ভ্যান–অটোর মুখোমুখি সংঘর্ষে যুবকের মৃত্যু

এলাকার খবর
খুঁজুন