জেনেভার আলোচনা ‘গঠনমূলক’, তবে কূটনীতি চলবে: ইরান

২২: ১০

জেনেভার আলোচনা ‘গঠনমূলক’, তবে কূটনীতি চলবে: ইরান

জেনেভার আলোচনা ‘গঠনমূলক’, তবে কূটনীতি চলবে: ইরান

ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএ জানিয়েছে, জেনেভায় ইরানি ও ইউরোপীয় কর্মকর্তাদের মধ্যে চলমান আলোচনায় ইউরোপীয় পক্ষগুলোর অভ্যন্তরীণ পরামর্শের জন্য আপাতত একটি বিরতি নেওয়া হয়েছে।

আইআরএনএ জানায়, আলোচনায় অংশ নেওয়া ইরানি প্রতিনিধিদল জোর দিয়ে বলেছে, “আক্রমণ বন্ধ হলেই কেবল কূটনীতির পথ উন্মুক্ত হতে পারে।”

প্রতিবেদনে বলা হয়, “আলোচনার প্রথম ধাপ সম্মানজনক ও গুরুত্বসহকারে অনুষ্ঠিত হয়েছে, যেখানে সংশ্লিষ্ট সকল পক্ষের দৃষ্টিভঙ্গি তুলে ধরা হয়েছে।”

আইআরএনএ আরও জানায়, “তুলে ধরা কিছু বিষয় আরো স্পষ্টভাবে ব্যাখ্যা করা গেলে, কূটনৈতিক অগ্রগতির পথ সহজ হতে পারে।”

আইআরএনএ আরও জানিয়েছে, ইরানি প্রতিনিধিদল স্পষ্ট করে বলেছে—“ইরান এখনো আলোচনা থেকে সরে যায়নি এবং এই আলোচনার ধাপ কূটনীতির শেষ নয়।”

২১: ১৩

ইরানে নতুন করে হামলা শুরু করেছে ইসরাইল

ইরানে নতুন করে হামলা শুরু করেছে ইসরাইল

ইসরাইলি সামরিক বাহিনী দাবি করেছে, তারা দক্ষিণ-পশ্চিম ইরানের সামরিক অবকাঠামোতে আঘাত করেছে। শুক্রবার আল জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করেছে।

ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারক ইসলামিক রিপাবলিক অব ইরান ব্রডকাস্টিং পরিচালিত ইয়ং জার্নালিস্টস ক্লাবের মতে, দক্ষিণ ইরানের বুশেহরে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়েছে।

এর আগে ইসরাইলি সংবাদমাধ্যম চ্যানেল ১২ এর বরাতে আল জাজিরা জানায়, ইরানের ছোড়া অন্তত ৩৯টি ক্ষেপণাস্ত্র শুক্রবার (২০ জুন) ভোরে ইসরাইলের বিভিন্ন শহরে আঘাত হেনেছে। এতে অন্তত ১৭ জন আহত হয়েছেন।

২০: ৫০

ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সাথে ইউরোপীয় মন্ত্রীদের আলোচনা শুরু

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচির সাথে ইউরোপীয় পররাষ্ট্রমন্ত্রীদের কূটনৈতিক আলোচনা শুরু হয়েছে বলে জানিয়েছে সংবাদ সংস্থা এএফপি।

এর আগে সংবাদ সংস্থা রয়টার্স জানায়, জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলে বক্তৃতা দেওয়ার পরই জেনেভায় অনুষ্ঠানস্থলে পৌঁছান ইরানের পররাষ্ট্রমন্ত্রী।

ইরান-ইসরাইল সংঘাত নিরসনে আলোচনার মাধ্যমে একটি কূটনৈতিক সমাধান খুঁজতেই যুক্তরাজ্য, জার্মানি, ফ্রান্স এবং ইইউর শীর্ষ কূটনীতিকরা সুইজারল্যান্ডের জেনেভায় রয়েছেন।

২০: ৪৬

ইরান-ইসরাইল সংঘাত নিয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে বৈঠক

ইরান-ইসরাইল সংঘাত নিয়ে আলোচনা করতে নিউইয়র্কে বৈঠকে বসেছেন জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সদস্যরা।

এমন এক সময় তারা এই বৈঠকে বসলেন, যখন জেনেভায় ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সাথে ইউরোপীয় পররাষ্ট্রমন্ত্রীদের কূটনৈতিক আলোচনা শুরু হয়েছে।

২০: ১৩

ইরানের নতুন হামলায় ইসরাইলে আহত ১৭

ইরানের নতুন হামলায় ইসরাইলে কমপক্ষে ১৭ জন আহত হয়েছেন। সিএনএনের এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ইসরাইলি স্বাস্থ্য ও জরুরি সেবা কর্তৃপক্ষের বরাতে জানানো হয়েছে, শুক্রবার ইরানের নতুন ক্ষেপণাস্ত্র হামলায় দেশটির কমপক্ষে ১৭ জন আহত হয়েছেন।

স্থানীয় কর্তৃপক্ষ জানায়, আহতদের মধ্যে অন্তত তিনজনের অবস্থা গুরুতর, যাদের একজন ১৬ বছর বয়সী কিশোর—যিনি ক্ষেপণাস্ত্রের ছিটকে পড়া ধাতব টুকরায় আঘাত পেয়েছেন।

ইসরাইলের রামবাম হাসপাতাল থেকে প্রকাশিত ফুটেজে দেখা গেছে, জরুরি সেবা কর্মীরা হাইফা বন্দরের এই স্বাস্থ্যকেন্দ্রের প্রাঙ্গণে একটি স্ট্রেচারে করে আহত একজনকে নিয়ে আসছেন।

জরুরি বিভাগ শহরের বাসিন্দাদের জানিয়েছে, তারা “নিরাপদ আশ্রয়স্থল” থেকে বের হতে পারেন—যা ইঙ্গিত দেয় যে এই মুহূর্তে ইরানি ক্ষেপণাস্ত্র হামলার হুমকি কেটে গেছে।

১৯: ২১

ইসরাইলে আবারো হামলা চালিয়েছে ইরান

ইসরাইলের স্থানীয় গণমাধ্যমগুলো জানিয়েছে, দেশের বিভিন্ন স্থানে ইরানি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। আল জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, উত্তরের হাইফা অঞ্চল এবং দক্ষিণের বেয়ারশেবা শহরে ক্ষেপণাস্ত্র আঘাতের খবর পাওয়া গেছে—যেখানে ইরানি হামলা আগেও বারবার লক্ষ্য করা গেছে। এছাড়াও, অন্তত একটি ক্ষেপণাস্ত্র জেরুজালেমে আছড়ে পড়েছে বলে জানা গেছে।

ইসরাইলি চ্যানেল ১২ জানিয়েছে, এই হামলায় প্রায় ৩৯টি ক্ষেপণাস্ত্র শনাক্ত করা হয়েছে।

এ হামলায় দুই জন আহত হয়েছেন। যার মধ্যে, ১৬ বছর বয়সী একজন ছেলে, যার শরীরের উপরের অংশে গুরুতর জখম হয়েছে এবং অন্যজন ৫৪ বছর বয়সী একজন পুরুষ।

১৮: ৩৪

ইরানকে কূটনৈতিক প্রস্তাব দেবে ফ্রান্স

ইরানকে কূটনৈতিক প্রস্তাব দেবে ফ্রান্স

জেনেভায় ইরানের সাথে ইউরোপের কূটনৈতিক আলোচনার বিষয়ে কথা বলেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রঁ।

প্যারিসের ঠিক বাইরে লে বোর্গেটে সাংবাদিকদের ম্যাক্রঁ বলেন, ইরানকে দেখাতে হবে যে তারা আলোচনার টেবিলে যোগ দিতে ইচ্ছুক।

তিনি জানান, ইসরাইলের সাথে সংঘাতের অবসান ঘটাতে ইরানকে একটি কূটনৈতিক প্রস্তাব দেবে ফ্রান্স এবং ইউরোপীয় মিত্ররা।

ম্যাক্রোঁর মতে, এই প্রস্তাবটি চারটি প্রধান ধাপে গঠিত-

জাতিসংঘের পারমাণবিক সংস্থা, আইএইএ এর মাধ্যমে ইউরেনিয়ামের "শূন্য সমৃদ্ধকরণ" এর দিকে এগিয়ে যাওয়ার কাজ আবারো শুরু করা।

ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কার্যক্রমের তদারকি।

এই অঞ্চলে প্রক্সি জঙ্গি গোষ্ঠীগুলোকে ইরানের অর্থায়ন বন্ধ করা।

ইরানের কারাগারে বন্দী বিদেশী নাগরিকদের মুক্তি।

১৭: ২০

ইরানে হাসপাতালে হামলার প্রমাণ আন্তর্জাতিক সংস্থায় পাঠাবে রেড ক্রিসেন্ট

ইরানে হাসপাতালে হামলার প্রমাণ আন্তর্জাতিক সংস্থায় পাঠাবে রেড ক্রিসেন্ট

গত রাতে তেহরানে পাঁচটি হাসপাতালের কাছাকাছি এলাকায় ইসরাইলি হামলায় হাসপাতাল ভবন কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে। এই ঘটনায় উদ্বিগ্ন হয়ে পড়েন হাসপাতালের রোগীরাও।

ইরানে রেড ক্রিসেন্ট সোসাইটির প্রধান পিরহোসেইন কোলিভান্দ দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনের সাথে এক সাক্ষাৎকারে এ কথা বলেছেন।

কোলিভান্দ বলেন, বিস্ফোরণের ধোঁয়ায় রোগীদের শ্বাসকষ্টের সমস্যাও তৈরি করেছে।

হাসপাতালে এসব হামলার প্রভাব এবং এর প্রমাণ রেডক্রসসহ আন্তর্জাতিক সংস্থাগুলোতে পাঠানো হবে বলেও জানান তিনি।

১৬: ৫৮

ইরান-ইসরাইল থেকে নাগরিকদের সরিয়ে নিচ্ছে বিভিন্ন দেশ

ইরান-ইসরাইল থেকে নাগরিকদের সরিয়ে নিচ্ছে বিভিন্ন দেশ

যুদ্ধের কারণে ইরান ও ইসরাইল থেকে নাগরিকদের সরিয়ে নিচ্ছে বিভিন্ন দেশ। ইরানের পারমাণবিক ও সামরিক স্থাপনায় ১৩ জুন (শুক্রবার) ইসরাইলের হামলার মাধ্যমে শুরু হওয়া এই সংঘাত মধ্যপ্রাচ্যে চরম উত্তেজনা তৈরি করেছে।

আঞ্চলিক এই সংঘাতে বিশ্বের পরাশক্তি দেশগুলোও জড়িয়ে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।

১৬: ২৬

নতুন প্রজন্মের ক্ষেপণাস্ত্র এখনো ব্যবহার করেনি ইরান

নতুন প্রজন্মের ক্ষেপণাস্ত্র এখনো ব্যবহার করেনি ইরান

ইসরাইলি লক্ষ্যবস্তুর ওপর পাল্টা ক্ষেপণাস্ত্র হামলার মাধ্যমে ইরানের সশস্ত্র বাহিনী কড়া বার্তা দিচ্ছে ঠিকই। কিন্তু সামরিক বিশ্লেষকদের ধারণা, তেহরান এখনো তার নতুন প্রজন্মের ক্ষেপণাস্ত্র ব্যবহার করেননি। ইরানের তাসনিম নিউজ এজেন্সি এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করেছে।

সামরিক বিশ্লেষকেরা বলছেন, ইরানের এ হামলাগুলোর বিশেষ ১০টি বৈশিষ্ট্য ইসরাইলি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে একপ্রকার অকার্যকর করে দিয়েছে।

গত শুক্রবার বিনা উসকানিতে ইরানের ওপর আগ্রাসী হামলা চালায় ইসরাইল। পারমাণবিক স্থাপনা, সামরিক ঘাঁটি ও আবাসিক এলাকার ওপর চালানো এ হামলায় নিহত হয়েছেন ইরানের বেশ কয়েকজন শীর্ষ সামরিক কর্মকর্তা, পারমাণবিক বিজ্ঞানী ও সাধারণ নাগরিক।

১৬: ১৩

যুদ্ধ বন্ধে যে শর্ত দিলেন ইরানি প্রেসিডেন্ট

যুদ্ধ বন্ধে যে শর্ত দিলেন ইরানি প্রেসিডেন্ট

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, শত্রুর আগ্রাসন নিঃশর্তভাবে বন্ধ এবং ইহুদিবাদী সন্ত্রাসীদের অভিযান চিরতরে অবসানই আরোপিত এই যুদ্ধ বন্ধের একমাত্র পথ।

সামাজিক মাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে তিনি এসব কথা বলেছেন।

শুক্রবার বিবিসি বাংলা এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের প্রেসিডেন্ট আরো বলেন, শর্ত না মানলে শত্রুদের প্রতি আমাদের প্রতিক্রিয়া আরো বেশি গুরুতর এবং ভয়াবহ হবে।

এদিকে আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, ইসরাইলের দক্ষিণাঞ্চলীয় শহর বেরশেবায় মাইক্রোসফট অফিসের কাছাকাছি এলাকায় হামলা করেছে ইরান। হামলার স্থানে আগুন জ্বলতে দেখা গেছে। আশেপাশের আবাসিক ভবনগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে।

১৩: ০১

ইরানে পারমাণবিক বোমা হামলা হবে বিপর্যয়কর: রাশিয়া

ইরানে পারমাণবিক বোমা হামলা হবে বিপর্যয়কর: রাশিয়া

ইরানে মার্কিন যুক্তরাষ্ট্রের কৌশলগত পারমাণবিক অস্ত্রের ব্যবহার হবে বিপর্যয়কর হবে বলে সতর্ক করে দিয়েছে রাশিয়া। ইরানে হামলায় ইসরাইলের সঙ্গে যুক্তরাষ্ট্রও অংশ নেবে কিনা, এ নিয়ে যখন জল্পনা তুঙ্গে তখন এমন মন্তব্য করলেন ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ।

শুক্রবার রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে আল জাজিরা জানায়, যুক্তরাষ্ট্রের যুদ্ধ জড়ানোর সম্ভাবনা নিয়ে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশি সংবাদের পরিপ্রেক্ষিতে পেসকভ মন্তব্য করেন।

তিনি বলেন, রাশিয়া মার্কিন যুক্তরাষ্ট্রকে ইসরাইলি হামলায় যোগদান না করার জন্য আহ্বান জানিয়েছে। দেশটি সতর্ক করে বলেছে, যুদ্ধে যুক্তরাষ্ট্রের অংশগ্রহণ এই অঞ্চলকে নাটকীয়ভাবে অস্থিতিশীল করবে এবং পারমাণবিক বিপর্যয়ের ঝুঁকি তৈরি হবে।

যুক্তরাষ্ট্র ইঙ্গিত দিয়েছে যে তারা ইরানের উপর ইসরাইলের হামলায় যোগদানের সম্ভাবনা উড়িয়ে দেয়নি। বৃহস্পতিবার হোয়াইট হাউজ জানিয়েছে যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগামী দুই সপ্তাহের মধ্যে সিদ্ধান্ত নেবেন।

এদিকে ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ থেকে সরে আসতে ডোনাল্ড ট্রাম্পের প্রতি আহ্বান জানিয়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। তিনি বলেছেন, এখানে সংঘাত ‘বৃদ্ধির বড় ঝুঁকি’ রয়েছে। তিনি সব পক্ষকে কূটনৈতিক সমাধান খোঁজার আহ্বান জানিয়েছেন।

স্টারমার বলেছেন, এর আগে ‘মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে বেশ কয়েক দফা আলোচনা হয়েছে’ এবং ‘আমার মতে, এটিই এই সমস্যা সমাধানের উপায়।’

আরএ

১২: ৪৯

ইরানকে যে প্রস্তাব দিতে পারে ইউরোপীয় দেশগুলো

ইরানকে যে প্রস্তাব দিতে পারে ইউরোপীয় দেশগুলো

ইরান ও ইসরাইলের মধ্যে সংকট নিরসনের লক্ষ্যে সুইজারল্যান্ডের জেনেভায় ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচির সঙ্গে বৈঠক করবেন ইউরোপীয় বেশ কয়েকটি দেশের পররাষ্ট্রমন্ত্রী।

শুক্রবার এই বৈঠক হওয়ার কথা রয়েছে।

বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, পরিকল্পনা অনুযায়ী সবাই যদি বৈঠকে যোগ দেয়, তবে এটি হবে ইসরাইলের ইরানে হামলার এক সপ্তাহ পর তেহরান ও পশ্চিমা সরকারগুলোর মধ্যে প্রথম সরাসরি মুখোমুখি আলোচনা।

এই বৈঠকটি হলে সেটি হবে চলমান সংকটের মধ্যে ইউরোপীয়দের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশগ্রহণের একটি।

প্রেসিডেন্ট ট্রাম্প হঠাৎ করে তার সামরিক হস্তক্ষেপ নিয়ে সিদ্ধান্ত গ্রহণ দুই সপ্তাহ পিছিয়ে দিয়েছেন, যা এই জেনেভার আলোচনার গুরুত্বকে আরও বাড়িয়ে দিয়েছে।

ট্রাম্প এখনো আলোচনার মাধ্যমে সমাধানের পথ খোঁজাকে সুযোগ দিতে চান।

এই সংঘাত শুরুর আগে যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে নতুন একটি পারমাণবিক চুক্তির জন্য নিজস্ব দ্বিপাক্ষিক আলোচনা চালিয়ে যাচ্ছিল।

এক্ষেত্রে তিনি ইউরোপকে পাশে সরিয়ে রেখেছিলেন, যে ইউরোপ ২০১৫ সালের পরমাণু চুক্তিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল, যে চুক্তি থেকে প্রেসিডেন্ট ট্রাম্প তার প্রথম মেয়াদে বেরিয়ে এসেছিলেন।

ইউরোপীয় মন্ত্রীরা ইরানকে আলোচনায় ফিরতে অনুরোধ করবেন বলে আশা করা হচ্ছে। ইরান জানিয়েছে যে, তারাও আলোচনায় ফিরতে চায়, কিন্তু হামলার মধ্যে দিয়ে নয়।

এদিকে আপাতত ইসরাইল-ইরান কেউই পিছিয়ে আসছে না।

১২: ২৯

তেহরান দূতাবাসের কার্যক্রম স্থগিত করল অস্ট্রেলিয়া

ইরানে চলমান সংঘাতের মধ্যে নিরাপত্তা পরিস্থিতির অবনতির হওয়ায় তেহরানে তাদের দূতাবাসের কার্যক্রম স্থগিত করছে অস্ট্রেলিয়া।

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী পেনি ওয়ং বলেছেন, ‘বর্তমান পরিস্থিতির কারণে আমাদের কনস্যুলার সেবা দেয়ার ক্ষমতা অত্যন্ত সীমিত। আকাশসীমাও এখন বন্ধ।’

বিবিসি জানিয়েছে, অস্ট্রেলিয়া তাদের সব কর্মকর্তা ও তাদের পরিবারের সদস্যদের ইরান ছেড়ে যাওয়ার নির্দেশ দিয়েছে।

কনস্যুলার কর্মীদের কাছের দেশ আজারবাইজানে স্থানান্তর করা হচ্ছে।

ওয়ং জানান, অস্ট্রেলিয়ার রাষ্ট্রদূত ওই অঞ্চলে থেকেই সরকারের সংকট-সংশ্লিষ্ট কার্যক্রমে সহায়তা করবেন।

ইরানে অবস্থানরত কমপক্ষে দেড় হাজারে মতো অস্ট্রেলিয়ান ও তাদের পরিবার ইরান ছাড়ার জন্য সহায়তা চেয়েছেন।